ETV Bharat / politics

দিল্লি-গুজরাত-হরিয়ানায় চূড়ান্ত আপ-কংগ্রেস আসন সমঝোতা, পঞ্জাবে মুখোমুখি লড়বে দুই দল - Congress

AAP-Congress Seat Sharing: আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত হল ৷ দিল্লিতে 4-3 ফর্মুলায় লড়বে তারা ৷ গুজরাত ও হরিয়ানায় আপকে কংগ্রেস যথাক্রমে দু’টি ও একটি আসন ছাড়ছে ৷ পঞ্জাবে অবশ্য় আসন সমঝোতা হচ্ছে না এই দুই দলের ৷

AAP-Congress Seat Sharing
AAP-Congress Seat Sharing
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 2:34 PM IST

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: জল্পনা চলছিল দিনকয়েক ধরে ৷ অবশেষে শনিবার আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়ে গেল ৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আপ ও কংগ্রেস একসঙ্গে লড়াই করবে দিল্লিতে, শনিবার নয়াদিল্লিকে দুই দলের তরফে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হল ৷

কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ তিনি জানান, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে আপ প্রার্থী দেবে ৷ আর বাকি তিনটিতে প্রার্থী দেবে কংগ্রেস ৷ শুক্রবার বিভিন্ন মহল থেকে আপ ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে এই আসন বণ্টনের কথাই শোনা যাচ্ছিল ৷ শনিবার দেখা গেল সেই ফর্মুলা মেনেই সমঝাতো হল অরবিন্দ কেজরিওয়াল ও রাহুল গান্ধির দলের ৷

তবে শুধু দিল্লি নয়, আরও দুই রাজ্যে আপ ও কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত করা হয়েছে বলে মুকুল ওয়াসনিক জানিয়েছেন ৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গুজরাতে আপকে কংগ্রেস দু’টি আসন ছাড়বে ৷ সেই আসন দু’টি হবে ভারুচ ও ভাবনগর ৷ বাকি 24টি আসনে কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ৷ আর হরিয়ানায় কংগ্রেস 9টি আসনে লড়াই করবে ৷ একটি আসন, কুরুক্ষেত্রে থেকে প্রার্থী দেবে আপ ৷

উল্লেখ্য, দিল্লি (মোট সাতটি), গুজরাত (মোট আসন 26টি) ও হরিনায়ায় (মোট আসন 10টি) 2019 সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা কোনও আসন পায়নি ৷ সব আসনে জয়ী হয় বিজেপি ৷ এখন দেখার কংগ্রেস ও আপের জোট সেই অঙ্কে কোনও পরিবর্তন করতে পারে কি না !

অন্যদিকে হরিয়ানা ও গুজরাতে বিজেপির সরকার ৷ কিন্তু দিল্লিতে আপের সরকার রয়েছে ৷ সেখানে আপ ও কংগ্রেস যুযুধান দুইপক্ষ ৷ একই পরিস্থিতি পঞ্জাবে ৷ দিল্লিতে আসন সমঝোতা হওয়ার পর পঞ্জাবেও কি দুইপক্ষ একজোট হয়ে লড়াই করবে ? এখন এই প্রশ্ন বড় হয়ে উঠেছে ৷ মুকুল ওয়াসনিক জানিয়েছেন, ওই রাজ্যে দুই দলের মধ্যে কোনও আসন সমঝোতা হচ্ছে না ৷ সেখানে আলাদাভাবে লড়াই করবে আপ ও কংগ্রেস ৷

রাজনৈতিক মহলের মতে, যে তিন রাজ্যে আপ ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হল, সেই তিন রাজ্যে বিজেপি শক্তিশালী ৷ পঞ্জাবে বিজেপির শক্তি খুবই কম ৷ সেই কারণে দিল্লি, হরিয়ানা ও গুজরাতে আপ-কংগ্রেস সমঝোতা হলেও পঞ্জাবে সেই পথে হাঁটলেন না কেজরিওয়াল-রাহুলরা ৷

আরও পড়ুন:

