ETV Bharat / politics

তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের - Sandeshkhali

SK Shahjahan has Done Wrong Says Firhad Hakim: শেখ শাহজাহান অন্যায় করেছেন ৷ প্রথমবার জনসমক্ষে সেকথা তৃণমূলের কোনও শীর্ষনেতার মুখে শোনা গেল ৷ আজ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে এমনটাই বলতে শোনা গিয়েছে ৷ তার পরেই আরেক জল্পনা শুরু ৷ তবে কি সন্দেশখালির বেতাজ বাদশার পাশ থেকে সরে দাঁড়াচ্ছে তৃণমূল ?

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:33 PM IST

শেখ শাহজাহান অন্যায় করেছেন বলে মন্তব্য ফিরহাদ হাকিমের !

কলকাতা, 27 জানুয়ারি: শেখ শাহজাহান অন্যায় করেছেন ! এমনটাই বলতে শোনা গেল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ৷ আর প্রথমবার কোনও তৃণমূল নেতাকে প্রকাশ্যে একথা বলতে শোনা গেল ৷ এ দিন ফিরহাদ বলেন, "দেখা গেছে ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, সেটা শাহজাহান করেছে, না অন্য কেউ সেটা তদন্তের ব্যাপার ৷ কিন্তু, ওর কারণে হলে অবশ্যই অন্যায় করেছে ৷"

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী ৷ যে ঘটনায়, একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ অনেকে প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে পালিয়ে বাঁচেন ৷ সেই ঘটনার তিনসপ্তাহ পর, ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ এবার অবশ্য আর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি ৷

কিন্তু, তিনসপ্তাহ পেরিয়ে গেলেও, শেখ শাহজাহান পলাতক ৷ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি ৷ এই পরিস্থিতিতে প্রথমবার তৃণমূলের তরফে কোনও শীর্ষ নেতা সন্দেশখালির বেতাজ বাদশার বিরুদ্ধে অন্যায় করার কথা বললেন ৷ তাও আবার খোদ ফিরহাদ হাকিম ৷ জানালেন, টেলিভিশনে যেটা দেখেছেন সেটা অন্যায় ৷ আর তার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল এবার শেখ শাহজাহানের পাশ থেকেও সরে যাচ্ছে ৷ যেমনটা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে !

সমানে লোকসভা নির্বাচন ৷ সে কথা মাথায় রেখে তৃণমূলের অবস্থান শেখ শাহজাহানকে ঘিরে কোনও দিকে এগোবে ? তা বড় প্রশ্ন ৷ কারণ, সন্দেশখালি অঞ্চলের একটা বিশাল বড় ভোট এই শেখ শাহজাহানের নিয়ন্ত্রণে ৷ সেক্ষেত্রে, ফিরহাদের এই মন্তব্যের কী প্রভাব পড়বে, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

  1. বসিরহাটের পুলিশ সুপারের জিম্মায় রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দুর
  2. ইডির তল্লাশিতে উঠে এল শাহজাহান ঘনিষ্ঠ চার তৃণমূল নেতার নাম
  3. সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও

শেখ শাহজাহান অন্যায় করেছেন বলে মন্তব্য ফিরহাদ হাকিমের !

কলকাতা, 27 জানুয়ারি: শেখ শাহজাহান অন্যায় করেছেন ! এমনটাই বলতে শোনা গেল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ৷ আর প্রথমবার কোনও তৃণমূল নেতাকে প্রকাশ্যে একথা বলতে শোনা গেল ৷ এ দিন ফিরহাদ বলেন, "দেখা গেছে ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, সেটা শাহজাহান করেছে, না অন্য কেউ সেটা তদন্তের ব্যাপার ৷ কিন্তু, ওর কারণে হলে অবশ্যই অন্যায় করেছে ৷"

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী ৷ যে ঘটনায়, একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ অনেকে প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে পালিয়ে বাঁচেন ৷ সেই ঘটনার তিনসপ্তাহ পর, ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ এবার অবশ্য আর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি ৷

কিন্তু, তিনসপ্তাহ পেরিয়ে গেলেও, শেখ শাহজাহান পলাতক ৷ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি ৷ এই পরিস্থিতিতে প্রথমবার তৃণমূলের তরফে কোনও শীর্ষ নেতা সন্দেশখালির বেতাজ বাদশার বিরুদ্ধে অন্যায় করার কথা বললেন ৷ তাও আবার খোদ ফিরহাদ হাকিম ৷ জানালেন, টেলিভিশনে যেটা দেখেছেন সেটা অন্যায় ৷ আর তার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল এবার শেখ শাহজাহানের পাশ থেকেও সরে যাচ্ছে ৷ যেমনটা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে !

সমানে লোকসভা নির্বাচন ৷ সে কথা মাথায় রেখে তৃণমূলের অবস্থান শেখ শাহজাহানকে ঘিরে কোনও দিকে এগোবে ? তা বড় প্রশ্ন ৷ কারণ, সন্দেশখালি অঞ্চলের একটা বিশাল বড় ভোট এই শেখ শাহজাহানের নিয়ন্ত্রণে ৷ সেক্ষেত্রে, ফিরহাদের এই মন্তব্যের কী প্রভাব পড়বে, তা সময় বলবে ৷

আরও পড়ুন:

  1. বসিরহাটের পুলিশ সুপারের জিম্মায় রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দুর
  2. ইডির তল্লাশিতে উঠে এল শাহজাহান ঘনিষ্ঠ চার তৃণমূল নেতার নাম
  3. সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.