ETV Bharat / politics

'সব হিসাব হবে, কাউকে ছাড়া হবে না', সন্দেশখালি থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikir shouted at TMC: তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর সেখান থেকেই হুঙ্কার দিয়ে শুভেন্দু জানি দেন, কাউকে ছাড়া হবে না ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 2:24 PM IST

Updated : Mar 10, 2024, 2:29 PM IST

সন্দেশখালি, 10 মার্চ: 'সন্দেশখালি জ্বলছে, চোর মমতা হাসছে ৷' শুরুতেই ঝাঁঝ শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় ৷ ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছে বিজেপি ৷ আর সেই সভা থেকেই একের পর এক হুঙ্কার শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় ৷ শনিবার সভা মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "10 বছরে যত অত্যাচার করেছে, সব হিসাব হবে ৷ তৃণমূলকে উৎখাত করতে হবে ৷ ইভিএমে বদলা হবে ৷"

লোকসভা ভোটের আগে এদিন ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সন্দেশখালির সভার জন্য এদিনকেই বেছে নিয়েছে বিজেপি ৷ কার্যত যখন ব্রিগেডে বক্তব্য রাখতে ওটেন মমতা ঠিক তখনই বক্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও ৷ আর এর কারণও এদিন ব্য়াখ্যা করেন বিরোধি দলনেতা ৷ তিনি বলেন, "দিদি, না এখন তো উনি শাহজাহানের পিসি, আপনি একা ফুটেজ খাবেন তা হবে না ৷ আপনি যাখানেই যাবেন আমরা দুই ভাই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার তাড়া করব আপনাকে ৷"

এদিন শুভেন্দু বলেন, "সন্দেশখালির সঙ্গে গোটা ভারত আছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি মহিলা দরদী ! দুই মাসের বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার প্রয়োজন মনে করেননি তিনি ৷ আমরা 30 ডিসেম্বর বলে গিয়েছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ৷ 1 জানুয়ারি শাহজাহান আমাদের পালটা চ্যালেঞ্জ করেছিল ৷ আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি ৷"

এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, "শাহজাহানকে সিপিএম তৈরি করেছিল ৷ তাদের কোনও অধিকার আছে আপনাদের হয়ে লড়াই করার ? আমরাই আপনাদের লড়াই আপনাদের কথা বাংলা থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছি ৷ রাজ্যে 25 থেকে 30টা সন্দেশখালি আছে ৷ তাই লড়াই চলবে ৷ শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না বিজেপি ৷ হিঙ্গলগঞ্জ, ক্যানিং, বাসন্তি, ভাঙড়, সব ফাঁকা করব ৷ একটাকেও ছাড়ব না ৷"

তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর সভার অনুমতি দিয়েছে ৷ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনও সময় ন্যাজাট থানার আক্রাতলায় এই সভা করতে পারবেন শুভেন্দু ৷ সেই মতো রবিবার সকালে সভা করতে আসেন শুভেন্দু অধিকারী ৷ তবে, এদিনের জনসভা থেকে তিনি কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না বলে শর্ত দিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন:

  1. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
  2. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেড-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালি, 10 মার্চ: 'সন্দেশখালি জ্বলছে, চোর মমতা হাসছে ৷' শুরুতেই ঝাঁঝ শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় ৷ ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছে বিজেপি ৷ আর সেই সভা থেকেই একের পর এক হুঙ্কার শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় ৷ শনিবার সভা মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "10 বছরে যত অত্যাচার করেছে, সব হিসাব হবে ৷ তৃণমূলকে উৎখাত করতে হবে ৷ ইভিএমে বদলা হবে ৷"

লোকসভা ভোটের আগে এদিন ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সন্দেশখালির সভার জন্য এদিনকেই বেছে নিয়েছে বিজেপি ৷ কার্যত যখন ব্রিগেডে বক্তব্য রাখতে ওটেন মমতা ঠিক তখনই বক্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও ৷ আর এর কারণও এদিন ব্য়াখ্যা করেন বিরোধি দলনেতা ৷ তিনি বলেন, "দিদি, না এখন তো উনি শাহজাহানের পিসি, আপনি একা ফুটেজ খাবেন তা হবে না ৷ আপনি যাখানেই যাবেন আমরা দুই ভাই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার তাড়া করব আপনাকে ৷"

এদিন শুভেন্দু বলেন, "সন্দেশখালির সঙ্গে গোটা ভারত আছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি মহিলা দরদী ! দুই মাসের বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার প্রয়োজন মনে করেননি তিনি ৷ আমরা 30 ডিসেম্বর বলে গিয়েছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ৷ 1 জানুয়ারি শাহজাহান আমাদের পালটা চ্যালেঞ্জ করেছিল ৷ আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি ৷"

এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, "শাহজাহানকে সিপিএম তৈরি করেছিল ৷ তাদের কোনও অধিকার আছে আপনাদের হয়ে লড়াই করার ? আমরাই আপনাদের লড়াই আপনাদের কথা বাংলা থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছি ৷ রাজ্যে 25 থেকে 30টা সন্দেশখালি আছে ৷ তাই লড়াই চলবে ৷ শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না বিজেপি ৷ হিঙ্গলগঞ্জ, ক্যানিং, বাসন্তি, ভাঙড়, সব ফাঁকা করব ৷ একটাকেও ছাড়ব না ৷"

তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ শুভেন্দুর সভার অনুমতি দিয়েছে ৷ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনও সময় ন্যাজাট থানার আক্রাতলায় এই সভা করতে পারবেন শুভেন্দু ৷ সেই মতো রবিবার সকালে সভা করতে আসেন শুভেন্দু অধিকারী ৷ তবে, এদিনের জনসভা থেকে তিনি কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না বলে শর্ত দিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন:

  1. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
  2. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেড-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের
Last Updated : Mar 10, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.