ETV Bharat / politics

প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াইয়ে শ্রীরামপুরের কুর্সির যুদ্ধ জিতবে কে ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Srerampur Constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates: হুগলি ও হাওড়া জেলার একাংশ নিয়ে শ্রীরামপুর লোকসভা ৷ এই লোকসভার বৈশিষ্ট্য এখানকার ভোটার এবং এখানকার ইস্যুগুলি ৷ যেমন রয়েছে শিল্পাঞ্চল ও তার সমস্যা ৷ তেমনি রয়েছে সংখ্যালঘু ও অবাঙালি ভোট ৷ এই কেন্দ্রের লড়াইটা ত্রিমুখী হলেও, আইএসএফের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ৷ সেই জায়গা থেকে শ্রীরামপুর লোকসভার কুর্সি কার দখলে যাবে ? তার খোঁজ নিল ইটিভি ভারত ৷

Srerampur Constituency West Bengal
কুর্সি কার শ্রীরামপুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 2:01 PM IST

শ্রীরামপুর, 17 মে: তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা ৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ এই কেন্দ্রে ৷ এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ ৷ আর তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বোস ৷ যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাইও বটে ৷ আর কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ের তকমা নিয়ে প্রচারে নেমেছেন ৷ কিন্তু, শ্রীরামপুরের নানান ইস্যুকে কেন্দ্র করে, ভোট বাক্সে সাম্প্রদায়িক বিভাজন দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ এই পরিস্থিতিতে শ্রীরামপুর লোকসভার কুর্সি দখলের লড়াইয়ে কে, কতটা এগিয়ে বা পিছিয়ে ? তার খোঁজ নিল ইটিভি ভারত ৷

শ্রীরামপুরের কুর্সির যুদ্ধ জিতবে কে ? (ইটিভি ভারত)

শ্রীরামপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে দু’টি বিধানসভা হাওড়া জেলার মধ্যে ৷ একটি জগৎবল্লভপুর ও দ্বিতীয় ডোমজুড় ৷ এর বাইরে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া হুগলি জেলার মধ্যে অবস্থিত ৷ তবে, এখানেও রয়েছে জাতি ভিত্তিক ভোট ভাগের খেলা ৷ একদিকে চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়ার সংখ্যালঘু ভোট ৷ আরেকদিকে উত্তরপাড়ার রেল কলোনি-সহ বিস্তীর্ণ অঞ্চল ও শ্রীরামপুরের বেশ কিছু অবাঙালি ভোট ৷ যার অধিকাংশটাই তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ ৷

Srerampur Constituency
শ্রীরামপুর আসনের প্রার্থী (নিজস্ব চিত্র)

এর অন্যতম কারণ, জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফুরা শরীফ ৷ আর এখান থেকেই জন্ম নিয়েছে আইএসএফ ৷ পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে এখান থেকেই আইএসএফের জন্ম ৷ তাই আতুঁড়ঘর শ্রীরামপুর লোকসভায় আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক সংখ্যালঘু ভোটের অনেকটাই নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটবাক্সের ওজন খানিকটা হলেও কমবে ৷ সেখানে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস প্রার্থী হিসেবে বিশাল কিছু না হলেও, অবাঙালি হিন্দু ভোটের দাবিদারি তিনি পেশ করছেন ৷ ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমান কঠিন প্রতিদ্বন্দ্বী সেখানে কেউ না থাকলেও, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির যে অভিযোগ তৃণমূল করে আসছে ৷ তার প্রভাব ভোটবাক্সে খানিকটা হলেও পড়বে ৷

তবে, শ্রীরামপুরের ঘরের মেয়ে দীপ্সিতা অবশ্য সেই ভোট বিভাজনের রাজনীতি নয় ৷ তিনি ভোটের ময়দানে প্রচারে নেমেছেন মানুষের ইস্যুকে হাতিয়ার করে ৷ বাম প্রার্থী দীপ্সিতা ধরের বক্তব্য,"15 বছর অনেক সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শিল্পাঞ্চলের মানুষের জন্য কিছুই করেননি ৷ এতদিনের সাংসদ হিসেবে একটা বন্ধ জুট মিল খোলাতে পারেননি ৷ তিনি তো সাংসদ হিসেবে এই জুট মিলগুলি খোলাতে সংসদে প্রাইভেট বিল পেশ করতে পারতেন ৷ যা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে ৷ লোকসভার সাইটে গিয়ে দেখুন ৷ তিনি এমনটা করেছেন কিনা ! পাবেন না ৷"

