ETV Bharat / politics

গণনার আগে সতর্ক শাসক-বিরোধী দু’পক্ষ, কাউন্টিং এজেন্টদের 7 দফা পরামর্শ তৃণমূলের - Lok Sabha Election Results 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 9:22 PM IST

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ ৷ তার আগে রাজ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখছে শাসক-বিরোধী উভয়পক্ষ ৷ স্ট্রংরুমের নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা ৷ তৃণমূলের তরফে কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে বিশেষ বার্তা শীর্ষ নেতৃত্বের ৷

ETV BHARAT
লোকসভার গণনার আগে সতর্ক শাসক-বিরোধী দু’পক্ষ (নিজস্ব চিত্র)

কলকাতা, 3 জুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফল ৷ মাঝে বাকি আর কয়েকটা ঘণ্টা ৷ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির আশা তাদের ফল ভালো হবে ৷ একই সঙ্গে উভয়ই তাদের ভোট গণনায় থাকা এজেন্টদের আগলে রাখছে ৷ দু’তরফেই আশঙ্কা করা ষড়যন্ত্রের ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়া যাবে না ৷

ETV BHARAT
তৃণমূলের কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে জারি সাত দফা নির্দেশিকা ৷ (ছবি- তাপস চট্টোপাধ্যায় ফেসবুক)

তাঁর আশঙ্কা, রাজ্যের বিরোধী শিবিরের তরফে বিভিন্নরকম ষড়যন্ত্র হতে পারে ৷ গণনা কেন্দ্রে থাকা কাউন্টিং এজেন্টরা যাতে প্ররোচনায় পা না দেন, সেই নির্দেশ দিয়েছেন অভিষেক ৷ একইভাবে রবিবার দিনভর বাড়ি থেকে গণনা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন তিনি ৷ সেখানেও ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷

লোকসভার গণনার আগে সতর্ক শাসক-বিরোধী দু’পক্ষ (ইটিভি ভারত)

এদিন বিজেপি প্রার্থী অসীম সরকার দলের গণনার কাজে যুক্ত কর্মীদের বলেছেন, "হার বা জিত, ফলাফল যাই হোক শেষ পর্যন্ত আপনারা গণনা কেন্দ্রে থাকুন ৷ রাজ্যে মানুষ মোদিজির পক্ষে রায় দিয়েছেন ৷ সেই রায়কে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের ৷ সেখানে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করুন ৷"

অন্যদিকে, ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, "এ ধরনের গণনার অভিজ্ঞতা আমাদের নেতা-কর্মীদের রয়েছে ৷ আমরা জানি এক্সিট পোল যা দেখাচ্ছে মানুষের রায় তার থেকে আলাদা ৷ তাই তৃণমূল ময়দান ছেড়ে দেবে না ৷ এই লড়াই দেশ বাঁচানোর লড়াই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমদিন থেকে লড়াই করছেন ৷ আভিষেক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি পরিশ্রম করেছেন ৷ আমাদের সেই লড়াইকেই সফল করতেই হবে ৷"

এদিকে সোমবার দিনভর প্রত্যেকটি রাজনৈতিক দল, কমবেশি স্টংরুমের দিকে কড়া নজর রেখেছে ৷ শহর কলকাতার প্রাণ-কেন্দ্র ধর্মতলার কাছেই রয়েছে কলকাতা উত্তর লোকসভার গণনা কেন্দ্র ৷ সেখানে ঘুরে গিয়েছেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তথা তাপস রায়ের প্রধান নির্বাচনী এজেন্ট তমঘ্ন ঘোষ ৷

তৃণমূলের তরফে আজ কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে সাত দফার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে এই গণনা নিয়েই ভার্চুয়াল কনফারেন্স করেছিলেন রবিবার ৷ সেখানেই মূলত, এই সাতটি বিষয় উঠে এসেছে ৷ সেটি সোমবার নির্দেশিকা হিসেবে তুলে ধরা হয়েছে তৃণমূলের জেলা স্তরের নেতাদের সোশাল মিডিয়া পেজে ৷ গণনার জন্য পর্যবেক্ষক-সহ একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন অভিষেক ৷ কী রয়েছে এই নির্দেশিকায় ?

  1. ইভিএম টেবিলে আসার পরই প্রথমে মেশিন নম্বর কাউন্টিং এজেন্টের কাছে থাকা 17সি ফর্মের সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷
  2. মেশিন চালু হলে মেশিনে কারেন্টের টাইম ঠিকমতো দেখাচ্ছে কিনা, মেলাতে হবে ৷ এর থেকে বোঝা যায় মেশিনের ক্লকটাইম ঠিক আছে ৷
  3. মেশিন ডিসপ্লে শুরু হলে ইভিএমের সিরিয়াল নম্বর 17সির সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷ যাতে বোঝা যায় সঠিক মেশিনেই গণনা হচ্ছে ৷
  4. টোটালের বোতাম যখন টেপা হবে, তখন ভোটার সংখ্যা নির্বাচনের 17সি ফর্মে উল্লেখ করা নম্বরের সঙ্গে মেলাতে হবে ৷
  5. যখন রেজাল্ট বোতাম টেপা হবে তখন দেখতে হবে ডেট অফ পোল অর্থাৎ নির্বাচনের তারিখ মিলছে কিনা ৷
  6. মেশিন রেজাল্ট দেখাতে শুরু করলে কোন প্রার্থী কত ভোট পেলেন, তা 17সি-র পার্ট টু-তে নোট করতে হবে ৷
  7. সব প্রার্থীর ও নোটার মিলিত ভোট, নির্বাচনের দিনে পড়া ভোটের সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷ তবেই বোঝা যাবে যে, সঠিকভাবে গণনা হয়েছে ৷

