কলকাতা, 28 অগস্ট: হিংসায় উস্কানি দিচ্ছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, এমনই অভিযোগ বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পরে এই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকেও সরব হন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি কেন্দ্রীয় এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখার আবেদন জানাব ৷’’
বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতার মেয়ো রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েই মমতা হিংসায় উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেন সুকান্ত ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত আরও দাবি করেছেন যে মমতা শুধু হিংসায় উস্কানিই দেননি, অন্য রাজ্য জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়ে আসলে দেশবিরোধী মন্তব্য করেছেন ৷
সাংবিধানিক পদে থেকে মমতা এটা করতে পারেন না বলে দাবি করেছেন সুকান্ত ৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে যথাযত পদক্ষেপ করার আবেদন করেছেন ৷
উল্লেখ্য, এ দিন মমতা দাবি করেছিলেন যে বাংলা জ্বললে অন্য রাজ্যগুলিও জ্বলবে ৷ সেই নিয়েই সরব হয়েছেন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে আবেদন করবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর যেন নজর রাখা হয় যে তিনি কোন কোন বিদেশী শক্তির সঙ্গে বৈঠক করছেন ।
এ দিনের সাংবাদিক বৈঠকে বিজেপির ডাকা বাংলা বনধের প্রসঙ্গও ওঠে ৷ সেই নিয়ে বালুরঘাটের সাংসদ জানান, প্রায় 210 জন নেতা-কর্মী-সমর্থক জখম হয়েছেন । তাঁর আরও দাবি, ‘‘বিজেপির ডাকা বনধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রচেষ্টা চালিয়েছেন । এই দেখেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন । তাই তাঁকে এবার ইস্তফা দিতেই হবে ।’’
অন্যদিকে মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাও ৷ এক্স হ্য়ান্ডেলে মমতার বক্তব্যের ভিডিয়ো দিয়ে তিনি লিখেছেন, ‘‘দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন ? আমাদের রক্তচক্ষু দেখাবেন না । আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না । বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না ।’’
दीदी, आपकी हिम्मत कैसे हुई असम को धमकाने की? हमें लाल आंखें मत दिखाइए। आपकी असफलता की राजनीति से भारत को जलाने की कोशिश भी मत कीजिए। आपको विभाजनकारी भाषा बोलना शोभा नहीं देता।
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 28, 2024
দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার… pic.twitter.com/k194lajS8s