ETV Bharat / politics

'ভোট জিহাদে' চুপ তৃণমূল-বামেরা, 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ মোদির - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: মারিয়া আলমের 'ভোট জিহাদ' মন্তব্য নিয়ে তৃণমূল ও বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অভিযোগ করলেন, তুষ্টিকরণের রাজনীতির জন্য কংগ্রেসের ঘনিষ্ঠ একটি পরিবারের মন্তব্যকে সমর্থন করছে তৃণমূল ও বামেরা ৷

ETV BHARAT
ETV BHARAT (ETV BHARAT)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 3:25 PM IST

বর্ধমান, 3 মে: 'ভোট জিহাদ' ইস্যুতে 'ইন্ডিয়া' জোটকে ফের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নাম না-করে কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলমের মন্তব্য প্রসঙ্গে মোদি বলেন, 'ইন্ডিয়া' জোটের বাকি দলগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল ও বামেরা 'ভোট জিহাদ'কে সমর্থন করছে ৷ আর তাই 'ভোট জিহাদে'র বিরুদ্ধে চুপ করে রয়েছে তৃণমূল ও বামেরা ৷ আর এর আসল উদ্দেশ্যে 'ইন্ডিয়া' জোটের তুষ্টিকরণের রাজনীতি ৷ এভাবেই বর্ধমানের প্রচার সভাব থেকে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, 'ভোট জেহাদ' নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলম ৷ শুক্রবার বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এই 'ভোট জেহাদ' নিয়ে সরব হন ৷ তিনি বলেন, "ভোট জিহাদের খেলা শুরু করেছে বিরোধীরা ৷ কংগ্রেসের ঘনিষ্ঠ এক শিক্ষিত পরিবারের সদস্য বলছেন, মোদির বিরুদ্ধে 'ভোট জিহাদ' করতে ৷ জিহাদ কী, তা আমাদের দেশের মানুষ খুব ভালো করে জানে ৷"

মোদি অভিযোগ করেছেন, ভারতে দশকের পর দশক ধরে এই ভোট জিহাদের খেলা চলে আসছে ৷ তিনি বলেন, "আমাদের দেশে দশকের পর দশক ধরে এই 'ভোট জিহাদের' খেলা চলে আসছে পর্দার আড়ালে ৷ এতদিন এরা এসব লুকিয়ে-চুরিয়ে করত ৷ প্রথম দু’দফা ভোটে এদের পাতা ঝড়ে যাওয়ায়, বেপরোয়াভাবে প্রকাশ্যে 'ভোট জিহাদ' করতে বলছে ৷"

এই ইস্যুতে 'ইন্ডিয়া' জোট তথা কংগ্রেসের নিঃশ্চুপ থাকাকে হাতিয়ার করছেন মোদি ৷ তিনি বলেন, "এই 'ভোট জেহাদ' নিয়ে রীতিমতো চুপ কংগ্রেসের শাহি পরিবার, তৃণমূলের পরিবার আর এই বামেরা ৷ এর অর্থ, এরা সবাই 'ভোট জিহাদ'কে সমর্থন করে ৷ এই 'ইন্ডি জোট' ভোট ব্যাংকের জন্য যা খুশি করতে পারে ৷"

প্রসঙ্গত, গত মঙ্গলবার সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এক নির্বাচনী প্রচারে বলেছিলেন, "একজোট হয়ে ভোট জিহাদ করতে হবে ৷ আবেগপ্রবণ না হয়ে, নীরবে বুদ্ধি প্রয়োগ করে, এই সরকারকে তাড়ানোর জন্য ভোট জিহাদ করতে পারি আমরা ৷ না-হলে, এই সরকার আমাদের অস্তিত্ব মুছে দেবে ৷ ওরা বলছে সংবিধান ও গণতন্ত্র বিপদের মুখে ৷ কিন্তু, আমি বলব মানবতা হুমকির মুখে ৷ এখন মানবতার উপরে আক্রমণ চলছে ৷ তাই গঙ্গা-জামুনি (যৌগিক) সংস্কৃতিকে বাঁচাতে হলে কারও কথায় প্রভাবিত না-হয়ে নীরব থেকে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোট দিন ৷"

