ETV Bharat / politics

শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের - Sandeshkhali

Kunal Ghosh: কবে গ্রেফতার হবেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ? সোমবার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন যে পাঁচদিনের মধ্য়ে শাহজাহান গ্রেফতার হবেন ৷ কিন্তু মঙ্গলবার তিনি জানালেন, পুলিশের উপর তাঁদের আস্থা আছে ৷ খুব শীঘ্রই গ্রেফতার হবেন শেখ শাহজাহান ৷

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 7:46 PM IST

শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ইডির অভিযানের পর থেকেই ‘নিখোঁজ’ সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ তাঁর গ্রেফতারির দাবিতে রোজই উত্তপ্ত হচ্ছে উত্তর 24 পরগনার ওই এলাকা ৷ কিন্তু কবে গ্রেফতার হবেন এই তৃণমূল নেতা ? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস একেকদিন একেকরকম কথা বলছে ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ সোমবার একেবারে সময়সীমা বেঁধে জানিয়েছিলেন যে পাঁচদিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের ওই কর্মাধ্যক্ষকে ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই বক্তব্য থেকে সরে গেলেন তিনি ৷ মঙ্গলবার বললেন, ‘‘পুলিশ ঠিক ধরবে শাজাহানকে । আমি দিন নির্দিষ্ট করে বলতে চাইছি না ৷ তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে ।’’

সন্দেশখালিতে তৃণমূলের বেশ কয়েকজন ইতিমধ্য়ে গ্রেফতার হয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই এলাকায় শেখ শাহজাহানের অনুগামী বলেই পরিচিত ৷ এলাকার মহিলারা ধৃত নেতাদের বিরুদ্ধে তো জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ তুলেছিলেনই ৷ পাশাপাশি একই অভিযোগ তুলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধেও ৷ তাঁরা সরাসরি পুলিশের সামনেই প্রশ্ন তুলেছিলেন যে কবে গ্রেফতার হবেন শেখ শাহজাহান ?

রবিবার এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন যে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের জন্য গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে ৷ সোমবার অবশ্য হাইকোর্ট জানিয়ে দেয় যে শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ ছিল না ৷

তার পরও তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে অভিষেক বিষয়টি উত্থাপন করার পর এই নিয়ে ধোঁয়াশা কেটে গিয়েছে ৷ তাই পাঁচদিনের মধ্যেই গ্রেফতার হবে শেখ শাহাজাহান ৷ সাংবাদিক বৈঠক করে সেই দাবি করেছিলেন স্বয়ং কুণাল ঘোষ ৷ মঙ্গলবারই শাসক দলের এই নেতা ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ৷ সেখানে নিজের সোমবারের বক্তব্য নিয়ে তাঁর দাবি, তিনি পাঁচ দিনের কথা না বলে 5-7-10-15 দিনের কথা বলেছেন । এর পরই তিনি শাহজাহানের গ্রেফতারি নিয়ে পুলিশের উপর আস্থা প্রকাশ করেন ৷

এখনও পর্যন্ত শাজাহান শেখকে কেন গ্রেফতার করা গেল না ? এই প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও টুইট করে বলেছেন হাইকোর্টের নিষেধাজ্ঞার জন্যই শাজাহান শেখকে গ্রেফতার করা যায়নি । হাইকোর্টের নির্দেশের কপি আমরা দেখিয়েছি । হাইকোর্ট এখন পরিষ্কার করে দিয়েছে ।’’

একই সঙ্গে তাঁর দাবি, ‘‘সন্দেশখালি এখন শান্ত আছে । বিজেপি, সিপিএম ও আইএসএফ চাইছে ওখানে গন্ডগোল পাকাতে । প্রধানমন্ত্রী আসা পর্যন্ত বিজেপি এই গন্ডগোল চালিয়ে যাবে । সিপিএম ও আইএসএফ বিজেপিকে সহযোগিতা করছে ।’’ তাঁর আরও দাবি, সন্দেশখালিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ৷ কেউ ভুল করলে, তা সংশোধন করা হবে ৷ জমি ফিরিয়ে দিচ্ছে সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবেদনশীল সরকার ।

তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুরের সঙ্গে সন্দেশখালিকে গুলিয়ে ফেললে চলবে না । সিঙ্গুরে জমি কেড়ে নেওয়া হয়েছিল, ফেরত দেয়নি সরকার । আর সন্দেশখালিতে জমি সরকার ফিরিয়ে দিচ্ছে ।’’ সন্দেশখালির মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা আছে, এই দাবি করে কুণাল ঘোষ বলেন, ‘‘নন্দীগ্রাম ও সিঙ্গুরে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল । কিন্তু সন্দেশখালিতে সরকারি নীতির বিরুদ্ধে কোনও আন্দোলন হয়নি ।’’

কলকাতা হাইকোর্ট এ দিন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে জামিন দিয়েছে । এই প্রসঙ্গে কুণাল বলেন, সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছিল ৷ কিছু কারণ ছিল । জামিন পেয়েছে ৷ তারও কিছু কারণ আছে । আর হাইকোর্ট যে সমস্ত পর্যবেক্ষণের কথা বলেছে, তা পুলিশ ও প্রশাসন নিশ্চয়ই খতিয়ে দেখবে ।’’

