ETV Bharat / politics

বঞ্চনার অভিযোগ, ভোটের মুখে আমরণ অনশনে তৃণমূল কাউন্সিলর - Lok Sabha Election 2024

TMC Councillor: দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ৷ তাঁকে বাদ রেখে নির্বাচনের কাজ করছে দলের কর্মী-সমর্থকরা ৷ বিষয়টি নিয়ে সাংসদ-বিধায়ককে সব কিছু জানান হলেও কোনও কাজ হয়নি ৷ তাই এবার আমরণ অনশন শুরু করলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷

Monalisa Banerjee
অনশনে তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 9:39 PM IST

বঞ্চনার অভিযোগ, ভোটের মুখে আমরণ অনশনে তৃণমূল কাউন্সিলর

কলকাতা, 16 এপ্রিল: কয়েক দিন পরই দেশজুড়ে লোকসভা নির্বাচন ৷ তার আগেই দলের অন্দরে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযোগে এবার আমরণ অনশন শুরু করলেন তিনি ৷ মোনালিসার অভিযোগ, দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন তিনি ৷ তাঁকে বাদ রেখে নির্বাচনের কাজ করছে দলের কর্মী-সমর্থকরা ৷ বিষয়টি নিয়ে সাংসদ-বিধায়ককে সব কিছু জানান হলেও কোনও কাজ হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ এমনকি তাঁকে না জানিয়ে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় খুলেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তাই আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন কলকাতার 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ সঙ্গে রয়েছে তাঁর অনুগামীরাও ৷

মোনালিসার অভিযোগ, তাঁকে বাদ দিয়েই উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের কাজ করছেন 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার । সেই সমস্যা মেটানোর দাবিতে সুদীপের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ধরনায় বসেন তিনি । অবশেষে তৃণমূল প্রার্থী নিজে দুই পক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন । সম্প্রতি দলের অপর এক কাউন্সিলরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মোনালিসা ৷ ভোটের মুখে দলীয় কর্মীর বিরুদ্ধে তোপ দেগে কাউন্সিলরের অনশনে বসার ঘটনায় চরম ভাবে বিব্রত স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের কথায়, কাউন্সিলর যা করছেন, তা মোটেই ঠিক নয় ।

মোনালিসার দাবি, তাঁর উপর নজরদারি চালাতে একাধিক সি সি টিভি ক্যামেরা লাগিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্বাচনী কার্জালয়ের উল্টো দিকে একটি নির্বাচনী কার্যালয় খুলেছেন তিনি । অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারী উপস্থিত থাকছেন । তাঁর আশঙ্কা সবটাই দলের সাংসদ বিধায়ক জানেন । দলের ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বঞ্চনার প্রতিবাদে এবার তিনি আমরণ অনশন শুরু করলেন সুরেন্দ্র নাথ কলেজের বিপরীতে ।

যদিও ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে আসত রাজি হননি । তবে এই ঘটনায় ওয়ার্ডের সভাপতি গণেশ ঘোষ সাংবাদিকদের বলেন, "যে ঘটনা নিয়ে সমস্যা, সেটা হল একটা নির্বাচনী কার্যালয় । কাউন্সিলর যেখানে অনশন করছেন তার সামনের বাড়িতেই আমাদের দলের কার্যালয় । কিন্তু সেটা পরিত্যক্ত । কাউন্সিলর ভোটের সময় নিজে হোটেল ভাড়া করে নির্বাচনী কার্যালয় করে কাজ করেন । এখন উনি যে কার্যালয় নিয়ে অভিযোগ করছেন সেটা ভোট মিটলে বন্ধ হয়ে যাবে ।" দলের বিরুদ্ধে ভোটের মুখে এমন আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিরোধীদের বিরুদ্ধে কোথায় দলের হয়ে উনি কাজ করবেন, সেটা না করে দলের বিরুদ্ধেই এই সব করছেন ।"

আরও পড়ুন:

বঞ্চনার অভিযোগ, ভোটের মুখে আমরণ অনশনে তৃণমূল কাউন্সিলর

কলকাতা, 16 এপ্রিল: কয়েক দিন পরই দেশজুড়ে লোকসভা নির্বাচন ৷ তার আগেই দলের অন্দরে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযোগে এবার আমরণ অনশন শুরু করলেন তিনি ৷ মোনালিসার অভিযোগ, দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন তিনি ৷ তাঁকে বাদ রেখে নির্বাচনের কাজ করছে দলের কর্মী-সমর্থকরা ৷ বিষয়টি নিয়ে সাংসদ-বিধায়ককে সব কিছু জানান হলেও কোনও কাজ হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ এমনকি তাঁকে না জানিয়ে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় খুলেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তাই আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন কলকাতার 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ সঙ্গে রয়েছে তাঁর অনুগামীরাও ৷

মোনালিসার অভিযোগ, তাঁকে বাদ দিয়েই উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের কাজ করছেন 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার । সেই সমস্যা মেটানোর দাবিতে সুদীপের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ধরনায় বসেন তিনি । অবশেষে তৃণমূল প্রার্থী নিজে দুই পক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন । সম্প্রতি দলের অপর এক কাউন্সিলরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মোনালিসা ৷ ভোটের মুখে দলীয় কর্মীর বিরুদ্ধে তোপ দেগে কাউন্সিলরের অনশনে বসার ঘটনায় চরম ভাবে বিব্রত স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের কথায়, কাউন্সিলর যা করছেন, তা মোটেই ঠিক নয় ।

মোনালিসার দাবি, তাঁর উপর নজরদারি চালাতে একাধিক সি সি টিভি ক্যামেরা লাগিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্বাচনী কার্জালয়ের উল্টো দিকে একটি নির্বাচনী কার্যালয় খুলেছেন তিনি । অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারী উপস্থিত থাকছেন । তাঁর আশঙ্কা সবটাই দলের সাংসদ বিধায়ক জানেন । দলের ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বঞ্চনার প্রতিবাদে এবার তিনি আমরণ অনশন শুরু করলেন সুরেন্দ্র নাথ কলেজের বিপরীতে ।

যদিও ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে আসত রাজি হননি । তবে এই ঘটনায় ওয়ার্ডের সভাপতি গণেশ ঘোষ সাংবাদিকদের বলেন, "যে ঘটনা নিয়ে সমস্যা, সেটা হল একটা নির্বাচনী কার্যালয় । কাউন্সিলর যেখানে অনশন করছেন তার সামনের বাড়িতেই আমাদের দলের কার্যালয় । কিন্তু সেটা পরিত্যক্ত । কাউন্সিলর ভোটের সময় নিজে হোটেল ভাড়া করে নির্বাচনী কার্যালয় করে কাজ করেন । এখন উনি যে কার্যালয় নিয়ে অভিযোগ করছেন সেটা ভোট মিটলে বন্ধ হয়ে যাবে ।" দলের বিরুদ্ধে ভোটের মুখে এমন আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিরোধীদের বিরুদ্ধে কোথায় দলের হয়ে উনি কাজ করবেন, সেটা না করে দলের বিরুদ্ধেই এই সব করছেন ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.