Srerampur Constituency West Bengal
শ্রীরামপুর আসনে গত নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট (ইটিভি ভারত)

আর বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে নিয়ে দীপ্সিতার মন্তব্য, "বিজেপি প্রার্থী একটা ভোটে দাঁড়িয়ে ছিলেন ৷ হেরে যাওয়ার পর হারিয়ে গেলেন ৷ এর বাইরে তাঁর পরিচয় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাই ৷ এর বাইরে তাঁর রাজনৈতিক কী পরিচয় বা প্রোফাইল আছে ? যে তাঁকে নিয়ে আমায় ভাবতে হবে !"

যদিও, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের দাবি, সকলের অতীত থাকে ৷ সেই অতীত নিয়ে বর্তমান ৷ আর বর্তমানের উপর নির্ভর করেই ভবিষ্য়ৎ তৈরি হয় ৷ তাই অতীতকে তিনি অস্বীকার করছেন না ৷ কিন্তু, সেটাকে কাঁটাছেঁড়ে করে তিনি বর্তমানকে ক্ষতবিক্ষত করে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলতে চান না ৷ তিনি মূলত, মানুষের কাছে 'মোদির নামে' ভোট চাইছেন ৷ স্থানীয় ইস্যুকে তুলে ধরে মানুষের কাছে কোনও বক্তব্য তাঁকে রাখতে শোনা যায়নি ৷

আর সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেন একটু বেশিই আত্মবিশ্বাসী দেখাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে ৷ বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি বিশেষ কোনও মন্তব্যই করলেন না ৷ বরং তাঁর নিশানায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সিপিআইএমের জোটপ্রার্থী দীপ্সিতা ধর ৷ শ্রীরামপুর তথা বাংলার মেয়ে হলেও, বছরের অধিকাংশ সময় তিনি দিল্লিতে পড়ে থাকেন বলে কটাক্ষ করলেন কল্যাণ ৷ তাঁর মতে, বামেদের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে ৷ তাই নতুন প্রজন্মকে নিয়ে এলেও, কোনও লাভ হবে না ৷

আরও পড়ুন:

  1. একদা বাম-গড় আরামবাগের কুর্সি পেতে দুই ফুলের জোর লড়াই
  2. দুই ফুলের লড়াইয়ে কাস্তে-হাতুড়ি কি বদলে দেবে হাওড়ার সমীকরণ ?
  3. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'

শ্রীরামপুর, 17 মে: তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা ৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ এই কেন্দ্রে ৷ এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ ৷ আর তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বোস ৷ যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাইও বটে ৷ আর কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ের তকমা নিয়ে প্রচারে নেমেছেন ৷ কিন্তু, শ্রীরামপুরের নানান ইস্যুকে কেন্দ্র করে, ভোট বাক্সে সাম্প্রদায়িক বিভাজন দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ এই পরিস্থিতিতে শ্রীরামপুর লোকসভার কুর্সি দখলের লড়াইয়ে কে, কতটা এগিয়ে বা পিছিয়ে ? তার খোঁজ নিল ইটিভি ভারত ৷

শ্রীরামপুরের কুর্সির যুদ্ধ জিতবে কে ? (ইটিভি ভারত)

শ্রীরামপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে দু’টি বিধানসভা হাওড়া জেলার মধ্যে ৷ একটি জগৎবল্লভপুর ও দ্বিতীয় ডোমজুড় ৷ এর বাইরে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া হুগলি জেলার মধ্যে অবস্থিত ৷ তবে, এখানেও রয়েছে জাতি ভিত্তিক ভোট ভাগের খেলা ৷ একদিকে চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়ার সংখ্যালঘু ভোট ৷ আরেকদিকে উত্তরপাড়ার রেল কলোনি-সহ বিস্তীর্ণ অঞ্চল ও শ্রীরামপুরের বেশ কিছু অবাঙালি ভোট ৷ যার অধিকাংশটাই তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ ৷

Srerampur Constituency
শ্রীরামপুর আসনের প্রার্থী (নিজস্ব চিত্র)

