কোচবিহার, 15 এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনের আগে সকল প্রার্থীই কমিশনে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন ৷ সেই সম্পত্তির নিরিখে বিচার করলে দেখা যাচ্ছে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ৷ কোচবিহার লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থীর সম্পত্তি কত জানেন ?
2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাতে রয়েছে নগদ 40 হাজার টাকা
তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ 40 হাজার টাকা
অস্থাবর সম্পত্তির পরিমাণ :
ব্যাংকে রয়েছে 89 লক্ষ 46 হাজার 563 টাকা। তাঁর স্ত্রীর নামে ব্যাংকে জমা রয়েছে 17 লক্ষ 72 হাজার 866 টাকা। এছাড়াও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার একটি চার চাকার 14 লক্ষের গাড়ি এবং 10 গ্রাম সোনা রয়েছে ।
স্থাবর সম্পত্তির পরিমাণ :
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার যা কৃষি জমি রয়েছে তার মূল্য 20 লক্ষ টাকা । এছাড়াও অন্যান্য জমি রয়েছে 27 লক্ষ টাকার । দিনহাটায় নিজস্ব ফ্ল্যাট ও মোট 1 কোটি 32 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে ।
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বিধায়ক । তাঁর স্ত্রী একজন অঙ্গনওয়াড়ি কর্মী । দিনহাটা কলেজ থেকে স্নাতক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিতাই থানায় একটি মামলা রয়েছে বলে নিজে হলফনামায় জানিয়েছেন জগদীশ ।
কোচবিহার লোকসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে 2021 সালে তৃণমূলের টিকিটে তিনি জয়ী হয়েছিলেন । এবার তাঁকেই লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল । কোচবিহার লোকসভা কেন্দ্রে 2019 সালের হারানো আসন ফিরে পেতে মরিয়া শাসকদল ।
আরও পড়ুন :