ETV Bharat / politics

লোকসভা ভোটের ফলেই স্পষ্ট মানুষ বিজেপি-এনডিএর বিপক্ষে, দাবি সচিন পাইলটের - Sachin Pilot - SACHIN PILOT

Sachin Pilot: রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের দাবি, মানুষ যে বিজেপি ও এনডিএ-র বিপক্ষে রয়েছে, তা লোকসভা নির্বাচনের ফলেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তাঁর আরও দাবি, ভারতীয় ভোটাররা এবার কংগ্রেসের উপর আস্থা রেখেছেন ৷ তাই কংগ্রেসের আসন সংখ্যা দ্বিগুন হয়েছে ৷

Sachin Pilot
সচিন পাইলট (সংবাদসংস্থা)
author img

By ANI

Published : Jun 7, 2024, 7:50 PM IST

জয়পুর, 7 জুন: এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা বিজেপি ও এনডিএ-কে প্রত্যাখান করেছেন ৷ ভোটের ফলে সেই বিষয়টিই স্পষ্ট হয়েছে ৷ এমনটাই মনে করেন কংগ্রেস নেতা সচিন পাইলট ৷ তিনি বলেন, "মানুষ বিজেপির 'মন্দির-মসজিদ', হিন্দু-মুসলিম এবং 'মঙ্গলসূত্র' প্রচারকে গ্রহণ করেনি । কেন্দ্রীয় সরকার একটি মনোভাব গ্রহণ করেছে, বিশেষ করে বিরোধীদের বিরুদ্ধে, যেমন তাদের টার্গেট করা, নির্বাচিত মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো এবং ইডি-সিবিআই-এর মতো সংস্থার অপব্যবহার করা । এই সমস্ত কাজকে জনগণ প্রত্যাখ্যান করেছে ।’’

বদলে কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে মানুষ ৷ কংগ্রেসের ইস্তাহার ও প্রচারকে গ্রহণ করছেন বলেও রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর দাবি ৷ তাঁর মতে, সেই কারণেই কংগ্রেসের সাংসদ সংখ্যা 2019 সালের তুলনায় দ্বিগুন হয়েছে ৷ তিনি বলেন, ‘‘লখনউ, জয়পুর, হরিয়ানায় ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে । কংগ্রেসের কর্মী, নেতা ও প্রার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ ।’’

সচিন পাইলটের দাবি, 303 আসন হাতে নিয়ে বিজেপি ভোটের ময়দানে নেমেছিল ৷ 370 আসন জিততে চেয়েছিল ৷ কিন্তু গতবারের চেয়ে কম আসন পেয়ে 240-এই শেষ করতে হয়েছে নরেন্দ্র মোদির দলকে ৷ মানুষের রায় এবার কোনও একটি দলের দিকে নেই ৷ বরং জোট সরকারই তৈরি হোক, এটা ভারতের ভোটাররা চান ৷

রাজস্থানে বিজেপি 25টির মধ্যে 14টি আসনে জিতেছে ৷ কংগ্রেস জিতেছে আটটি আসনে ৷ সিপিএম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল ও ভারত আদিবাসী পার্টি জিতেছে একটি করে আসনে ৷ 2019 সালে বিজেপি 24টি আসনে জিতেছিল ৷ কংগ্রেস কোনও আসনে জিততে পারেনি ৷

অন্যদিকে সারা দেশের হিসেবে বিজেপি 240টি পেয়েছি ৷ আর শরিক দলগুলিকে নিয়ে এনডিএ-র আসন সংখ্যা 292 ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জোট সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস এবার 99টি আসনে জিতেছে ৷

জয়পুর, 7 জুন: এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা বিজেপি ও এনডিএ-কে প্রত্যাখান করেছেন ৷ ভোটের ফলে সেই বিষয়টিই স্পষ্ট হয়েছে ৷ এমনটাই মনে করেন কংগ্রেস নেতা সচিন পাইলট ৷ তিনি বলেন, "মানুষ বিজেপির 'মন্দির-মসজিদ', হিন্দু-মুসলিম এবং 'মঙ্গলসূত্র' প্রচারকে গ্রহণ করেনি । কেন্দ্রীয় সরকার একটি মনোভাব গ্রহণ করেছে, বিশেষ করে বিরোধীদের বিরুদ্ধে, যেমন তাদের টার্গেট করা, নির্বাচিত মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো এবং ইডি-সিবিআই-এর মতো সংস্থার অপব্যবহার করা । এই সমস্ত কাজকে জনগণ প্রত্যাখ্যান করেছে ।’’

বদলে কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে মানুষ ৷ কংগ্রেসের ইস্তাহার ও প্রচারকে গ্রহণ করছেন বলেও রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর দাবি ৷ তাঁর মতে, সেই কারণেই কংগ্রেসের সাংসদ সংখ্যা 2019 সালের তুলনায় দ্বিগুন হয়েছে ৷ তিনি বলেন, ‘‘লখনউ, জয়পুর, হরিয়ানায় ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে । কংগ্রেসের কর্মী, নেতা ও প্রার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ ।’’

সচিন পাইলটের দাবি, 303 আসন হাতে নিয়ে বিজেপি ভোটের ময়দানে নেমেছিল ৷ 370 আসন জিততে চেয়েছিল ৷ কিন্তু গতবারের চেয়ে কম আসন পেয়ে 240-এই শেষ করতে হয়েছে নরেন্দ্র মোদির দলকে ৷ মানুষের রায় এবার কোনও একটি দলের দিকে নেই ৷ বরং জোট সরকারই তৈরি হোক, এটা ভারতের ভোটাররা চান ৷

রাজস্থানে বিজেপি 25টির মধ্যে 14টি আসনে জিতেছে ৷ কংগ্রেস জিতেছে আটটি আসনে ৷ সিপিএম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল ও ভারত আদিবাসী পার্টি জিতেছে একটি করে আসনে ৷ 2019 সালে বিজেপি 24টি আসনে জিতেছিল ৷ কংগ্রেস কোনও আসনে জিততে পারেনি ৷

অন্যদিকে সারা দেশের হিসেবে বিজেপি 240টি পেয়েছি ৷ আর শরিক দলগুলিকে নিয়ে এনডিএ-র আসন সংখ্যা 292 ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জোট সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস এবার 99টি আসনে জিতেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.