ETV Bharat / politics

আনিশ-মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে পথে নামছে এসএফআই, ভাষা শহিদ দিবসে থাকছে চমক - Anish Khans Death Anniversary

Anish Khan's Death Anniversary: আগামী 18 ফেব্রুয়ারি আনিশ খানের মৃত্যুদিন ৷ তার পরের দিন 19 আনিশের মৃত্যুর সুবিচারের দাবিতে ফের পথে নামছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই ৷ আনিশের বাড়ি থেকে একটি মিছিলের ডাক দিয়েছে তারা ৷ উল্লেখ্য, 2022 সালের 18 ফেব্রুয়ারি রহস্যজন ভাবে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিশের ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 3:13 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: 18 ফেব্রুয়ারি আমতার ছাত্র নেতা আনিশ খানের রহস্যমৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তি ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন আনিশ খানের বাবা ৷ আনিশের মৃত্যুর ঘটনায় আজও অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘুরছে বলে অভিযোগ আনিশের পরিবারের ৷ তাঁর মৃত্যুর সুবিচারের দাবিতে এবার পথে নামছে এসএফআই ৷ আগামী 19 ফেব্রুয়ারি আনিশের মৃত্যুবার্ষিকীর পরেরদিন প্রয়াত ছাত্রনেতার আমতার বাড়ি থেকে সেই মিছিল বের করবে সিপিআইএমের ছাত্র সংগঠন ৷

আমতা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে সেই মিছিল ঘুরবে ৷ যেখানে উপস্থিত থাকবে এসএফআইয়ের রাজ্যের শীর্ষ নেতৃত্ব-সহ অন্যান্য ছাত্রনেতা ৷ আনিশের পরিবারের সদস্যরাও থাকতে পারেন সেই মিছিলে ৷ ওইদিন বিকেলে এসএফআই নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন আনিশের বাবা ৷ উল্লেখ্য, 2022 সালের 18 ফেব্রুয়ারি রাতে কয়েকজন উর্দিধারী আনিশের বাড়িতে হানা দিয়েছিল ৷ অভিযোগ উঠেছিল আনিশকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানো হয়েছিল ৷ তাঁর পরিবারের অভিযোগ ছিল, নির্মিয়মান বাড়ির দোতলা থেকে আনিশকে ধাক্কা মেরে নীচে ফেলে দিয়েছিল ওই পুলিশকর্মীরা ৷

যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি ৷ আমতার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সরানো হয়েছিল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ৷ দায়িত্ব দেওয়া হয় স্বাতী ভাগালিয়াকে ৷ সঙ্গে হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৷ এদিন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে সভাপতি প্রণয় কাজ্জি এবং সম্পাদক দেবঞ্জন দে জানান, 19 ফেব্রুয়ারি আনিশ খানের মৃত্যুর প্রতিবাদ ও সুবিচারের দাবিতে শহিদ দিবস পালন করা হবে ৷ রাজ্যের প্রতিটি ক্যাম্পাসে 'আনিশ হত্যার বিচার চাই' এই দাবিতে এসএফআইয়ের সদস্যরা পৌঁছবে বলে জানান তাঁরা ৷

এছাড়াও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস, সময়ের বদল ও অব্যবস্থার অভিযোগে সরব হবে এসএফআই ৷ তারা হুঁশিয়ারি দিয়েছে, উচ্চমাধ্যমিকের সময় সরকার যদি একই মনোভাব দেখায় ও তৎপর না-হয়, তা হলে এসএফআই ফের পথে নেমে সরকারকে পদক্ষেপ নেওয়াতে বাধ্য করবে ৷ এদিন ভারতের ছাত্র ফেডারেশনের তরফে আরও একটি চমক ছিল ৷ তা হল আঞ্চলিক ভাষায় এবার থেকে মিলবে সদস্য সংগ্রহেক ফোলিও বা ফান্ড কালেকশনের প্রেক্ষিতে দেওয়া তালিকা ৷ যেখানে তাদের দাবিদাওয়া লেখা থাকবে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষায় ৷ 21 ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবসের দিন মাতৃভাষায় লেখাপড়ার অধিকারকে সামনে রেখে এসএফআই বিভিন্ন হরফে লেখা ফলিও প্রকাশ করবে। ৷ অলচিকি, নেপালি, কুর্মালি, উর্দু-সহ একাধিক ভাষায় ফলিও প্রকাশ হবে সদস্য সংগ্রহের জন্য ৷

