ETV Bharat / politics

লকেটের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ অভিষেকের, পালটা জবাব হুগলির বিজেপি প্রার্থীর - Abhishek Banerjee - ABHISHEK BANERJEE

Abhishek Banerjee: শুক্রবার হুগলির ধনেখালির কংসারিপুর মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, ভোটে জিততে টাকা বিলি করছেন লকেট ৷ এই নিয়ে অভিষেককে পালটা জবাব দিয়েছেন লকেটও ৷

Abhishek Banerjee-LOCKET CHATTERJEE
লকেট চট্টোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 1:31 PM IST

Updated : May 18, 2024, 2:02 PM IST

লকেটের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ অভিষেকের, পালটা জবাব হুগলির বিজেপি প্রার্থীর (ইটিভি ভারত)

ধনেখালি, 18 মে: ভোটে জিততে টাকা বিলি করছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা শুনে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লকেটও ৷ ভোটের হারবে জেনেই লকেটের নাম অভিষেককে উল্লেখ করতে হচ্ছে বলেই দাবি হুগলির বিজেপি প্রার্থীর ৷

শুক্রবার হুগলির ধনেখালির কংসারিপুর মাঠে নির্বাচনী জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানান ৷ পাশাপাশি আক্রমণ করেন বিজেপি ও বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাকে কাল পান্ডুয়া থেকে একজন মেসেজ করেছে, আমাকে বলছে, ‘দাদা এখানে লকেট চ্যাটার্জির কিছু ছেলে এসে টাকা বিলি করছে’ ৷ আমি বললাম, খুব ভালো টাকাগুলো নিয়ে নিতে বলো ৷’’

এর পর কেন্দ্রীয় সরকারে বিঁধে এই নিয়ে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘যখন গরিব মানুষের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছিলে, তখন মনে পড়েনি মানুষের কথা ? এখন নির্বাচন, তাই টাকা বিলি করতে এসেছো৷ টাকাগুলো নিয়ে নেবেন৷ আর আমরা তো সারা বছর আপনাদের সঙ্গে থাকি ৷ চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না ৷ পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন ৷ আপনাকে পাঁচবছর যেভাবে বঞ্চিত করে রেখেছে ৷ একইভাবে এঁদের বঞ্চিত করে আপনাকে জবাব দিতে হবে ৷’’

অভিষেকের এই অভিযোগের পালটা জবাব দেন লকেট চট্টোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘ভালো লাগছে যে ওঁর এখন এমন অবস্থা হয়েছে, উনি নাকি বিশাল বড় নেতা, এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তাঁকে বাধ্য হয়ে আমার নামটা বলতে হচ্ছে ৷’’ লকেটের আরও অভিযোগ, ‘‘যাঁদের কাছে টাকা আছে, টাকা বিলি তাঁরাই করে ৷’’ লকেটের দাবি, শাড়ি থেকে খাবার, নেশার দ্রব্য পর্যন্ত দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল ৷’’ তাঁর আরও কটাক্ষ, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেই, আইপ্যাক আছে ৷’’

তবে ধনেখালির সভা থেকে আরও অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘লকেট চট্টোপাধ্যায় ভোট চাইতে গেলে জিজ্ঞেস করবেন, আপনার দলের নেতৃত্বে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন, এই নিয়ে আপনার অবস্থান কী ? আপনি কী চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক, লকেটকে জিজ্ঞেস করবেন ।’’

এছাড়াও তিনি বলেন, ‘‘মহিলাদের অপমান করেছে বিজেপি । সন্দেশখালি নিয়ে কিভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে ? বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি । আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য । সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে ।’’

অভিষেকের আরও দাবি, হুগলিতে তৃণমূল 30-35 হাজার ব্যবধানে জিতলে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসের মধ্যে শুরু করে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. মমতার সামনে করজোড়ে মোদি ! ছবি হাতে মুখ্যমন্ত্রীর 'দাম' জানিয়ে দিলেন অভিষেক
  2. 'পদ্ম ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন', স্পষ্ট বার্তা অভিষেকের

লকেটের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ অভিষেকের, পালটা জবাব হুগলির বিজেপি প্রার্থীর (ইটিভি ভারত)

ধনেখালি, 18 মে: ভোটে জিততে টাকা বিলি করছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা শুনে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লকেটও ৷ ভোটের হারবে জেনেই লকেটের নাম অভিষেককে উল্লেখ করতে হচ্ছে বলেই দাবি হুগলির বিজেপি প্রার্থীর ৷

শুক্রবার হুগলির ধনেখালির কংসারিপুর মাঠে নির্বাচনী জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানান ৷ পাশাপাশি আক্রমণ করেন বিজেপি ও বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাকে কাল পান্ডুয়া থেকে একজন মেসেজ করেছে, আমাকে বলছে, ‘দাদা এখানে লকেট চ্যাটার্জির কিছু ছেলে এসে টাকা বিলি করছে’ ৷ আমি বললাম, খুব ভালো টাকাগুলো নিয়ে নিতে বলো ৷’’

এর পর কেন্দ্রীয় সরকারে বিঁধে এই নিয়ে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘যখন গরিব মানুষের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছিলে, তখন মনে পড়েনি মানুষের কথা ? এখন নির্বাচন, তাই টাকা বিলি করতে এসেছো৷ টাকাগুলো নিয়ে নেবেন৷ আর আমরা তো সারা বছর আপনাদের সঙ্গে থাকি ৷ চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না ৷ পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন ৷ আপনাকে পাঁচবছর যেভাবে বঞ্চিত করে রেখেছে ৷ একইভাবে এঁদের বঞ্চিত করে আপনাকে জবাব দিতে হবে ৷’’

অভিষেকের এই অভিযোগের পালটা জবাব দেন লকেট চট্টোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘ভালো লাগছে যে ওঁর এখন এমন অবস্থা হয়েছে, উনি নাকি বিশাল বড় নেতা, এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তাঁকে বাধ্য হয়ে আমার নামটা বলতে হচ্ছে ৷’’ লকেটের আরও অভিযোগ, ‘‘যাঁদের কাছে টাকা আছে, টাকা বিলি তাঁরাই করে ৷’’ লকেটের দাবি, শাড়ি থেকে খাবার, নেশার দ্রব্য পর্যন্ত দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল ৷’’ তাঁর আরও কটাক্ষ, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেই, আইপ্যাক আছে ৷’’

তবে ধনেখালির সভা থেকে আরও অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘লকেট চট্টোপাধ্যায় ভোট চাইতে গেলে জিজ্ঞেস করবেন, আপনার দলের নেতৃত্বে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন, এই নিয়ে আপনার অবস্থান কী ? আপনি কী চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক, লকেটকে জিজ্ঞেস করবেন ।’’

এছাড়াও তিনি বলেন, ‘‘মহিলাদের অপমান করেছে বিজেপি । সন্দেশখালি নিয়ে কিভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে ? বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি । আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য । সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে ।’’

অভিষেকের আরও দাবি, হুগলিতে তৃণমূল 30-35 হাজার ব্যবধানে জিতলে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসের মধ্যে শুরু করে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. মমতার সামনে করজোড়ে মোদি ! ছবি হাতে মুখ্যমন্ত্রীর 'দাম' জানিয়ে দিলেন অভিষেক
  2. 'পদ্ম ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দেবেন', স্পষ্ট বার্তা অভিষেকের
Last Updated : May 18, 2024, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.