এই ইস্যুতে, কংগ্রেসের বিরুদ্ধে মূলত তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি অভিযোগ করেছেন, "ভোট ব্যাংককে খুশি করতে কংগ্রেস দলিত, আদিবাসী ও ওবিসিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ৷ তাদের শাস্তি দিতে চাইছে ৷ কী শাস্তি, না-তাদের সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে, তা ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেবে ৷ এর কারণ, দশকের পর দশক ধরে যে আদিবাসী ও দলিত ভোট কংগ্রেসের সঙ্গে ছিল, তা আজকে মোদির সঙ্গে ৷ তাই তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি করেছেন, এই লোকসভা নির্বাচনে যেমন সবচেয়ে কম আসনে কংগ্রেস লড়াই করছে ৷ তেমনি কংগ্রেস সবচেয়ে কম আসন পেতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
  2. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  3. বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বর্ধমান, 3 মে: 'ভোট জিহাদ' ইস্যুতে 'ইন্ডিয়া' জোটকে ফের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নাম না-করে কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলমের মন্তব্য প্রসঙ্গে মোদি বলেন, 'ইন্ডিয়া' জোটের বাকি দলগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল ও বামেরা 'ভোট জিহাদ'কে সমর্থন করছে ৷ আর তাই 'ভোট জিহাদে'র বিরুদ্ধে চুপ করে রয়েছে তৃণমূল ও বামেরা ৷ আর এর আসল উদ্দেশ্যে 'ইন্ডিয়া' জোটের তুষ্টিকরণের রাজনীতি ৷ এভাবেই বর্ধমানের প্রচার সভাব থেকে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, 'ভোট জেহাদ' নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলম ৷ শুক্রবার বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এই 'ভোট জেহাদ' নিয়ে সরব হন ৷ তিনি বলেন, "ভোট জিহাদের খেলা শুরু করেছে বিরোধীরা ৷ কংগ্রেসের ঘনিষ্ঠ এক শিক্ষিত পরিবারের সদস্য বলছেন, মোদির বিরুদ্ধে 'ভোট জিহাদ' করতে ৷ জিহাদ কী, তা আমাদের দেশের মানুষ খুব ভালো করে জানে ৷"

মোদি অভিযোগ করেছেন, ভারতে দশকের পর দশক ধরে এই ভোট জিহাদের খেলা চলে আসছে ৷ তিনি বলেন, "আমাদের দেশে দশকের পর দশক ধরে এই 'ভোট জিহাদের' খেলা চলে আসছে পর্দার আড়ালে ৷ এতদিন এরা এসব লুকিয়ে-চুরিয়ে করত ৷ প্রথম দু’দফা ভোটে এদের পাতা ঝড়ে যাওয়ায়, বেপরোয়াভাবে প্রকাশ্যে 'ভোট জিহাদ' করতে বলছে ৷"

এই ইস্যুতে 'ইন্ডিয়া' জোট তথা কংগ্রেসের নিঃশ্চুপ থাকাকে হাতিয়ার করছেন মোদি ৷ তিনি বলেন, "এই 'ভোট জেহাদ' নিয়ে রীতিমতো চুপ কংগ্রেসের শাহি পরিবার, তৃণমূলের পরিবার আর এই বামেরা ৷ এর অর্থ, এরা সবাই 'ভোট জিহাদ'কে সমর্থন করে ৷ এই 'ইন্ডি জোট' ভোট ব্যাংকের জন্য যা খুশি করতে পারে ৷"

প্রসঙ্গত, গত মঙ্গলবার সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এক নির্বাচনী প্রচারে বলেছিলেন, "একজোট হয়ে ভোট জিহাদ করতে হবে ৷ আবেগপ্রবণ না হয়ে, নীরবে বুদ্ধি প্রয়োগ করে, এই সরকারকে তাড়ানোর জন্য ভোট জিহাদ করতে পারি আমরা ৷ না-হলে, এই সরকার আমাদের অস্তিত্ব মুছে দেবে ৷ ওরা বলছে সংবিধান ও গণতন্ত্র বিপদের মুখে ৷ কিন্তু, আমি বলব মানবতা হুমকির মুখে ৷ এখন মানবতার উপরে আক্রমণ চলছে ৷ তাই গঙ্গা-জামুনি (যৌগিক) সংস্কৃতিকে বাঁচাতে হলে কারও কথায় প্রভাবিত না-হয়ে নীরব থেকে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোট দিন ৷"

এই ইস্যুতে, কংগ্রেসের বিরুদ্ধে মূলত তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি অভিযোগ করেছেন, "ভোট ব্যাংককে খুশি করতে কংগ্রেস দলিত, আদিবাসী ও ওবিসিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ৷ তাদের শাস্তি দিতে চাইছে ৷ কী শাস্তি, না-তাদের সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে, তা ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেবে ৷ এর কারণ, দশকের পর দশক ধরে যে আদিবাসী ও দলিত ভোট কংগ্রেসের সঙ্গে ছিল, তা আজকে মোদির সঙ্গে ৷ তাই তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি করেছেন, এই লোকসভা নির্বাচনে যেমন সবচেয়ে কম আসনে কংগ্রেস লড়াই করছে ৷ তেমনি কংগ্রেস সবচেয়ে কম আসন পেতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
  2. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  3. বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.