ETV Bharat / politics

নির্বাচনের দোরগোড়ায় দলে ভাঙন! ব্যারাকপুরে বিজেপিতে যোগ তৃণমূলের দাপুটে নেতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Workers Join BJP: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন দলের কর্মী-সমর্থকরা ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের হেভিওয়েট প্রার্থী অর্জুন সিং ৷ বিজেপিতে যোগ দিলেন নৈহাটির দাপুটে তৃণমূল নেতা প্রিয়াংঙ্গু পাণ্ডে ।

TMC Workers Joins BJP
বিজেপিতে যোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 3:29 PM IST

বিজেপিতে যোগ তৃণমূল কর্মী

ব‍্যারাকপুর, 13 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে শাসক শিবিরে বড় ধাক্কা ৷ পার্থ ভৌমিকের 'খাসতালুক' নৈহাটিতে দলীয় পতাকা ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক ৷

শুক্রবার সন্ধ্যায় নৈহাটিতে বিজেপির এক কর্মসূচিতে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের হেভিওয়েট প্রার্থী অর্জুন সিং ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দোপাধ্যায়-সহ অন‍্যান‍্য নেতৃত্ব ৷ সূত্রের খবর, তৃণমূল ত‍্যাগীদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা আঞ্চলিক পরিবহন সদস্য তথা নৈহাটির দাপুটে তৃণমূল নেতা প্রিয়াংঙ্গু পাণ্ডে ।

বরাবরই অর্জুন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রিয়াংঙ্গু । '21-র বিধানসভা নির্বাচনের পর ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি । তৃণমূলের টিকিট না পেয়ে সম্প্রতি দলের প্রতি মোহভঙ্গ হয়ে ফের পদ্ম শিবিরে ফিরেছেন অর্জুন । এবার তাঁর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রিয়াংঙ্গু ৷

দলে যোগ দিতেই তাঁকে ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি । একসময়ের সতীর্থ রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে মুখোমুখি লড়াই হতে চলেছে অর্জুনের । এই আবহে তৃণমূলে ভাঙন ধরিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে রাখল গেরুয়া শিবির বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের । এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, "প্রিয়াংঙ্গু দক্ষ সংগঠক । সবসময় রাষ্ট্রবাদী বিচার ধারাতে বিশ্বাসী । সেই বিশ্বাসের উপর নির্ভর করেই বিজেপিতে ফিরে এসেছেন তিনি । ঘরের ছেলে ঘরে ফিরে ফিরে আসায় এটা আমাদের কাছে আনন্দের । ওকে আমরা সাংগঠনিক কাজে লাগাব ।"

তৃণমূল ছেড়ে বিজেপি দলে ফিরে আসা প্রিয়াংঙ্গু পাণ্ডে বলেন, "মানুষের পাশে থেকে কাজ করতে দেওয়া হয়না এই দলে ৷ আমি বরাবরই মানুষের পাশে থেকে কাজ করতে আগ্রহী । কিন্তু এখানে তোলাবাজি না করলে দল করা যাবে না । সেই কারণে দলের কাজকর্ম মেনে নিতে না পেরে অর্জুন সিংয়ের হাত ধরে পুনরায় বিজেপিতে ফিরে এলাম । ব‍্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংই জয়ী হবেন । কেউ তাঁকে আটকাতে পারবেন না ।" তবে এদিনের ঘটনাপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিংবা দলের কোনও নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.