কলকাতা, 3 জুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফল ৷ মাঝে বাকি আর কয়েকটা ঘণ্টা ৷ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির আশা তাদের ফল ভালো হবে ৷ একই সঙ্গে উভয়ই তাদের ভোট গণনায় থাকা এজেন্টদের আগলে রাখছে ৷ দু’তরফেই আশঙ্কা করা ষড়যন্ত্রের ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়া যাবে না ৷

ETV BHARAT
তৃণমূলের কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে জারি সাত দফা নির্দেশিকা ৷ (ছবি- তাপস চট্টোপাধ্যায় ফেসবুক)

তাঁর আশঙ্কা, রাজ্যের বিরোধী শিবিরের তরফে বিভিন্নরকম ষড়যন্ত্র হতে পারে ৷ গণনা কেন্দ্রে থাকা কাউন্টিং এজেন্টরা যাতে প্ররোচনায় পা না দেন, সেই নির্দেশ দিয়েছেন অভিষেক ৷ একইভাবে রবিবার দিনভর বাড়ি থেকে গণনা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন তিনি ৷ সেখানেও ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷

লোকসভার গণনার আগে সতর্ক শাসক-বিরোধী দু’পক্ষ (ইটিভি ভারত)

এদিন বিজেপি প্রার্থী অসীম সরকার দলের গণনার কাজে যুক্ত কর্মীদের বলেছেন, "হার বা জিত, ফলাফল যাই হোক শেষ পর্যন্ত আপনারা গণনা কেন্দ্রে থাকুন ৷ রাজ্যে মানুষ মোদিজির পক্ষে রায় দিয়েছেন ৷ সেই রায়কে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের ৷ সেখানে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করুন ৷"

অন্যদিকে, ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, "এ ধরনের গণনার অভিজ্ঞতা আমাদের নেতা-কর্মীদের রয়েছে ৷ আমরা জানি এক্সিট পোল যা দেখাচ্ছে মানুষের রায় তার থেকে আলাদা ৷ তাই তৃণমূল ময়দান ছেড়ে দেবে না ৷ এই লড়াই দেশ বাঁচানোর লড়াই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমদিন থেকে লড়াই করছেন ৷ আভিষেক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি পরিশ্রম করেছেন ৷ আমাদের সেই লড়াইকেই সফল করতেই হবে ৷"

এদিকে সোমবার দিনভর প্রত্যেকটি রাজনৈতিক দল, কমবেশি স্টংরুমের দিকে কড়া নজর রেখেছে ৷ শহর কলকাতার প্রাণ-কেন্দ্র ধর্মতলার কাছেই রয়েছে কলকাতা উত্তর লোকসভার গণনা কেন্দ্র ৷ সেখানে ঘুরে গিয়েছেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তথা তাপস রায়ের প্রধান নির্বাচনী এজেন্ট তমঘ্ন ঘোষ ৷

তৃণমূলের তরফে আজ কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে সাত দফার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে এই গণনা নিয়েই ভার্চুয়াল কনফারেন্স করেছিলেন রবিবার ৷ সেখানেই মূলত, এই সাতটি বিষয় উঠে এসেছে ৷ সেটি সোমবার নির্দেশিকা হিসেবে তুলে ধরা হয়েছে তৃণমূলের জেলা স্তরের নেতাদের সোশাল মিডিয়া পেজে ৷ গণনার জন্য পর্যবেক্ষক-সহ একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন অভিষেক ৷ কী রয়েছে এই নির্দেশিকায় ?

  1. ইভিএম টেবিলে আসার পরই প্রথমে মেশিন নম্বর কাউন্টিং এজেন্টের কাছে থাকা 17সি ফর্মের সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷
  2. মেশিন চালু হলে মেশিনে কারেন্টের টাইম ঠিকমতো দেখাচ্ছে কিনা, মেলাতে হবে ৷ এর থেকে বোঝা যায় মেশিনের ক্লকটাইম ঠিক আছে ৷
  3. মেশিন ডিসপ্লে শুরু হলে ইভিএমের সিরিয়াল নম্বর 17সির সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷ যাতে বোঝা যায় সঠিক মেশিনেই গণনা হচ্ছে ৷
  4. টোটালের বোতাম যখন টেপা হবে, তখন ভোটার সংখ্যা নির্বাচনের 17সি ফর্মে উল্লেখ করা নম্বরের সঙ্গে মেলাতে হবে ৷
  5. যখন রেজাল্ট বোতাম টেপা হবে তখন দেখতে হবে ডেট অফ পোল অর্থাৎ নির্বাচনের তারিখ মিলছে কিনা ৷
  6. মেশিন রেজাল্ট দেখাতে শুরু করলে কোন প্রার্থী কত ভোট পেলেন, তা 17সি-র পার্ট টু-তে নোট করতে হবে ৷
  7. সব প্রার্থীর ও নোটার মিলিত ভোট, নির্বাচনের দিনে পড়া ভোটের সঙ্গে মিলিয়ে নিতে হবে ৷ তবেই বোঝা যাবে যে, সঠিকভাবে গণনা হয়েছে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.