ETV Bharat / politics

ফুলবদল নিশ্চিত তাপস রায়ের, বুধ-সন্ধ্যায় গেরুয়া শিবিরে যোগদান - Suvendu Adhikari

Lok Sabha Elections 2024: জল্পনা চলছিলই ৷ আর সেটাই সত্যি হতে চলেছে ৷ আজ সন্ধেয় সল্টলেকে বিজেপির কার্যালয় থেকে পদ্মশিবিরে যোগদান করবেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় ৷ সূত্রের খবর, তাপসের বিজেপিতে যোগদানে গেরুয়া শিবিরের এক শীর্ষনেতার বড় ভূমিকা রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 2:27 PM IST

Updated : Mar 6, 2024, 3:06 PM IST

কলকাতা, 6 মার্চ: আজ সন্ধেয় বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল তথা বিধায়কপদে ইস্তফা দেওয়া তাপস রায় ৷ আজ বিকেলে শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে যাবেন বলে সূত্রের খবর ৷ সেখান থেকেই তাঁরা সল্টলেকের বিজেপি অফিসে যাবেন ৷ আর তারপর সন্ধে 6টায় শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগদান করবেন তাপস রায় ৷ উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর প্রাক্তন দলের বিরুদ্ধে অবজ্ঞা, অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী ৷

আজ বিকেল পৌনে তিনটের সময় তাপস রায়কে বিধানসভায় ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বিধায়কপদে ইস্তফা প্রসঙ্গে আলোচনার জন্যই তাপসকে তলব করা হয়েছে ৷ প্রসঙ্গত, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে সরব হয়েছিলেন তাপস ৷ সেই নিয়ে দীর্ঘ বাদবিবাদের পর সোমবার তৃণমূল কংগ্রেস ছাড়েন তিনি ৷ তারপর বিধানসভায় গিয়ে অধ্যক্ষের অফিসে পদত্যাগপত্র জমা দেন বিধায়ক পদে ৷ এই পদত্যাগ নিয়ে আজ বিধানসভায় চূড়ান্ত শুনানি রয়েছে ৷ তাই আজ প্রথমে বিধানসভায় আসবেন তিনি ৷ তারপর সন্ধেয় বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায় ৷

1996 সাল থেকে প্রথমবার বিধায়ক হন তাপস ৷ সেবার কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি ৷ 2001 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন ৷ প্রার্থী হন বড়বাজার বিধানসভা কেন্দ্রে ৷ 2006 সালে বড়বাজার কেন্দ্রেই পরাজিত হয়েছিলেন তাপস রায় ৷ পরবর্তীতে তাঁকে 2011 সালে বরানগর কেন্দ্রের প্রার্থী করে তৃণমূল ৷ সেই থেকেই টানা তৃতীয়বার বরানগরের বিধায়ক হয়েছেন ৷ 2019-21 সাল, আড়াই বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ মন্ত্রী হওয়ার আগে 2016 সাল থেকে বিধানসভায় শাসকদলের উপমুখ্য সচেতকের দায়িত্বে ছিলেন ৷

মন্ত্রী পদ চলে যাওয়ার পর 2021 সালে আবার তাঁকে উপমুখ্য সচেতকের পদ ফিরিয়ে দেওয়া হয় ৷ 1 মার্চ উপমুখ্য সচেতকের পদ ছেড়ে দেন তাপস রায় ৷ বিধানসভায় জয় পরাজয়ের বাইরেও তাপস রায়, কংগ্রেসী রাজনীতির একটা বহুল চর্চিত নাম ৷ ছাত্র পরিষদ থেকেই তাঁর উত্থান ৷ চার বছর তিনি রাজ্যে ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ৷ ছিলেন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ হয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সদস্যও ৷ তাপস রায় তৃণমূল কংগ্রেসে 23 বছরের বেশি সময় কাটালেও, সামান্য কিছুদিনের জন্য উত্তর কলকাতার জেলা সভাপতি এবং দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন:

