ETV Bharat / politics

শেষ দফার প্রচারে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরলেন কুণাল - Kunal Ghosh

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 5:14 PM IST

Updated : May 13, 2024, 5:58 PM IST

Kunal Ghosh: আগামী 1 জুন সপ্তম দফার নির্বাচন ৷ সেই নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা গতকাল, শনিবার জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে ৷ সেই তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের ৷ তাঁকে কিছুদিন আগেই তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 মে: সপ্তম তথা শেষ দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরছেন কুণাল ঘোষ । রাজ্য সম্পাদকের পদ থেকে সরানোর পর তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেয় রাজ্য়ের । গত 12 মে যে তালিকা নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের তরফে জমা পড়েছে, তাতে আবার ফিরেছেন কুণাল ঘোষ । আর তাতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে । তবে কি এবার পুরনো পদও ফিরে পাবেন তিনি ?

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে হাজির হয়ে কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ ৷ সেখানেই আবার তিনি উত্তর কলকাতায় ছাপ্পা ভোট বন্ধের ডাক দেন ৷ এর পরই শুরু হয় বিতর্ক ৷ এই বক্তব্য পেশের কয়েকঘণ্টার মধ্যে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল ৷

এর পরই পালটা তোপ দাগেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, মার্চের গোড়ায় তিনিই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তার পর তাঁকে সরানো হয় কিভাবে৷ এর পর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কুণাল ঘোষ জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নিয়োগ দুর্নীতির বিষয়ে জানত ৷ সেই কারণেই পার্থ চট্টোপাধ্য়ায় 2021 সালে শিক্ষামন্ত্রী হতে পারেননি ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই পড়ে যায় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষকে লোকসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় ৷ ফলে জল্পনা শুরু হয় কুণালের বিরুদ্ধে তৃণমূল আরও বড় কোনও পদক্ষেপ করবে কি না, সেই বিষয়ে ৷

যদিও আর কোনও পদক্ষেপ করা হয় তৃণমূলের তরফে ৷ বরং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে বৈঠক করেন কুণাল ঘোষ ৷ সূত্রের খবর, তার পরই বরফ গলতে শুরু করে ৷ যার ফলে আবার তারকা প্রচারকের তালিকায় তাঁকে ফেরানো হল ৷ এখন দেখার পুরনো পদেও তাঁকে তৃণমূল আবার ফিরিয়ে আনে কি না !

আরও পড়ুন:

  1. 'দলীয় শৃংখলার উর্ধ্বে কেউ নয়', কুণাল প্রসঙ্গে দাবি অভিষেকের
  2. ‘কুইজ মাস্টার’ ডেরেকের বাড়িতে বিদ্রোহী কুণাল, বরফ গলাতে কি পারলেন মধ্যস্থতাকারী ব্রাত্য !
  3. 'পদ নয়, পথে আছি', মমতা-অভিষেকের নাম নিয়ে চোখের জলে বার্তা কুণালের

কলকাতা, 13 মে: সপ্তম তথা শেষ দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরছেন কুণাল ঘোষ । রাজ্য সম্পাদকের পদ থেকে সরানোর পর তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেয় রাজ্য়ের । গত 12 মে যে তালিকা নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের তরফে জমা পড়েছে, তাতে আবার ফিরেছেন কুণাল ঘোষ । আর তাতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে । তবে কি এবার পুরনো পদও ফিরে পাবেন তিনি ?

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে হাজির হয়ে কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ ৷ সেখানেই আবার তিনি উত্তর কলকাতায় ছাপ্পা ভোট বন্ধের ডাক দেন ৷ এর পরই শুরু হয় বিতর্ক ৷ এই বক্তব্য পেশের কয়েকঘণ্টার মধ্যে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল ৷

এর পরই পালটা তোপ দাগেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, মার্চের গোড়ায় তিনিই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তার পর তাঁকে সরানো হয় কিভাবে৷ এর পর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কুণাল ঘোষ জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নিয়োগ দুর্নীতির বিষয়ে জানত ৷ সেই কারণেই পার্থ চট্টোপাধ্য়ায় 2021 সালে শিক্ষামন্ত্রী হতে পারেননি ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই পড়ে যায় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষকে লোকসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয় ৷ ফলে জল্পনা শুরু হয় কুণালের বিরুদ্ধে তৃণমূল আরও বড় কোনও পদক্ষেপ করবে কি না, সেই বিষয়ে ৷

যদিও আর কোনও পদক্ষেপ করা হয় তৃণমূলের তরফে ৷ বরং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে বৈঠক করেন কুণাল ঘোষ ৷ সূত্রের খবর, তার পরই বরফ গলতে শুরু করে ৷ যার ফলে আবার তারকা প্রচারকের তালিকায় তাঁকে ফেরানো হল ৷ এখন দেখার পুরনো পদেও তাঁকে তৃণমূল আবার ফিরিয়ে আনে কি না !

আরও পড়ুন:

  1. 'দলীয় শৃংখলার উর্ধ্বে কেউ নয়', কুণাল প্রসঙ্গে দাবি অভিষেকের
  2. ‘কুইজ মাস্টার’ ডেরেকের বাড়িতে বিদ্রোহী কুণাল, বরফ গলাতে কি পারলেন মধ্যস্থতাকারী ব্রাত্য !
  3. 'পদ নয়, পথে আছি', মমতা-অভিষেকের নাম নিয়ে চোখের জলে বার্তা কুণালের
Last Updated : May 13, 2024, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.