মালদা, 23 জানুয়ারি: রাজনৈতিক বিভেদ ভুলে একমঞ্চ থেকে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল-সিপিএমের । তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার মঞ্চ থেকেই দেশপ্রেম দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সুজন চক্রবর্তীর । এ নিয়ে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলে দু’পক্ষের তরফে দাবি করা হলেও লোকসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’র সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে ।
ইংরেজবাজার পৌরসভার তরফে মালদা শহরের নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছিল । প্রতি বছরের মতো এবছরও সকালে পড়ুয়াদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে । অন্যদিকে, বামফ্রন্টের তরফেও অন্যান্য বছরের মতো দেশপ্রেম দিবস হিসেবে একটি মিছিল বের করা হয় । পৌরসভার তরফে আয়োজিত মিছিল নেতাজি মোড়ে পৌঁছনোর পরপরই বামফ্রন্টের মিছিলও সেখানে পৌঁছয় ।
বামফ্রন্টের তরফেও সেখানে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল । মিছিলে পা মেলাতে দেখে সুজন চক্রবর্তীকে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে আবেদন করেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । পরে পৌরসভার মঞ্চ থেকে বক্তব্য রাখেন সুজন । বক্তব্য রাখতে গিয়ে দেশপ্রেম দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি ।
পরে সুজন চক্রবর্তী বলেন, “আমরা সকলেই নেতাজির ভক্ত । যেভাবে ইংরেজবাজার পৌরসভার সঙ্গে বামফ্রন্ট ও জেলাবাসী নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানান, তা দেখে খুবই ভালো লাগছে । যেহেতু এই অনুষ্ঠান পৌরসভার তরফে আয়োজন করা হয়, সেখানে বামফ্রন্টের পক্ষ থেকেও নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় । আমিও এখানে এসেছি নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে । এই মঞ্চে আমাকে নেতাজি সম্পর্কে বলার জন্য আমন্ত্রণ জানানো হয় । এখানে রাজনৈতিক দলের কোনও বিষয় নেই ।’’
কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘‘তবে 23 জানুয়ারি দেশপ্রেম দিবস যারা ঘোষণা করতে পারে না, তারা 22 জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে । আমাদের রাজ্যে 23 জানুয়ারি ছুটি রয়েছে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকেই ছুটি চলে আসছে । ইন্ডিয়া জোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে । এখানে বিএসএফ, স্কুল, কলেজ, ক্লাব সকলে রয়েছে । এরসঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই ।”
অন্যদিকে ইংরেজবাজারের পৌরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না । তবে প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন । আমাদের অনুষ্ঠান সেই সময় চলছিল । ওঁকে নেতাজির মূর্তিকে মাল্যদান করতে আমন্ত্রণ জানানো আমাদের কর্তব্য । উনি পৌরসভার মঞ্চ থেকেই নেতাজি সম্পর্কে পড়ুয়াদের সামনে কিছু কথা তুলে ধরেছেন ।”
আরও পড়ুন: