ETV Bharat / politics

'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on way to sandeshkhali: 144 ধারা মেনেই তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাচ্ছিলেন। এরপরও তাঁকে আটকে দেওয়া হয় মাঝ রাস্তায়। এরপরই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 5:58 PM IST

শুভেন্দু অধিকারী

কলকাতা, 15 ফেব্রুয়ারি: আবারও সন্দেশখালির পথে যাওয়ার পথে বাধা পেলন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার দুপুরে ফের সন্দেশখালির পথে রওনা হন শুভেন্দু অধিকারী। তবে এবার মাত্র তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সড়বেরিয়ার কাছে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী l প্রায় দু'ঘণ্টা পর বিক্ষোভ করার পর সেখান থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের তিনি জানান, আদালত থেকে অনুমতি নিয়েই সন্দেশখালি যাবেন।

144 ধারা মেনেই তিন তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি যান। দুপুরে বিধানসভা থেকে বেরনোর সময় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, 144 ধারা মেনেই বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে ৷ তাই এর পরও যদি তাঁদের আটকানো হয় তাহলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এবার আটকানো হলে রাজীব কুমারের সঙ্গে সরাসরি আদালতে দেখা হবে ৷"

প্রসঙ্গত, এদিন আবারও সায়েন্স সিটির কাছে বিজেপির বাস আটকানো হয়েছিল। তবে পুলিশ বাস চেকিং করে ছেড়ে দেয়। এরপর আবার নস্করপাড়ার কাছে বিজেপি প্রতিনিধিদের বাস আটকানো হয়। সন্দেশখালিতে শারীরিকভাবে অত্যাচারিতা মহিলাদের হয়ে বিধানসভায় সোচ্চার হওয়ার কারণে ছয় জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল ৷ তাঁরাও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় অবস্থান বিক্ষোভ দেখান।

এদিন শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে ওরা (পুলিশ-প্রশাসন) তাই করবে। আর যদি আজ সন্দেশখালিতে ঢুকতে না দেয় সেটা ওদের সিদ্ধান্ত। এরপর আমার যাওয়ার জায়গা আছে তো। এর আগেও আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের নির্দেশেই আজ সন্দেশখালি যাচ্ছি। আদালত নির্দেশ দিয়েছে আজ আমাদের আটকানো হলে আমরা আদালতের দ্বারস্থ হব। আর আজ যদি গ্রেফতার করতে চায় তাহলে করবে, না হলে আগামিকাল আবার আদালতে যাব। আমি দায়িত্ববান। আমার লড়াই সরকারের বিরুদ্ধে। এই ব্যবস্থার বিরুদ্ধে।"

আরও পড়ুন:

  1. আর্থিক তছরুপ মামলায় এবার দেবকে দিল্লিতে তলব ইডির
  2. সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে
  3. সরস্বতী পুজোর পর বাজেট অধিবেশন শুরু হতেই সন্দেশখালি উত্তাপ বিধানসভায়

শুভেন্দু অধিকারী

কলকাতা, 15 ফেব্রুয়ারি: আবারও সন্দেশখালির পথে যাওয়ার পথে বাধা পেলন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার দুপুরে ফের সন্দেশখালির পথে রওনা হন শুভেন্দু অধিকারী। তবে এবার মাত্র তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সড়বেরিয়ার কাছে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী l প্রায় দু'ঘণ্টা পর বিক্ষোভ করার পর সেখান থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের তিনি জানান, আদালত থেকে অনুমতি নিয়েই সন্দেশখালি যাবেন।

144 ধারা মেনেই তিন তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি যান। দুপুরে বিধানসভা থেকে বেরনোর সময় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, 144 ধারা মেনেই বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে ৷ তাই এর পরও যদি তাঁদের আটকানো হয় তাহলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এবার আটকানো হলে রাজীব কুমারের সঙ্গে সরাসরি আদালতে দেখা হবে ৷"

প্রসঙ্গত, এদিন আবারও সায়েন্স সিটির কাছে বিজেপির বাস আটকানো হয়েছিল। তবে পুলিশ বাস চেকিং করে ছেড়ে দেয়। এরপর আবার নস্করপাড়ার কাছে বিজেপি প্রতিনিধিদের বাস আটকানো হয়। সন্দেশখালিতে শারীরিকভাবে অত্যাচারিতা মহিলাদের হয়ে বিধানসভায় সোচ্চার হওয়ার কারণে ছয় জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল ৷ তাঁরাও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় অবস্থান বিক্ষোভ দেখান।

এদিন শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে ওরা (পুলিশ-প্রশাসন) তাই করবে। আর যদি আজ সন্দেশখালিতে ঢুকতে না দেয় সেটা ওদের সিদ্ধান্ত। এরপর আমার যাওয়ার জায়গা আছে তো। এর আগেও আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের নির্দেশেই আজ সন্দেশখালি যাচ্ছি। আদালত নির্দেশ দিয়েছে আজ আমাদের আটকানো হলে আমরা আদালতের দ্বারস্থ হব। আর আজ যদি গ্রেফতার করতে চায় তাহলে করবে, না হলে আগামিকাল আবার আদালতে যাব। আমি দায়িত্ববান। আমার লড়াই সরকারের বিরুদ্ধে। এই ব্যবস্থার বিরুদ্ধে।"

আরও পড়ুন:

  1. আর্থিক তছরুপ মামলায় এবার দেবকে দিল্লিতে তলব ইডির
  2. সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে
  3. সরস্বতী পুজোর পর বাজেট অধিবেশন শুরু হতেই সন্দেশখালি উত্তাপ বিধানসভায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.