এর অন্যতম কারণ, জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফুরা শরীফ ৷ আর এখান থেকেই জন্ম নিয়েছে আইএসএফ ৷ পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে এখান থেকেই আইএসএফের জন্ম ৷ তাই আতুঁড়ঘর শ্রীরামপুর লোকসভায় আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক সংখ্যালঘু ভোটের অনেকটাই নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটবাক্সের ওজন খানিকটা হলেও কমবে ৷ সেখানে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস প্রার্থী হিসেবে বিশাল কিছু না হলেও, অবাঙালি হিন্দু ভোটের দাবিদারি তিনি পেশ করছেন ৷ ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমান কঠিন প্রতিদ্বন্দ্বী সেখানে কেউ না থাকলেও, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির যে অভিযোগ তৃণমূল করে আসছে ৷ তার প্রভাব ভোটবাক্সে খানিকটা হলেও পড়বে ৷

তবে, শ্রীরামপুরের ঘরের মেয়ে দীপ্সিতা অবশ্য সেই ভোট বিভাজনের রাজনীতি নয় ৷ তিনি ভোটের ময়দানে প্রচারে নেমেছেন মানুষের ইস্যুকে হাতিয়ার করে ৷ বাম প্রার্থী দীপ্সিতা ধরের বক্তব্য,"15 বছর অনেক সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শিল্পাঞ্চলের মানুষের জন্য কিছুই করেননি ৷ এতদিনের সাংসদ হিসেবে একটা বন্ধ জুট মিল খোলাতে পারেননি ৷ তিনি তো সাংসদ হিসেবে এই জুট মিলগুলি খোলাতে সংসদে প্রাইভেট বিল পেশ করতে পারতেন ৷ যা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে ৷ লোকসভার সাইটে গিয়ে দেখুন ৷ তিনি এমনটা করেছেন কিনা ! পাবেন না ৷"

Srerampur Constituency West Bengal
শ্রীরামপুর আসনে গত নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট (ইটিভি ভারত)

আর বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে নিয়ে দীপ্সিতার মন্তব্য, "বিজেপি প্রার্থী একটা ভোটে দাঁড়িয়ে ছিলেন ৷ হেরে যাওয়ার পর হারিয়ে গেলেন ৷ এর বাইরে তাঁর পরিচয় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাই ৷ এর বাইরে তাঁর রাজনৈতিক কী পরিচয় বা প্রোফাইল আছে ? যে তাঁকে নিয়ে আমায় ভাবতে হবে !"

যদিও, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের দাবি, সকলের অতীত থাকে ৷ সেই অতীত নিয়ে বর্তমান ৷ আর বর্তমানের উপর নির্ভর করেই ভবিষ্য়ৎ তৈরি হয় ৷ তাই অতীতকে তিনি অস্বীকার করছেন না ৷ কিন্তু, সেটাকে কাঁটাছেঁড়ে করে তিনি বর্তমানকে ক্ষতবিক্ষত করে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলতে চান না ৷ তিনি মূলত, মানুষের কাছে 'মোদির নামে' ভোট চাইছেন ৷ স্থানীয় ইস্যুকে তুলে ধরে মানুষের কাছে কোনও বক্তব্য তাঁকে রাখতে শোনা যায়নি ৷

আর সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেন একটু বেশিই আত্মবিশ্বাসী দেখাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে ৷ বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি বিশেষ কোনও মন্তব্যই করলেন না ৷ বরং তাঁর নিশানায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সিপিআইএমের জোটপ্রার্থী দীপ্সিতা ধর ৷ শ্রীরামপুর তথা বাংলার মেয়ে হলেও, বছরের অধিকাংশ সময় তিনি দিল্লিতে পড়ে থাকেন বলে কটাক্ষ করলেন কল্যাণ ৷ তাঁর মতে, বামেদের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে ৷ তাই নতুন প্রজন্মকে নিয়ে এলেও, কোনও লাভ হবে না ৷

আরও পড়ুন:

  1. একদা বাম-গড় আরামবাগের কুর্সি পেতে দুই ফুলের জোর লড়াই
  2. দুই ফুলের লড়াইয়ে কাস্তে-হাতুড়ি কি বদলে দেবে হাওড়ার সমীকরণ ?
  3. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.