ETV Bharat / politics

'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর - BJP

Suvendu Adhikari in Sandeshkhali: সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে শঙ্খ বাজিয়ে স্বাগত জানালেন মহিলারা ৷ বিরোধী দলনেতাকে সামনে পেয়ে অভিযোগের ঝুলি খুলে দিলেন গ্রামের মহিলা থেকে বৃদ্ধ সকলেই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 4:56 PM IST

Updated : Feb 20, 2024, 6:08 PM IST

সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর

সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: কেউ এসেছেন জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানাতে ৷ আবার কেউ এসেছেন শাহজাহান বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার করুণ কাহিনী তুলে ধরার জন্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাতের কাছে পেয়ে এমনই হাজারো অভিযোগ তুলে ধরলেন আবালবৃদ্ধবনিতা সকলেই ৷ মঙ্গলবার দিনভর সন্দেশখালি হয়ে রইল শুভেন্দুময় ৷ পুষ্পবৃষ্টি, শঙ্খ ও উলুধ্বনিতে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিল সন্দেশখালির সবক’টি গ্রাম ৷ শুভেন্দুও আশ্বাস দিয়েছেন, তিনি সকলের পাশে রয়েছেন ৷ প্রয়োজনে সকলের নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ৷

কলকাতা হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আজ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি ঢোকা থেকে আটকে ছিল বসিরহাট জেলা পুলিশ ৷ কিন্তু, সেই আদালতের নির্দেশেই সেই বাধা পেরিয়ে অবশেষে সন্দেশখালি 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে ঘুরলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ ৷ প্রায় আড়াই ঘণ্টা সন্দেশখালিতে ছিলেন তাঁরা ৷ শুভেন্দুকে কাছে পেয়ে অভিযোগের ঝুলি খুলে দিলেন গ্রামের মহিলারা ৷ প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়লেন ৷ দাবি জানিয়েছেন গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করার ৷ আশ্বাস দিয়েছেন যাবতীয় বিষয়ে পদক্ষেপ নেবেন ৷ পাশাপাশি জানিয়েছেন, আগামী সোমবার তিনি ফের সন্দেশখালি আসছেন ৷

এদিন সন্দেশখালির যে গ্রামেই গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেখানেই শ'য়ে শ'য়ে মানুষ তাঁর পিছু নিয়েছে ৷ শুধুমাত্র শাহজাহান-শিবু-উত্তম, সন্দেশখালির এই 'ত্রিমূর্তি'র বিরুদ্ধে অভিযোগ জানাতে ৷ অভিযোগ, শিবু ও উত্তম গ্রেফতার হলেও গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ আর সেটাই অভিযোগ আকারে তুলে ধরেন শুভেন্দুদের সামনে ৷ আজ ধামাখালি ফেরিঘাট পেরিয়ে সন্দেশখালির গ্রামগুলিতে পৌঁছাতে টোটোয় চড়ে ঘোরেন বিরোধী দলনেতা ৷

অন‍্যদিকে, এদিন বিকালে সন্দেশখালি ত্রিমণি বাজারের কাছে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ পাশে থাকার বার্তা দিয়ে বিজেপি নেতার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন তিনি ৷ সন্দেশখালিই মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাবে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি ইস্যুতে শাহজাহান-মমতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
  2. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু

সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর

সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: কেউ এসেছেন জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানাতে ৷ আবার কেউ এসেছেন শাহজাহান বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার করুণ কাহিনী তুলে ধরার জন্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাতের কাছে পেয়ে এমনই হাজারো অভিযোগ তুলে ধরলেন আবালবৃদ্ধবনিতা সকলেই ৷ মঙ্গলবার দিনভর সন্দেশখালি হয়ে রইল শুভেন্দুময় ৷ পুষ্পবৃষ্টি, শঙ্খ ও উলুধ্বনিতে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিল সন্দেশখালির সবক’টি গ্রাম ৷ শুভেন্দুও আশ্বাস দিয়েছেন, তিনি সকলের পাশে রয়েছেন ৷ প্রয়োজনে সকলের নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ৷

কলকাতা হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আজ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি ঢোকা থেকে আটকে ছিল বসিরহাট জেলা পুলিশ ৷ কিন্তু, সেই আদালতের নির্দেশেই সেই বাধা পেরিয়ে অবশেষে সন্দেশখালি 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে ঘুরলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ ৷ প্রায় আড়াই ঘণ্টা সন্দেশখালিতে ছিলেন তাঁরা ৷ শুভেন্দুকে কাছে পেয়ে অভিযোগের ঝুলি খুলে দিলেন গ্রামের মহিলারা ৷ প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়লেন ৷ দাবি জানিয়েছেন গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করার ৷ আশ্বাস দিয়েছেন যাবতীয় বিষয়ে পদক্ষেপ নেবেন ৷ পাশাপাশি জানিয়েছেন, আগামী সোমবার তিনি ফের সন্দেশখালি আসছেন ৷

এদিন সন্দেশখালির যে গ্রামেই গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেখানেই শ'য়ে শ'য়ে মানুষ তাঁর পিছু নিয়েছে ৷ শুধুমাত্র শাহজাহান-শিবু-উত্তম, সন্দেশখালির এই 'ত্রিমূর্তি'র বিরুদ্ধে অভিযোগ জানাতে ৷ অভিযোগ, শিবু ও উত্তম গ্রেফতার হলেও গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ আর সেটাই অভিযোগ আকারে তুলে ধরেন শুভেন্দুদের সামনে ৷ আজ ধামাখালি ফেরিঘাট পেরিয়ে সন্দেশখালির গ্রামগুলিতে পৌঁছাতে টোটোয় চড়ে ঘোরেন বিরোধী দলনেতা ৷

অন‍্যদিকে, এদিন বিকালে সন্দেশখালি ত্রিমণি বাজারের কাছে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ পাশে থাকার বার্তা দিয়ে বিজেপি নেতার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন তিনি ৷ সন্দেশখালিই মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাবে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি ইস্যুতে শাহজাহান-মমতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
  2. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
Last Updated : Feb 20, 2024, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.