কলকাতা, 25 ফেব্রুয়ারি: ব্রিগেডের সমাবেশ দিয়েই লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া টাকার দাবিতে আগামী 10 মার্চ তারা জনগর্জন সভার ডাক দিয়েছে ৷
লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কর্মীদের টাকা ফেরানোকেই বড় অস্ত্র করতে চাইছে তৃণমূল কংগ্রেস । আগেই দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার একটা ইঙ্গিত মিলেছিল । এ বার আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলা টাকা ফেরানোর কর্মসূচিকে সামনে রেখে ব্রিগেড সমাবেশ করতে চলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আগামী 10 মার্চ জনগর্জন সভা নামে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে । সেখান থেকেই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে তৃণমূল কংগ্রেস ৷ মূলত এই ব্রিগেডকে সামনে রেখেই লোকসভার ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ।
দিনক্ষণ প্রকাশিত না হলেও দেশজুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা ৷ নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে সব দলই ৷ মার্চের শুরুতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতে তিনটি সভা রয়েছে নমোর ৷ আন্তর্জাতিক নারী দিবসে অর্থাৎ আট তারিখ বারাসতের মহিলা সম্মেলনে তিনি সন্দেশখালি নিয়ে সুর চড়াবেন বলে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল ৷ তার রেশ কাটতে না কাটতেই কেন্দ্রকে পালটা আক্রমণ করার কর্মসূচি গ্রহণ করল রাজ্যের শাসকদল ৷
বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াতে আগামী 10 মার্চ ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল ৷ আজ দলের সোশাল হ্যান্ডেলে সেই সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে ৷ যেখানে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ৷ স্লোগানে লেখা হয়েছে, 'বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো ৷' এই পোস্টার শেয়ার করে অভিষেক তার ক্যাপশনে লিখেছেন, "খেলা হবে ৷"
100 দিনের বকেয়া টাকা কাল অর্থাৎ সোমবার থেকেই নিজ উদ্যোগে মিটিয়ে দেওয়া শুরু করবে রাজ্য সরকার ৷ রাজ্য যে গরিব মানুষদের পাশে আছে, সে কথা তুলে ধরতেই ছোট ছোট সভা হবে বলে আগেই ঠিক ছিল ৷ এ বার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়ে সেই বার্তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷
আরও পড়ুন: