ETV Bharat / politics

সন্দেশখালিতে তৃণমূলের সভা 3 মার্চ, পরিস্থিতি দেখতে কাল যাচ্ছেন পার্থ-সুজিত

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:06 PM IST

Updated : Feb 17, 2024, 4:40 PM IST

Sandeshkhali TMC Rally Cancelled: উচ্চমাধ্যমিকের জন্য সন্দেশখালিতে হচ্ছে না তৃণমূলের পূর্বঘোষিত সভা ৷ আজ তৃণমূলের তরফে সেই সভা বাতিল করার কথা ঘোষণা করেছে ৷ সেই সভা হবে 3 মার্চ।

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 17 এপ্রিল: সন্দেশখালি 1 নম্বর ব্লকে বড় সভা হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে তা বাতিল করল তৃণমূল ৷ তার বদলে আগামিকাল তৃণমূলের দুই মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরও একবার সন্দেশখালি যাচ্ছে ৷ রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু রবিবার সন্দেশখালি যাচ্ছেন বলে জানা গিয়েছে। মূলত এরা সন্দেশখালির ভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ৷ তাঁদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন ৷ সেই মতো ফিরে এসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একটি রিপোর্ট দেবেন তাঁরা ৷ অন্যদিকে, তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে বাতিল হওয়া সভাটি হবে মার্চ মাসের 3 তারিখ।

এর আগে অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ তখনই তাঁরা ঘোষণা করেছিলেন 18 ফেব্রুয়ারি সন্দেশখালি থেকে 144 ধারা উঠে গেলে তৃণমূল কংগ্রেস একটি সভা করবে ৷ যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, সুজিত বসু, ব্রাত্য বসু-সহ এক ঝাঁক নেতা মন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল ৷ কিন্তু, উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে এই সভা হচ্ছে না বলে আজ জানিয়েছে তৃণমূল ৷

তবে, সভা না হলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটে গেলে, কোর কমিটির সদস্যরা সন্দেশখালিতে একটি বড় সভা করবে ৷ শাসকদলের তরফে দাবি করা হয়েছে, যেখানে স্থানীয় মানুষদের হাজির করে, সন্দেশখালি নিয়ে চলা মিথ্যাচারের পর্দা ফাঁস করা হবে ৷ উল্লেখ্য, গত 10 ফেব্রুয়ারি সন্দেশখালিতে 1 ও 2 নম্বর ব্লকে 144 ধারা জারি করে বসিরহাট পুলিশ প্রশাসন ৷ কিন্তু, দু’দিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 144 ধারা তুলে নিতে হয় পুলিশকে ৷ বদলে আদালতের নির্দেশে অশান্ত এলাকার তালিকা তৈরি করে সন্দেশখালি 2 ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷

গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি এই সন্দেশখালি ইস্যুতেই ৷ সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে, জমি দখল, বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থকদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ শুধু রাজ্যই নয়, জাতীয় ক্ষেত্রেও এই মুহূর্তে সন্দেশখালি আলোচনার বিষয় ৷ আর সেই জায়গা থেকে নিজেদের জমি উদ্ধারে নেমেছে তৃণমূল ৷ রাজনৈতিকমহলের মতে, সেই দিক থেকে সভা বাতিল করে দুই মন্ত্রীকে দিয়ে আগে সন্দেশখালির পরিস্থিতি যাচাই করতে চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. বিনা বাধায় সন্দেশখালিতে রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দল
  2. সন্দেশখালির পথে বাধা, কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
  3. সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি যুব কংগ্রেস নেতার

কলকাতা, 17 এপ্রিল: সন্দেশখালি 1 নম্বর ব্লকে বড় সভা হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে তা বাতিল করল তৃণমূল ৷ তার বদলে আগামিকাল তৃণমূলের দুই মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরও একবার সন্দেশখালি যাচ্ছে ৷ রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু রবিবার সন্দেশখালি যাচ্ছেন বলে জানা গিয়েছে। মূলত এরা সন্দেশখালির ভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ৷ তাঁদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন ৷ সেই মতো ফিরে এসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একটি রিপোর্ট দেবেন তাঁরা ৷ অন্যদিকে, তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে বাতিল হওয়া সভাটি হবে মার্চ মাসের 3 তারিখ।

এর আগে অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ তখনই তাঁরা ঘোষণা করেছিলেন 18 ফেব্রুয়ারি সন্দেশখালি থেকে 144 ধারা উঠে গেলে তৃণমূল কংগ্রেস একটি সভা করবে ৷ যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, সুজিত বসু, ব্রাত্য বসু-সহ এক ঝাঁক নেতা মন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল ৷ কিন্তু, উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে এই সভা হচ্ছে না বলে আজ জানিয়েছে তৃণমূল ৷

তবে, সভা না হলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটে গেলে, কোর কমিটির সদস্যরা সন্দেশখালিতে একটি বড় সভা করবে ৷ শাসকদলের তরফে দাবি করা হয়েছে, যেখানে স্থানীয় মানুষদের হাজির করে, সন্দেশখালি নিয়ে চলা মিথ্যাচারের পর্দা ফাঁস করা হবে ৷ উল্লেখ্য, গত 10 ফেব্রুয়ারি সন্দেশখালিতে 1 ও 2 নম্বর ব্লকে 144 ধারা জারি করে বসিরহাট পুলিশ প্রশাসন ৷ কিন্তু, দু’দিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 144 ধারা তুলে নিতে হয় পুলিশকে ৷ বদলে আদালতের নির্দেশে অশান্ত এলাকার তালিকা তৈরি করে সন্দেশখালি 2 ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷

গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি এই সন্দেশখালি ইস্যুতেই ৷ সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে, জমি দখল, বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থকদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ শুধু রাজ্যই নয়, জাতীয় ক্ষেত্রেও এই মুহূর্তে সন্দেশখালি আলোচনার বিষয় ৷ আর সেই জায়গা থেকে নিজেদের জমি উদ্ধারে নেমেছে তৃণমূল ৷ রাজনৈতিকমহলের মতে, সেই দিক থেকে সভা বাতিল করে দুই মন্ত্রীকে দিয়ে আগে সন্দেশখালির পরিস্থিতি যাচাই করতে চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. বিনা বাধায় সন্দেশখালিতে রাজ‍্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধি দল
  2. সন্দেশখালির পথে বাধা, কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
  3. সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি যুব কংগ্রেস নেতার
Last Updated : Feb 17, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.