কলকাতা, 27 জানুয়ারি: শেখ শাহজাহান অন্যায় করেছেন ! এমনটাই বলতে শোনা গেল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ৷ আর প্রথমবার কোনও তৃণমূল নেতাকে প্রকাশ্যে একথা বলতে শোনা গেল ৷ এ দিন ফিরহাদ বলেন, "দেখা গেছে ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, সেটা শাহজাহান করেছে, না অন্য কেউ সেটা তদন্তের ব্যাপার ৷ কিন্তু, ওর কারণে হলে অবশ্যই অন্যায় করেছে ৷"
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী ৷ যে ঘটনায়, একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ অনেকে প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে পালিয়ে বাঁচেন ৷ সেই ঘটনার তিনসপ্তাহ পর, ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ এবার অবশ্য আর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি ৷
কিন্তু, তিনসপ্তাহ পেরিয়ে গেলেও, শেখ শাহজাহান পলাতক ৷ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি ৷ এই পরিস্থিতিতে প্রথমবার তৃণমূলের তরফে কোনও শীর্ষ নেতা সন্দেশখালির বেতাজ বাদশার বিরুদ্ধে অন্যায় করার কথা বললেন ৷ তাও আবার খোদ ফিরহাদ হাকিম ৷ জানালেন, টেলিভিশনে যেটা দেখেছেন সেটা অন্যায় ৷ আর তার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল এবার শেখ শাহজাহানের পাশ থেকেও সরে যাচ্ছে ৷ যেমনটা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে !
সমানে লোকসভা নির্বাচন ৷ সে কথা মাথায় রেখে তৃণমূলের অবস্থান শেখ শাহজাহানকে ঘিরে কোনও দিকে এগোবে ? তা বড় প্রশ্ন ৷ কারণ, সন্দেশখালি অঞ্চলের একটা বিশাল বড় ভোট এই শেখ শাহজাহানের নিয়ন্ত্রণে ৷ সেক্ষেত্রে, ফিরহাদের এই মন্তব্যের কী প্রভাব পড়বে, তা সময় বলবে ৷
আরও পড়ুন: