কলকাতা, 11 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে এখন পুলিশ-প্রশাসনের হাতে বিচারব্যবস্থাও আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার ৷ বঙ্গ বিজেপির সভাপতি এই নিয়ে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় আক্রান্ত বিচারব্যবস্থা ৷
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এ দিন বেলা 12টা 42 মিনিটে এই নিয়ে প্রথম পোস্টটি করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে বিচার বিভাগও আক্রমণের মুখে ! ডায়মন্ড হারবারে একজন বিচারকের বাসভবনে আক্রমণের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ ৷’’
এর পর তিনি লেখেন যে মুখঢাকা দুষ্কৃতী ও একজন পুলিশ আধিকারিক এই ঘটনায় জড়িত ৷ ওই পোস্টে তিনটি ছবিও দিয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ সেখানে দু’টি চিঠি রয়েছে৷ একটি চিঠি দক্ষিণ 24 পরগনার জেলা বিচারকের তরফে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় চিঠিটি ডায়মন্ড হারবার থেকে পাঠানো হয় জেলা বিচারকের কাছে ৷
If the police, meant to protect, are now attacking the judiciary, it’s a clear sign that administration has failed completely. Has the failed CM lost control over her own police force? The judiciary will not be intimidated. This is the beginning of the end for her misrule!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 11, 2024
জেলা বিচারকের কাছে পাঠানো চিঠির বিষয়, ডায়মন্ড হারবারে কর্মরত জুডিসিয়াল আধিকারিকদের সুরক্ষা ও নিরাপত্তা ৷ সেখানেই মূল অভিযোগ লেখা হয়েছে ৷ দাবি করা হয়েছে যে গত রবিবার রাতে এক বিচারকের বাসভবনে হামলার চেষ্টা করা হয় ৷ সেখানেই এক পুলিশ আধিকারিকের নামও লেখা হয়েছে ৷ ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ চিঠিতে পুলিশ আধিকারিকের নাম কুমারেশ দাস লেখা হয়েছে ৷
এই নিয়ে আরও একটি পোস্টও করেন সুকান্ত ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সুরক্ষা দেওয়া পুলিশের কাজ ৷ তারা যদি এখন বিচার বিভাগের উপর আক্রমণ করে, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে । ব্যর্থ মুখ্যমন্ত্রী কি তাঁর নিজের পুলিশ বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ? বিচার বিভাগকে ভয় দেখানো যাবে না । এই তাঁর দুঃশাসনের শেষের শুরু !’’