আরও পড়ুন:

  1. আনিশের বাবার হাতে যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ
  2. বাম মঞ্চে সলিল-স্মরণ, নাটকে-গানে এসএফআইয়ের রাজ্য সম্মেলন
  3. হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা

কলকাতা, 10 ফেব্রুয়ারি: 18 ফেব্রুয়ারি আমতার ছাত্র নেতা আনিশ খানের রহস্যমৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তি ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন আনিশ খানের বাবা ৷ আনিশের মৃত্যুর ঘটনায় আজও অভিযুক্তরা খোলা আকাশের নিচে ঘুরছে বলে অভিযোগ আনিশের পরিবারের ৷ তাঁর মৃত্যুর সুবিচারের দাবিতে এবার পথে নামছে এসএফআই ৷ আগামী 19 ফেব্রুয়ারি আনিশের মৃত্যুবার্ষিকীর পরেরদিন প্রয়াত ছাত্রনেতার আমতার বাড়ি থেকে সেই মিছিল বের করবে সিপিআইএমের ছাত্র সংগঠন ৷

আমতা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে সেই মিছিল ঘুরবে ৷ যেখানে উপস্থিত থাকবে এসএফআইয়ের রাজ্যের শীর্ষ নেতৃত্ব-সহ অন্যান্য ছাত্রনেতা ৷ আনিশের পরিবারের সদস্যরাও থাকতে পারেন সেই মিছিলে ৷ ওইদিন বিকেলে এসএফআই নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন আনিশের বাবা ৷ উল্লেখ্য, 2022 সালের 18 ফেব্রুয়ারি রাতে কয়েকজন উর্দিধারী আনিশের বাড়িতে হানা দিয়েছিল ৷ অভিযোগ উঠেছিল আনিশকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানো হয়েছিল ৷ তাঁর পরিবারের অভিযোগ ছিল, নির্মিয়মান বাড়ির দোতলা থেকে আনিশকে ধাক্কা মেরে নীচে ফেলে দিয়েছিল ওই পুলিশকর্মীরা ৷

যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি ৷ আমতার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সরানো হয়েছিল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ৷ দায়িত্ব দেওয়া হয় স্বাতী ভাগালিয়াকে ৷ সঙ্গে হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৷ এদিন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে সভাপতি প্রণয় কাজ্জি এবং সম্পাদক দেবঞ্জন দে জানান, 19 ফেব্রুয়ারি আনিশ খানের মৃত্যুর প্রতিবাদ ও সুবিচারের দাবিতে শহিদ দিবস পালন করা হবে ৷ রাজ্যের প্রতিটি ক্যাম্পাসে 'আনিশ হত্যার বিচার চাই' এই দাবিতে এসএফআইয়ের সদস্যরা পৌঁছবে বলে জানান তাঁরা ৷

এছাড়াও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস, সময়ের বদল ও অব্যবস্থার অভিযোগে সরব হবে এসএফআই ৷ তারা হুঁশিয়ারি দিয়েছে, উচ্চমাধ্যমিকের সময় সরকার যদি একই মনোভাব দেখায় ও তৎপর না-হয়, তা হলে এসএফআই ফের পথে নেমে সরকারকে পদক্ষেপ নেওয়াতে বাধ্য করবে ৷ এদিন ভারতের ছাত্র ফেডারেশনের তরফে আরও একটি চমক ছিল ৷ তা হল আঞ্চলিক ভাষায় এবার থেকে মিলবে সদস্য সংগ্রহেক ফোলিও বা ফান্ড কালেকশনের প্রেক্ষিতে দেওয়া তালিকা ৷ যেখানে তাদের দাবিদাওয়া লেখা থাকবে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষায় ৷ 21 ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবসের দিন মাতৃভাষায় লেখাপড়ার অধিকারকে সামনে রেখে এসএফআই বিভিন্ন হরফে লেখা ফলিও প্রকাশ করবে। ৷ অলচিকি, নেপালি, কুর্মালি, উর্দু-সহ একাধিক ভাষায় ফলিও প্রকাশ হবে সদস্য সংগ্রহের জন্য ৷

আরও পড়ুন:

  1. আনিশের বাবার হাতে যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ
  2. বাম মঞ্চে সলিল-স্মরণ, নাটকে-গানে এসএফআইয়ের রাজ্য সম্মেলন
  3. হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.