  1. সপার পর আপের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত কংগ্রেসের, কার ভাগ্যে কটি আসন?
  2. আসনরফা নিয়ে জট কাটল, লোকসভায় জোট বাঁধছে সপা-কংগ্রেস; জানালেন অখিলেশ
  3. 'রাহুলই আমাদের নেতা', পদ্ম-যোগের জল্পনার মাঝেই ন্যায় যাত্রার সমর্থনে বললেন কমলনাথ

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: জল্পনা চলছিল দিনকয়েক ধরে ৷ অবশেষে শনিবার আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়ে গেল ৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আপ ও কংগ্রেস একসঙ্গে লড়াই করবে দিল্লিতে, শনিবার নয়াদিল্লিকে দুই দলের তরফে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হল ৷

কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ তিনি জানান, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে আপ প্রার্থী দেবে ৷ আর বাকি তিনটিতে প্রার্থী দেবে কংগ্রেস ৷ শুক্রবার বিভিন্ন মহল থেকে আপ ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে এই আসন বণ্টনের কথাই শোনা যাচ্ছিল ৷ শনিবার দেখা গেল সেই ফর্মুলা মেনেই সমঝাতো হল অরবিন্দ কেজরিওয়াল ও রাহুল গান্ধির দলের ৷

তবে শুধু দিল্লি নয়, আরও দুই রাজ্যে আপ ও কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত করা হয়েছে বলে মুকুল ওয়াসনিক জানিয়েছেন ৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গুজরাতে আপকে কংগ্রেস দু’টি আসন ছাড়বে ৷ সেই আসন দু’টি হবে ভারুচ ও ভাবনগর ৷ বাকি 24টি আসনে কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ৷ আর হরিয়ানায় কংগ্রেস 9টি আসনে লড়াই করবে ৷ একটি আসন, কুরুক্ষেত্রে থেকে প্রার্থী দেবে আপ ৷

উল্লেখ্য, দিল্লি (মোট সাতটি), গুজরাত (মোট আসন 26টি) ও হরিনায়ায় (মোট আসন 10টি) 2019 সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা কোনও আসন পায়নি ৷ সব আসনে জয়ী হয় বিজেপি ৷ এখন দেখার কংগ্রেস ও আপের জোট সেই অঙ্কে কোনও পরিবর্তন করতে পারে কি না !

অন্যদিকে হরিয়ানা ও গুজরাতে বিজেপির সরকার ৷ কিন্তু দিল্লিতে আপের সরকার রয়েছে ৷ সেখানে আপ ও কংগ্রেস যুযুধান দুইপক্ষ ৷ একই পরিস্থিতি পঞ্জাবে ৷ দিল্লিতে আসন সমঝোতা হওয়ার পর পঞ্জাবেও কি দুইপক্ষ একজোট হয়ে লড়াই করবে ? এখন এই প্রশ্ন বড় হয়ে উঠেছে ৷ মুকুল ওয়াসনিক জানিয়েছেন, ওই রাজ্যে দুই দলের মধ্যে কোনও আসন সমঝোতা হচ্ছে না ৷ সেখানে আলাদাভাবে লড়াই করবে আপ ও কংগ্রেস ৷

রাজনৈতিক মহলের মতে, যে তিন রাজ্যে আপ ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হল, সেই তিন রাজ্যে বিজেপি শক্তিশালী ৷ পঞ্জাবে বিজেপির শক্তি খুবই কম ৷ সেই কারণে দিল্লি, হরিয়ানা ও গুজরাতে আপ-কংগ্রেস সমঝোতা হলেও পঞ্জাবে সেই পথে হাঁটলেন না কেজরিওয়াল-রাহুলরা ৷

আরও পড়ুন:

  1. সপার পর আপের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত কংগ্রেসের, কার ভাগ্যে কটি আসন?
  2. আসনরফা নিয়ে জট কাটল, লোকসভায় জোট বাঁধছে সপা-কংগ্রেস; জানালেন অখিলেশ
  3. 'রাহুলই আমাদের নেতা', পদ্ম-যোগের জল্পনার মাঝেই ন্যায় যাত্রার সমর্থনে বললেন কমলনাথ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.