আরও পড়ুন:

  1. আদালতের রায়ের পরেও শাহজাহানের গ্রেফতারি নিয়ে নিজের বয়ানে অনড় অভিষেক
  2. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের
  3. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের

শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ইডির অভিযানের পর থেকেই ‘নিখোঁজ’ সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ তাঁর গ্রেফতারির দাবিতে রোজই উত্তপ্ত হচ্ছে উত্তর 24 পরগনার ওই এলাকা ৷ কিন্তু কবে গ্রেফতার হবেন এই তৃণমূল নেতা ? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস একেকদিন একেকরকম কথা বলছে ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ সোমবার একেবারে সময়সীমা বেঁধে জানিয়েছিলেন যে পাঁচদিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের ওই কর্মাধ্যক্ষকে ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই বক্তব্য থেকে সরে গেলেন তিনি ৷ মঙ্গলবার বললেন, ‘‘পুলিশ ঠিক ধরবে শাজাহানকে । আমি দিন নির্দিষ্ট করে বলতে চাইছি না ৷ তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে ।’’

সন্দেশখালিতে তৃণমূলের বেশ কয়েকজন ইতিমধ্য়ে গ্রেফতার হয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই এলাকায় শেখ শাহজাহানের অনুগামী বলেই পরিচিত ৷ এলাকার মহিলারা ধৃত নেতাদের বিরুদ্ধে তো জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ তুলেছিলেনই ৷ পাশাপাশি একই অভিযোগ তুলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধেও ৷ তাঁরা সরাসরি পুলিশের সামনেই প্রশ্ন তুলেছিলেন যে কবে গ্রেফতার হবেন শেখ শাহজাহান ?

রবিবার এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন যে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের জন্য গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে ৷ সোমবার অবশ্য হাইকোর্ট জানিয়ে দেয় যে শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ ছিল না ৷

তার পরও তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে অভিষেক বিষয়টি উত্থাপন করার পর এই নিয়ে ধোঁয়াশা কেটে গিয়েছে ৷ তাই পাঁচদিনের মধ্যেই গ্রেফতার হবে শেখ শাহাজাহান ৷ সাংবাদিক বৈঠক করে সেই দাবি করেছিলেন স্বয়ং কুণাল ঘোষ ৷ মঙ্গলবারই শাসক দলের এই নেতা ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ৷ সেখানে নিজের সোমবারের বক্তব্য নিয়ে তাঁর দাবি, তিনি পাঁচ দিনের কথা না বলে 5-7-10-15 দিনের কথা বলেছেন । এর পরই তিনি শাহজাহানের গ্রেফতারি নিয়ে পুলিশের উপর আস্থা প্রকাশ করেন ৷

এখনও পর্যন্ত শাজাহান শেখকে কেন গ্রেফতার করা গেল না ? এই প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও টুইট করে বলেছেন হাইকোর্টের নিষেধাজ্ঞার জন্যই শাজাহান শেখকে গ্রেফতার করা যায়নি । হাইকোর্টের নির্দেশের কপি আমরা দেখিয়েছি । হাইকোর্ট এখন পরিষ্কার করে দিয়েছে ।’’

একই সঙ্গে তাঁর দাবি, ‘‘সন্দেশখালি এখন শান্ত আছে । বিজেপি, সিপিএম ও আইএসএফ চাইছে ওখানে গন্ডগোল পাকাতে । প্রধানমন্ত্রী আসা পর্যন্ত বিজেপি এই গন্ডগোল চালিয়ে যাবে । সিপিএম ও আইএসএফ বিজেপিকে সহযোগিতা করছে ।’’ তাঁর আরও দাবি, সন্দেশখালিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ৷ কেউ ভুল করলে, তা সংশোধন করা হবে ৷ জমি ফিরিয়ে দিচ্ছে সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবেদনশীল সরকার ।

তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সিঙ্গুরের সঙ্গে সন্দেশখালিকে গুলিয়ে ফেললে চলবে না । সিঙ্গুরে জমি কেড়ে নেওয়া হয়েছিল, ফেরত দেয়নি সরকার । আর সন্দেশখালিতে জমি সরকার ফিরিয়ে দিচ্ছে ।’’ সন্দেশখালির মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা আছে, এই দাবি করে কুণাল ঘোষ বলেন, ‘‘নন্দীগ্রাম ও সিঙ্গুরে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল । কিন্তু সন্দেশখালিতে সরকারি নীতির বিরুদ্ধে কোনও আন্দোলন হয়নি ।’’

কলকাতা হাইকোর্ট এ দিন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে জামিন দিয়েছে । এই প্রসঙ্গে কুণাল বলেন, সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছিল ৷ কিছু কারণ ছিল । জামিন পেয়েছে ৷ তারও কিছু কারণ আছে । আর হাইকোর্ট যে সমস্ত পর্যবেক্ষণের কথা বলেছে, তা পুলিশ ও প্রশাসন নিশ্চয়ই খতিয়ে দেখবে ।’’

আরও পড়ুন:

  1. আদালতের রায়ের পরেও শাহজাহানের গ্রেফতারি নিয়ে নিজের বয়ানে অনড় অভিষেক
  2. 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের
  3. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.