ETV Bharat / politics

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফায় হতাশ পরেশ-কন্যার চাকরি পাওয়া শিক্ষিকা - পরেশ কন্যার চাকরি পাওয়া শিক্ষিকা

Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফায় হতাশা প্রকাশ করলেন পরেশ অধিকারীর কন্যার চাকরি পাওয়া শিক্ষিকা অনামিকা রায় বিশ্বাস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 3:04 PM IST

শিলিগুড়ি, 4 মার্চ: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারব্যবস্থার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জয় পেয়েছিলেন শিলিগুড়ির মেয়ে অনামিকা রায় বিশ্বাস । তবে সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়ায় হতাশ অনামিকা ।

তাঁর কথায়, "বিচারব্যবস্থায় জাস্টিস গাঙ্গুলির মতো বিচারকের খুব প্রয়োজন রয়েছে । তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে এভাবে ইস্তফা দিয়ে ছেড়ে চলে যাওয়াটা তাঁর মতো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের জন্য খুবই হতাশাজনক ।"

প্রসঙ্গত, শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা অনামিকা রায় 2023 সালের সেপ্টেম্বর মাসে কাজে যোগ দেন । তিনি শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা । রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আইনি লড়াইয়ের জটিলতায় নিজের যোগ্য চাকরির প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি । সেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়ার পর দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন শিলিগুড়ির আরেক চাকরিপ্রার্থী ববিতা সরকার । ববিতা সরকারি চাকরি পেতেই পালটা সেই ক্রমিক নং ও চাকরির আসল দাবিদার হিসেবে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অনামিকা রায় । প্রায় এক বছর ধরে চলে শুনানি । শুনানির পর সেই চাকরি পান অনামিকা রায় । আর সেই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

অনামিকা রায় এ দিন বলেন, "তাঁর সিদ্ধান্তে খারাপ লেগেছে । তাঁর মতো মানুষের সমাজে অভাব রয়েছে । একসময় আমাদের মধ্যে হতাশা চলে এসেছিল । কিন্তু পরে তিনি সেই ধারণা ভুল প্রমাণ করেন তিনি । এইধরনের মানুষ যদি বিচারব্যবস্থায় থাকেন, তবে আমার মতো অনেক চাকরিপ্রার্থীরা ন্যায় পেতেন ।"

আরও পড়ুন:

  1. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
  2. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা, ভোটের মুখে দরজা খোলা রাখছে বঙ্গ সিপিএম
  3. সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার

শিলিগুড়ি, 4 মার্চ: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারব্যবস্থার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জয় পেয়েছিলেন শিলিগুড়ির মেয়ে অনামিকা রায় বিশ্বাস । তবে সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়ায় হতাশ অনামিকা ।

তাঁর কথায়, "বিচারব্যবস্থায় জাস্টিস গাঙ্গুলির মতো বিচারকের খুব প্রয়োজন রয়েছে । তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে এভাবে ইস্তফা দিয়ে ছেড়ে চলে যাওয়াটা তাঁর মতো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের জন্য খুবই হতাশাজনক ।"

প্রসঙ্গত, শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা অনামিকা রায় 2023 সালের সেপ্টেম্বর মাসে কাজে যোগ দেন । তিনি শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা । রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আইনি লড়াইয়ের জটিলতায় নিজের যোগ্য চাকরির প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি । সেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়ার পর দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন শিলিগুড়ির আরেক চাকরিপ্রার্থী ববিতা সরকার । ববিতা সরকারি চাকরি পেতেই পালটা সেই ক্রমিক নং ও চাকরির আসল দাবিদার হিসেবে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অনামিকা রায় । প্রায় এক বছর ধরে চলে শুনানি । শুনানির পর সেই চাকরি পান অনামিকা রায় । আর সেই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

অনামিকা রায় এ দিন বলেন, "তাঁর সিদ্ধান্তে খারাপ লেগেছে । তাঁর মতো মানুষের সমাজে অভাব রয়েছে । একসময় আমাদের মধ্যে হতাশা চলে এসেছিল । কিন্তু পরে তিনি সেই ধারণা ভুল প্রমাণ করেন তিনি । এইধরনের মানুষ যদি বিচারব্যবস্থায় থাকেন, তবে আমার মতো অনেক চাকরিপ্রার্থীরা ন্যায় পেতেন ।"

আরও পড়ুন:

  1. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
  2. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা, ভোটের মুখে দরজা খোলা রাখছে বঙ্গ সিপিএম
  3. সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.