ETV Bharat / politics

ভোটে দিলে তবেই মিলবে হাসপাতালের জন্য টাকা, সুদীপের মন্তব্যে বিতর্ক - Lok Sabha Elections 2024

Sudip Bandyopadhyay: সাংসদ তহবিল থেকে হাসপাতালের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েও বিতর্কে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, বদলে তিনি ভোট পাওয়ার প্রতিশ্রুতি চেয়েছেন ৷ বুধবার কাশীপুরের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Sudip Bandyopadhyay
Sudip Bandyopadhyay
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 7:49 PM IST

Updated : Mar 6, 2024, 8:55 PM IST

ভোটে দিলে তবেই মিলবে হাসপাতালের জন্য টাকা, সুদীপের মন্তব্যে বিতর্ক

কলকাতা, 6 মার্চ: সাংসদ তহবিলের টাকা দেওয়ার বিনিময়ে ভোট পাওয়ার প্রতিশ্রুতি চাইলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কাশীপুরে নর্থ সাব-আরবান হাসপাতালে চিকিৎসার আধুনিক যন্ত্র উদ্বোধনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘আমি এই হাসপাতাল জন্য 50 লাখ টাকা দেব । কিন্তু শর্ত একটাই আমাকে ভোট দিতে হবে । জেতাতে হবে ।’’ তিনি যখন এই কথা বলছেন, সেই মঞ্চেই ছিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বেলগাছিয়া-কাশীপুরে বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ অন্যান্যরা ।

স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দেওয়ার বদলে কি একজন সাংসদ এই কথা বলতে পারেন ? আর বিতর্ক যে হবেই সেটা বিলক্ষণ জানেন পোড়খাওয়া এই রাজনীতিক ৷ তাই তিনি মঞ্চ থেকেই বলেছেন, ‘‘ভোট যেহেতু ঘোষণা হয়নি, তাই একথা বলছি । নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই ধরনের কথা বলা যায় না ।’’

উল্লেখ্য, 2009 সাল থেকে উত্তর কলকাতা লোকসভা আসন থেকে জিতছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এবারও হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে তাঁর উপরই আস্থা রাখবেন ৷ আর সেটা বুঝতে পেরেই আগেভাগে ভোট চেয়ে রাখছেন ৷ আর বদলে হাসপাতালের জন্য টাকা দেওয়ার কথা বলছেন ৷

যদিও সাম্প্রতিক সময়ে তাপস রায়, কুণাল ঘোষ তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ কুণাল ঘোষ অবশ্য তাঁর বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন ৷ আর তাপস রায় তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে এবং বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বুধবার যোগ দিয়েছেন বিজেপিতে ৷ এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল রাজ্য রাজনীতিতে ৷

তবে বিতর্ক যাই হোক, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷ কেন্দ্রের বঞ্চনা ও রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ডে কেন্দ্রের বাধাদানের অভিযোগ তুলে সরব হয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
  2. 'সুদীপ বন্দোপাধ্যায়ের এই বছর বিসর্জন হবে কি না সেটা মোটামুটি ঠিক হয়ে আছে', কটাক্ষ সুকান্তর
  3. বিজেপিতে যোগদান করানোর অস্ত্র হয়ে গিয়েছে ইডি-সিবিআই, কটাক্ষ সুদীপের

ভোটে দিলে তবেই মিলবে হাসপাতালের জন্য টাকা, সুদীপের মন্তব্যে বিতর্ক

কলকাতা, 6 মার্চ: সাংসদ তহবিলের টাকা দেওয়ার বিনিময়ে ভোট পাওয়ার প্রতিশ্রুতি চাইলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কাশীপুরে নর্থ সাব-আরবান হাসপাতালে চিকিৎসার আধুনিক যন্ত্র উদ্বোধনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘আমি এই হাসপাতাল জন্য 50 লাখ টাকা দেব । কিন্তু শর্ত একটাই আমাকে ভোট দিতে হবে । জেতাতে হবে ।’’ তিনি যখন এই কথা বলছেন, সেই মঞ্চেই ছিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বেলগাছিয়া-কাশীপুরে বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ অন্যান্যরা ।

স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দেওয়ার বদলে কি একজন সাংসদ এই কথা বলতে পারেন ? আর বিতর্ক যে হবেই সেটা বিলক্ষণ জানেন পোড়খাওয়া এই রাজনীতিক ৷ তাই তিনি মঞ্চ থেকেই বলেছেন, ‘‘ভোট যেহেতু ঘোষণা হয়নি, তাই একথা বলছি । নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই ধরনের কথা বলা যায় না ।’’

উল্লেখ্য, 2009 সাল থেকে উত্তর কলকাতা লোকসভা আসন থেকে জিতছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এবারও হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে তাঁর উপরই আস্থা রাখবেন ৷ আর সেটা বুঝতে পেরেই আগেভাগে ভোট চেয়ে রাখছেন ৷ আর বদলে হাসপাতালের জন্য টাকা দেওয়ার কথা বলছেন ৷

যদিও সাম্প্রতিক সময়ে তাপস রায়, কুণাল ঘোষ তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ কুণাল ঘোষ অবশ্য তাঁর বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন ৷ আর তাপস রায় তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে এবং বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বুধবার যোগ দিয়েছেন বিজেপিতে ৷ এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল রাজ্য রাজনীতিতে ৷

তবে বিতর্ক যাই হোক, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷ কেন্দ্রের বঞ্চনা ও রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ডে কেন্দ্রের বাধাদানের অভিযোগ তুলে সরব হয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
  2. 'সুদীপ বন্দোপাধ্যায়ের এই বছর বিসর্জন হবে কি না সেটা মোটামুটি ঠিক হয়ে আছে', কটাক্ষ সুকান্তর
  3. বিজেপিতে যোগদান করানোর অস্ত্র হয়ে গিয়েছে ইডি-সিবিআই, কটাক্ষ সুদীপের
Last Updated : Mar 6, 2024, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.