কলকাতা, 8 মার্চ: সন্দেশখালি এই মুহূর্তে রাজনৈতিক আলোচনার শীর্ষে। যে সন্দেশখালিকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে ৷ সেই সন্দেশখালি মহিলাদের বৃহস্পতিবার নারী দিবসের মঞ্চে হাজির করাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এদিন তৃণমূলের সেই মঞ্চ থেকেই সন্দেশখালির মহিলারা জানিয়ে দিলেন, সন্দেশখালিতে সমস্যা ছিল তবে, পুলিশ এবং প্রশাসনের উদ্যোগেই সেই সমস্যা ধীরে ধীরে মিটছে।
প্রসঙ্গত, এদিন মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা-মেলাতে দেখা যায় সন্দেশখালির প্রায় 50 জন মহিলাকে। তাঁদের মধ্যে পাঁচ জনকে মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় মঞ্চেও জায়গা করে দেওয়া হয় ৷ এদের মধ্যে থেকে এদিন বক্তব্য রাখেন সাবিত্রী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই তিনি বলেন, "সন্দেশখালিতে আমাদের যে সমস্যাগুলি হয়েছিল, সেগুলি আপাতত সব সমাধান হয়ে গিয়েছে। দিদি দ্রুত কাজ করেছেন ৷ জমির যে সমস্যা ছিল বিএলআরও নিজে বাড়ি গিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের সেগুলি আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।"
মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, "সন্দেশখালিতে যে আন্দোলন হয়েছিল সেগুলি আসলে ওই জমি জায়গার সমস্যার জন্যই। জমি জায়গা নিয়ে যাদের অসুবিধা ছিল তাদের বেশিরভাগই নিজেদের জমি ফেরত পেয়েছে। অল্প কয়েকজনের অসুবিধা রয়েছে সেগুলিও দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। মোটের উপর সরকার বা প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে আমরা খুশি।"
তাঁর কথায়, "দিদি এত দ্রুত এবং কড়া ব্যবস্থা নিয়েছেন, তাতে আমরা সুস্থ আছি, ভালো আছি। দিদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।" প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস বারবারই জানিয়েছে, সেখানে যাবতীয় ক্ষোভ বেশিরভাগটাই জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। সরকার উদ্যোগ নিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছে বলেও জানিয়েছিল তৃণমূল।
এদিন সাবিত্রী সরকারের গলাতেও সেই একই কথার পুনরাবৃত্তি হয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের মহিলা সংগঠন ওই এলাকায় পড়ে থেকে মানুষের আস্থা ফেরানোর জন্য চেষ্টা করছিল ৷ এই দিন মিছিলে সন্দেশখালির মহিলাদের উপস্থিতি এবং মঞ্চে সাবিত্রী সরকারের বক্তব্য তারই ফল বলে মনে করেছে রাজনৈতিকমহল ৷
আরও পড়ুন
'পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে', মোদিকে নতুন নাম দিলেন মমতা!
ইডি বাড়িতে এলেই দল ছাড়ার হিড়িক! নাম না-করে তাপসকে খোঁচা মমতার