  1. চায়ের কাপে অভিমান গলে জল, সুদীপের বাড়িতে খোশমেজাজে আড্ডা কুণালের
  2. তাপসের পদত্যাগে কংগ্রেসের বাহবা, সিপিএমের নিন্দা; সাবধানী বিজেপি
  3. 'আমি এখন ফ্রি বার্ড', তৃণমূল ছেড়ে ভবিষ্যৎ জল্পনা জিইয়ে রাখলেন তাপস

কলকাতা, 6 মার্চ: আজ সন্ধেয় বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল তথা বিধায়কপদে ইস্তফা দেওয়া তাপস রায় ৷ আজ বিকেলে শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে যাবেন বলে সূত্রের খবর ৷ সেখান থেকেই তাঁরা সল্টলেকের বিজেপি অফিসে যাবেন ৷ আর তারপর সন্ধে 6টায় শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগদান করবেন তাপস রায় ৷ উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর প্রাক্তন দলের বিরুদ্ধে অবজ্ঞা, অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী ৷

আজ বিকেল পৌনে তিনটের সময় তাপস রায়কে বিধানসভায় ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বিধায়কপদে ইস্তফা প্রসঙ্গে আলোচনার জন্যই তাপসকে তলব করা হয়েছে ৷ প্রসঙ্গত, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে সরব হয়েছিলেন তাপস ৷ সেই নিয়ে দীর্ঘ বাদবিবাদের পর সোমবার তৃণমূল কংগ্রেস ছাড়েন তিনি ৷ তারপর বিধানসভায় গিয়ে অধ্যক্ষের অফিসে পদত্যাগপত্র জমা দেন বিধায়ক পদে ৷ এই পদত্যাগ নিয়ে আজ বিধানসভায় চূড়ান্ত শুনানি রয়েছে ৷ তাই আজ প্রথমে বিধানসভায় আসবেন তিনি ৷ তারপর সন্ধেয় বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায় ৷

1996 সাল থেকে প্রথমবার বিধায়ক হন তাপস ৷ সেবার কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি ৷ 2001 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন ৷ প্রার্থী হন বড়বাজার বিধানসভা কেন্দ্রে ৷ 2006 সালে বড়বাজার কেন্দ্রেই পরাজিত হয়েছিলেন তাপস রায় ৷ পরবর্তীতে তাঁকে 2011 সালে বরানগর কেন্দ্রের প্রার্থী করে তৃণমূল ৷ সেই থেকেই টানা তৃতীয়বার বরানগরের বিধায়ক হয়েছেন ৷ 2019-21 সাল, আড়াই বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ মন্ত্রী হওয়ার আগে 2016 সাল থেকে বিধানসভায় শাসকদলের উপমুখ্য সচেতকের দায়িত্বে ছিলেন ৷

মন্ত্রী পদ চলে যাওয়ার পর 2021 সালে আবার তাঁকে উপমুখ্য সচেতকের পদ ফিরিয়ে দেওয়া হয় ৷ 1 মার্চ উপমুখ্য সচেতকের পদ ছেড়ে দেন তাপস রায় ৷ বিধানসভায় জয় পরাজয়ের বাইরেও তাপস রায়, কংগ্রেসী রাজনীতির একটা বহুল চর্চিত নাম ৷ ছাত্র পরিষদ থেকেই তাঁর উত্থান ৷ চার বছর তিনি রাজ্যে ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ৷ ছিলেন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ হয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সদস্যও ৷ তাপস রায় তৃণমূল কংগ্রেসে 23 বছরের বেশি সময় কাটালেও, সামান্য কিছুদিনের জন্য উত্তর কলকাতার জেলা সভাপতি এবং দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন:

  1. চায়ের কাপে অভিমান গলে জল, সুদীপের বাড়িতে খোশমেজাজে আড্ডা কুণালের
  2. তাপসের পদত্যাগে কংগ্রেসের বাহবা, সিপিএমের নিন্দা; সাবধানী বিজেপি
  3. 'আমি এখন ফ্রি বার্ড', তৃণমূল ছেড়ে ভবিষ্যৎ জল্পনা জিইয়ে রাখলেন তাপস
Last Updated : Mar 6, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.