ETV Bharat / politics

বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের আটকানোর অভিযোগ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের আটকানোর অভিযোগ তুলল তৃণমূল ৷ শাসকদলের তরফে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়, বালুরঘাটে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে ভোটারদের আটকাতে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 11:23 AM IST

কলকাতা, 26 এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ ৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত সাংবাদিক বৈঠক করেন এনিয়ে ৷ তাঁর অভিযোগ, বালুরঘাটে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য ৷ বিশেষত, মহিলা ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, "বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের ভোটকেন্দ্রে পৌঁছতে বাধা দিচ্ছে ৷ বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে তারা অসভ্যতা করছে, মারধর করছে ৷ বিজেপি বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে ।" উল্লেখ্য, এদিন বালুরঘাট লোকসভার বালুরঘাট ব্লকের 100 নম্বর বুথে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে 30-40 জন লোক নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পতিরাম বিবেকানন্দ গার্লস স্কুলের ওই ভোট কেন্দ্রে ৷ এমনকি বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷

একই সঙ্গে বালুরঘাটে বিভিন্ন এলাকায় ইভিএম বিভ্রাটের অভিযোগ নিয়েও সরব হয়েছে তৃণমূল ৷ শাসকদলের তরফে এনিয়ে বলা হয়, "বালুরঘাটের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় ইভিএম ঠিক মতো কাজ না করার অভিযোগ আসছে ৷ ইতিমধ্যেই ষাটখানা এই ধরনের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে ৷"

এরপরেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সরব হন তৃণমূল মুখপাত্র ৷ তিনি বলেন, "সুকান্ত মজুমদার সেই ব্যক্তি যিনি বারবার চিঠি লিখে কেন্দ্রীয় সরকারকে বাংলার টাকা বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন ৷ আর সে কারণেই বাংলার মানুষ ঠিক করে নিয়েছে সুকান্ত মজুমদারকে এবছর বিসর্জন দেবে ৷ ভয় পেয়েছে বিজেপির সুকান্ত মজুমদার ৷ এবার তিনি প্রাক্তন হতে চলেছেন ৷"

আরও পড়ুন:

  1. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
  2. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন

কলকাতা, 26 এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ ৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত সাংবাদিক বৈঠক করেন এনিয়ে ৷ তাঁর অভিযোগ, বালুরঘাটে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য ৷ বিশেষত, মহিলা ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, "বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের ভোটকেন্দ্রে পৌঁছতে বাধা দিচ্ছে ৷ বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে তারা অসভ্যতা করছে, মারধর করছে ৷ বিজেপি বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে ।" উল্লেখ্য, এদিন বালুরঘাট লোকসভার বালুরঘাট ব্লকের 100 নম্বর বুথে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে 30-40 জন লোক নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পতিরাম বিবেকানন্দ গার্লস স্কুলের ওই ভোট কেন্দ্রে ৷ এমনকি বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷

একই সঙ্গে বালুরঘাটে বিভিন্ন এলাকায় ইভিএম বিভ্রাটের অভিযোগ নিয়েও সরব হয়েছে তৃণমূল ৷ শাসকদলের তরফে এনিয়ে বলা হয়, "বালুরঘাটের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় ইভিএম ঠিক মতো কাজ না করার অভিযোগ আসছে ৷ ইতিমধ্যেই ষাটখানা এই ধরনের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে ৷"

এরপরেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সরব হন তৃণমূল মুখপাত্র ৷ তিনি বলেন, "সুকান্ত মজুমদার সেই ব্যক্তি যিনি বারবার চিঠি লিখে কেন্দ্রীয় সরকারকে বাংলার টাকা বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন ৷ আর সে কারণেই বাংলার মানুষ ঠিক করে নিয়েছে সুকান্ত মজুমদারকে এবছর বিসর্জন দেবে ৷ ভয় পেয়েছে বিজেপির সুকান্ত মজুমদার ৷ এবার তিনি প্রাক্তন হতে চলেছেন ৷"

আরও পড়ুন:

  1. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
  2. বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.