ETV Bharat / politics

মহিষাসুরের সঙ্গে দিলীপের তুলনা কীর্তির, 'বধ' করার অঙ্গীকার - LOK SABHA ELECTION 2024

Kirti Azad: দেবী শ্যামরূপার মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থীকে 'মহিষাসুরের' সঙ্গে তুলনা করে বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ তাঁর কটাক্ষ, "মহিষাসুর মা'কে গালাগালি করত ৷ তাই বধ করেছেন মা ৷ দিলীপ ঘোষও বধ হবেন ৷"

Kirti Azad
কীর্তি আজাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 9:02 PM IST

Updated : Apr 25, 2024, 10:20 PM IST

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

দুর্গাপুর, 25 এপ্রিল: "মহিষাসুরের মতো, দিলীপ ঘোষও বধ হবেন ৷" প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে 'মহিষাসুরের' সঙ্গে তুলনা করে এ কথাই বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ দেবী শ্যামরূপার মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, "পরিষ্কার মনে আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন ৷ কারণ মা সব জানেন। মায়ের কাছে কিছু চাইতে হয় না ৷ মহিলাদের কে সম্মান করেন! আর কে মহিলাদের গালাগালি দেয় এবং মাকে অপমান করে ! তা সবই মা জানেন ৷" এরপরই দিলীপকে কটাক্ষ করে তাঁর সংযোজন, "মহিষাসুর মা'কে গালাগালি করত ৷ তাই বধ করেছেন মা ৷ দিলীপ ঘোষও বধ হবেন ৷ জোড়া ফুলে ভোট দিয়ে তাঁকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে বর্ধমান-দুর্গাপুরের মানুষ ৷"

ভোট যুদ্ধে জয়ের আশায় দেবী শ্যামরূপার মন্দিরে রামনবমীর দিন ঘটা করে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ এবার সেই মন্দিরেই পুজো দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী ৷ স্ত্রী পুনম আজাদকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গাছ তলায় বসে যজ্ঞ করেন তিনি ৷ দলীয় কর্মীরাও সঙ্গে ছিলেন ৷ একটাই আশা ভোটে জিততে হবে তাঁকে ৷

গভীর জঙ্গলের মধ্যে দেবী শ্যামরুপার মন্দির ৷ অনেকেই মনে করেন রাজা লক্ষণ সেনের হাত ধরে এখানেই বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসবের সূচনা হয়েছিল। মন্দিরের সঙ্গে মিশে আছে বহু ইতিহাস । চন্ডীমঙ্গলে বর্ণিত লাউসেন, ইছাই ঘোষদের কথাও জড়িত রয়েছে এই মন্দিরের সঙ্গে । প্রাচীন কাল থেকে এই মন্দিরে পূজার্চনা হয়ে আসছে । রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই মন্দিরে পুজো দিতে আসেন ৷

কথিত আছে মা দুর্গা এই মন্দিরে সিদ্ধিলাভের আশায় একসময় নরবলি দিতেন কপালিকরা ৷ পরবর্তী সময়ে সেই প্রথা বন্ধ করে মা দুর্গার আরেকনাম 'রূপা'র মধ্যে শ্যামরুপ দর্শন করিয়েছিলেন বৈষ্ণব কবি জয়দেব। সে থেকেই মন্দিরের প্রতিষ্ঠিত দেবী দুর্গার নাম হয় 'শ্যামরূপা' ৷ অগাধ ভক্তি আর মনের আস্থা ভরে মাকে পুজো দিলে মনের ইচ্ছা পূরণ করেন তিনি । জয়ের আশায় তাই ঘন জঙ্গলের মধ্যেই মন্দিরে আনাগোনা বেড়েছে লোকসভার প্রার্থীদের।

আরও পড়ুন:

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

দুর্গাপুর, 25 এপ্রিল: "মহিষাসুরের মতো, দিলীপ ঘোষও বধ হবেন ৷" প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে 'মহিষাসুরের' সঙ্গে তুলনা করে এ কথাই বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ দেবী শ্যামরূপার মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, "পরিষ্কার মনে আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন ৷ কারণ মা সব জানেন। মায়ের কাছে কিছু চাইতে হয় না ৷ মহিলাদের কে সম্মান করেন! আর কে মহিলাদের গালাগালি দেয় এবং মাকে অপমান করে ! তা সবই মা জানেন ৷" এরপরই দিলীপকে কটাক্ষ করে তাঁর সংযোজন, "মহিষাসুর মা'কে গালাগালি করত ৷ তাই বধ করেছেন মা ৷ দিলীপ ঘোষও বধ হবেন ৷ জোড়া ফুলে ভোট দিয়ে তাঁকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে বর্ধমান-দুর্গাপুরের মানুষ ৷"

ভোট যুদ্ধে জয়ের আশায় দেবী শ্যামরূপার মন্দিরে রামনবমীর দিন ঘটা করে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ এবার সেই মন্দিরেই পুজো দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী ৷ স্ত্রী পুনম আজাদকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গাছ তলায় বসে যজ্ঞ করেন তিনি ৷ দলীয় কর্মীরাও সঙ্গে ছিলেন ৷ একটাই আশা ভোটে জিততে হবে তাঁকে ৷

গভীর জঙ্গলের মধ্যে দেবী শ্যামরুপার মন্দির ৷ অনেকেই মনে করেন রাজা লক্ষণ সেনের হাত ধরে এখানেই বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসবের সূচনা হয়েছিল। মন্দিরের সঙ্গে মিশে আছে বহু ইতিহাস । চন্ডীমঙ্গলে বর্ণিত লাউসেন, ইছাই ঘোষদের কথাও জড়িত রয়েছে এই মন্দিরের সঙ্গে । প্রাচীন কাল থেকে এই মন্দিরে পূজার্চনা হয়ে আসছে । রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই মন্দিরে পুজো দিতে আসেন ৷

কথিত আছে মা দুর্গা এই মন্দিরে সিদ্ধিলাভের আশায় একসময় নরবলি দিতেন কপালিকরা ৷ পরবর্তী সময়ে সেই প্রথা বন্ধ করে মা দুর্গার আরেকনাম 'রূপা'র মধ্যে শ্যামরুপ দর্শন করিয়েছিলেন বৈষ্ণব কবি জয়দেব। সে থেকেই মন্দিরের প্রতিষ্ঠিত দেবী দুর্গার নাম হয় 'শ্যামরূপা' ৷ অগাধ ভক্তি আর মনের আস্থা ভরে মাকে পুজো দিলে মনের ইচ্ছা পূরণ করেন তিনি । জয়ের আশায় তাই ঘন জঙ্গলের মধ্যেই মন্দিরে আনাগোনা বেড়েছে লোকসভার প্রার্থীদের।

আরও পড়ুন:

Last Updated : Apr 25, 2024, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.