ETV Bharat / politics

'রক্তাক্ত নির্বাচন', ডায়মন্ড হারবার-সহ আর কোথায় পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 8:12 PM IST

Suvendu on Last Phase LS Polls: ডায়মন্ড হারবার-সহ বেশ কয়েকটি জায়গার কিছু বুথে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আজ রক্তাক্ত নির্বাচন হয়েছে ৷

ETV BHARAT
পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর (ছবি: ফেসবুক)

কলকাতা, 1 জুন: আজকের নির্বাচন হয়েছে রক্তাক্ত ৷ সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তাঁর অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা-সহ বেশ কিছু বুথে কয়েক লক্ষ হিন্দুকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে ৷ আর কিছু বুথে ক্যামেরা বন্ধ ছিল ৷ বিরোধী এজেন্টের অনুপস্থিতির সুযোগ নিয়ে 'মমতার পুলিশের' সহযোগিতায় কিছু বুথে অনুপস্থিত ও মৃত ভোটারেরও ভোটদান করানো হয়েছে বলে অভিযোগ তাঁর ৷ সেই কারণে কয়েকটি কেন্দ্রে বিজেপি পুনর্নির্বাচনের দাবি জানাবে বলে জানিয়েছেন শুভেন্দু ৷

শনিবার ভোট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেন, "আজকের নির্বাচনে এত হিংসার ছবি এসেছে, এই প্রথমবার দেখলাম হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে ৷ মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহারে এটা হত বলে শোনা যেত ৷ এর নতুন ট্রেন্ড দেখল বাংলা ৷ আজ কয়েক লক্ষ হিন্দু ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগই ডায়মন্ড হারবারে ৷ ম্যাসিভ রিগিং হয়েছে ক্যানিং পূর্বে, জীবনতলা ও ডায়মন্ড হারবারে ৷"

এমনই গুরুতর অভিযোগ করে শুভেন্দু জানান, "আজকের নির্বাচন হয়েছে রক্তাক্ত নির্বাচন ৷ আমাদের প্রার্থী ও এজেন্টদের সঙ্গে কথা বলে আজ রাত 12টার মধ্যেই মেইলে নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে, ডায়মন্ড হারবার, ফলতার 260টির মধ্যে 230টি বুথে পুনর্নির্বাচন হোক ৷ এছাড়াও মহেশতলা, বজবজের কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি করব ৷ আগামিকাল স্ক্রুটিনিতে সব দলের প্রার্থী এজেন্টদের উপস্থিতিতে ওয়েবকাস্টিং যাতে দেখানো হয়, তারও দাবি জানানো হবে ৷"

নির্বাচনের আরও খবর জানতে...

এ দিন সন্দেশখালিতে হামলার ঘটনার উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, "ভোট শেষ হওয়ার মুখে সন্দেশখালির বেড়মজুরে শাহজাহান শেখের বংশধর কুদ্দুশ শেখ ও গুন্ডারা নির্বিচারে গুলি চালিয়েছে ৷ বিজেপির এক কর্মী প্রায় মৃত্যুপথে ৷ আরও বেশ কয়েকজন গুরুতর আহত ৷ তাঁদের কলকাতায় আনা হতে পারে ৷"

সপ্তম দফায় পুলিশের সাহায্য নিয়ে শাসকদল ভোটে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় বাছাই করা পুলিশ আধিকারিকদের পাঠিয়ে ভোট করানো হয়েছে ৷ আর শীতলকুচির ঘটনার থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী সংযত আচরণ করেছে বলে জানান বিরোধী দলনেতা ৷

বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, "বরানগরের কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে বিজেপির কার্যালয় ভাঙা হয়েছে ৷ রেখা পাত্র থেকে শীলভদ্র দত্ত, অশোক পুরকাইতকে পরিকল্পিত ভাবে বাধা দেওয়া হয়েছে, ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হয়নি ৷" তবে নির্বাচন কমিশনের তৎপরতায় রাজ্যের বিশেষ কিছু অংশ ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন বলে মত শুভেন্দু অধিকারীর ৷

কলকাতা, 1 জুন: আজকের নির্বাচন হয়েছে রক্তাক্ত ৷ সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তাঁর অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা-সহ বেশ কিছু বুথে কয়েক লক্ষ হিন্দুকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে ৷ আর কিছু বুথে ক্যামেরা বন্ধ ছিল ৷ বিরোধী এজেন্টের অনুপস্থিতির সুযোগ নিয়ে 'মমতার পুলিশের' সহযোগিতায় কিছু বুথে অনুপস্থিত ও মৃত ভোটারেরও ভোটদান করানো হয়েছে বলে অভিযোগ তাঁর ৷ সেই কারণে কয়েকটি কেন্দ্রে বিজেপি পুনর্নির্বাচনের দাবি জানাবে বলে জানিয়েছেন শুভেন্দু ৷

শনিবার ভোট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেন, "আজকের নির্বাচনে এত হিংসার ছবি এসেছে, এই প্রথমবার দেখলাম হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে ৷ মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহারে এটা হত বলে শোনা যেত ৷ এর নতুন ট্রেন্ড দেখল বাংলা ৷ আজ কয়েক লক্ষ হিন্দু ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগই ডায়মন্ড হারবারে ৷ ম্যাসিভ রিগিং হয়েছে ক্যানিং পূর্বে, জীবনতলা ও ডায়মন্ড হারবারে ৷"

এমনই গুরুতর অভিযোগ করে শুভেন্দু জানান, "আজকের নির্বাচন হয়েছে রক্তাক্ত নির্বাচন ৷ আমাদের প্রার্থী ও এজেন্টদের সঙ্গে কথা বলে আজ রাত 12টার মধ্যেই মেইলে নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে, ডায়মন্ড হারবার, ফলতার 260টির মধ্যে 230টি বুথে পুনর্নির্বাচন হোক ৷ এছাড়াও মহেশতলা, বজবজের কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি করব ৷ আগামিকাল স্ক্রুটিনিতে সব দলের প্রার্থী এজেন্টদের উপস্থিতিতে ওয়েবকাস্টিং যাতে দেখানো হয়, তারও দাবি জানানো হবে ৷"

নির্বাচনের আরও খবর জানতে...

এ দিন সন্দেশখালিতে হামলার ঘটনার উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, "ভোট শেষ হওয়ার মুখে সন্দেশখালির বেড়মজুরে শাহজাহান শেখের বংশধর কুদ্দুশ শেখ ও গুন্ডারা নির্বিচারে গুলি চালিয়েছে ৷ বিজেপির এক কর্মী প্রায় মৃত্যুপথে ৷ আরও বেশ কয়েকজন গুরুতর আহত ৷ তাঁদের কলকাতায় আনা হতে পারে ৷"

সপ্তম দফায় পুলিশের সাহায্য নিয়ে শাসকদল ভোটে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় বাছাই করা পুলিশ আধিকারিকদের পাঠিয়ে ভোট করানো হয়েছে ৷ আর শীতলকুচির ঘটনার থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী সংযত আচরণ করেছে বলে জানান বিরোধী দলনেতা ৷

বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, "বরানগরের কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে বিজেপির কার্যালয় ভাঙা হয়েছে ৷ রেখা পাত্র থেকে শীলভদ্র দত্ত, অশোক পুরকাইতকে পরিকল্পিত ভাবে বাধা দেওয়া হয়েছে, ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হয়নি ৷" তবে নির্বাচন কমিশনের তৎপরতায় রাজ্যের বিশেষ কিছু অংশ ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন বলে মত শুভেন্দু অধিকারীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.