ETV Bharat / politics

10 বছরে 5 হাজার 580 কোটির কাজ ডায়মন্ডহারবার লোকসভায়, দাবি অভিষেকের - Charial Bridge Inauguration

Abhishek Banerjee Inaugurates Charial Bridge: আজ বজবজ বিধানসভার চড়িয়াল সেতুর দ্বিতীয় ফ্ল্যাঙ্কের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তাঁর 10 বছরের সাংসদ পদে থাকাকালীন কত টাকা কাজ করেছেন, তার খতিয়ান তুলে ধরলেন অভিষেক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:05 PM IST

বজবজ, 19 ফেব্রুয়ারি: তিন বছরে শেষ হল বজবজ চড়িয়াল বাজারে খালের উপর সেতু তৈরির কাজ ৷ আর আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেতুর দ্বিতীয়ভাগটির উদ্বোধন করলেন ৷ সেখানেই দশবছর সাংসদ হিসেবে কী কী কাজ করেছেন ও তার জন্য কতখরচ করেছেন সেই হিসেবে তুলে ধরলেন অভিষেক ৷ তাও আবার প্রতি ঘণ্টার হিসেবে ৷ জানালেন 10 বছরে প্রতি ঘণ্টায় 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৷ মোট 5 হাজার 580 কোটি টাকার কাজ হয়েছে তাঁর লোকসভায় ৷

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভার বজবজ বিধানসভার চড়িয়াল মোড় ৷ এলাকার সবচেয়ে বেশি যানজট এই চড়িয়াল মোড়েই হয় ৷ কারণ অভিযোগ ছিল, রাস্তার দুই ধার জুড়ে সকাল-বিকেল দু’বেলা বসে বাজার ৷ ফলে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করত কচ্ছপের গতিতে ৷ আর পথ দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা ৷ তিনবছর আগে তাই চড়িয়াল খালের উপর থাকা জরাজীর্ণ ও সংকীর্ণ সেতুটি ভেঙে সংস্কারের প্রস্তাব পাশ হয়েছিল ৷ যার শিলান্যাস করেছিলেন স্বয়ং অভিষেক ৷ প্রথমধাপে 2 বছরে পুরনো সেতুটিকে সংস্কার ও চওড়া করে সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় ৷

এর পর দ্বিতীয় ধাপে গত একবছরে সেতুর দ্বিতীয় ফ্ল্যাঙ্কটি তৈরি করা হয়েছে ৷ আজ তারই উদ্বোধন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ তাঁর সাংসদ তহবিলের টাকায় এই সেতু তৈরি করিয়েছেন অভিষেক ৷ সেখানেই অভিষেক বলেন, "এটাই ডায়মন্ডহারবার মডেল ৷ যেখানে মানুষকে দেওয়া কথা সময়ের মধ্যে পূরণ করা হয় ৷" এ প্রসঙ্গে বলতে গিয়েই কেন্দ্রীয় বঞ্চনার কথা টেনে আনেন অভিষেক ৷ সেই সূত্রেই তাঁর 10 বছরের সাংসদ হিসেবে কত টাকা এই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তা তুলে ধরেন অভিষেক ৷

ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, "বাংলার মানুষ একটা দলকে রাজ্যে ক্ষমতায় আনেনি বলে তাদের প্রাপ্য আটকে দিচ্ছে ৷ কেন এই বিভেদ ? কিন্তু, বাংলার মানুষ জলে পড়ে নেই ৷ মোদি সরকার 11 লক্ষ 36 হাজার মানুষকে তাঁদের ন্যায্য বাড়ির টাকা দিচ্ছে না ৷ এই নরেন্দ্র মোদি 2019-এ বলেছিলেন 2022 সালের মধ্য দেশের প্রত্যেক গরিবের মাথায় পাকা ছাদ তৈরি করে দেবেন ৷ তা পূরণ তো হয়নি, বরং মানুষের হকের টাকা আটকে রেখেছেন ৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ডায়মন্ডহারবারের উন্নয়ন আটকে রাখতে পারেনি ৷"

অভিষেক বলেন, "গত 10 বছরে ডায়মন্ডহারবার লোকসভায় 5 হাজার 580 কোটি টাকার কাজ হয়েছে ৷ যেখানে সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, কারিগরি বিভাগ-সহ বিভিন্ন ক্ষেত্রের বরাদ্দ থেকে এই টাকা খরচ করা হয়েছে ৷ অর্থাৎ, প্রতিবছরে 558 কোটি টাকা ও প্রতি ঘণ্টা 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে ডায়মন্ডহারবার লোকসভায় ৷"

আরও পড়ুন:

  1. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. 'শাহজাহানকে গ্রেফতার করলেই আতঙ্কের অবসান', সন্দেশখালি থেকে বললেন রেখা শর্মা
  3. সংসদের স্বাধিকার রক্ষা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের, সুকান্তর বেলায় সক্রিয় কেন ?

বজবজ, 19 ফেব্রুয়ারি: তিন বছরে শেষ হল বজবজ চড়িয়াল বাজারে খালের উপর সেতু তৈরির কাজ ৷ আর আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেতুর দ্বিতীয়ভাগটির উদ্বোধন করলেন ৷ সেখানেই দশবছর সাংসদ হিসেবে কী কী কাজ করেছেন ও তার জন্য কতখরচ করেছেন সেই হিসেবে তুলে ধরলেন অভিষেক ৷ তাও আবার প্রতি ঘণ্টার হিসেবে ৷ জানালেন 10 বছরে প্রতি ঘণ্টায় 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৷ মোট 5 হাজার 580 কোটি টাকার কাজ হয়েছে তাঁর লোকসভায় ৷

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভার বজবজ বিধানসভার চড়িয়াল মোড় ৷ এলাকার সবচেয়ে বেশি যানজট এই চড়িয়াল মোড়েই হয় ৷ কারণ অভিযোগ ছিল, রাস্তার দুই ধার জুড়ে সকাল-বিকেল দু’বেলা বসে বাজার ৷ ফলে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করত কচ্ছপের গতিতে ৷ আর পথ দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা ৷ তিনবছর আগে তাই চড়িয়াল খালের উপর থাকা জরাজীর্ণ ও সংকীর্ণ সেতুটি ভেঙে সংস্কারের প্রস্তাব পাশ হয়েছিল ৷ যার শিলান্যাস করেছিলেন স্বয়ং অভিষেক ৷ প্রথমধাপে 2 বছরে পুরনো সেতুটিকে সংস্কার ও চওড়া করে সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় ৷

এর পর দ্বিতীয় ধাপে গত একবছরে সেতুর দ্বিতীয় ফ্ল্যাঙ্কটি তৈরি করা হয়েছে ৷ আজ তারই উদ্বোধন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ তাঁর সাংসদ তহবিলের টাকায় এই সেতু তৈরি করিয়েছেন অভিষেক ৷ সেখানেই অভিষেক বলেন, "এটাই ডায়মন্ডহারবার মডেল ৷ যেখানে মানুষকে দেওয়া কথা সময়ের মধ্যে পূরণ করা হয় ৷" এ প্রসঙ্গে বলতে গিয়েই কেন্দ্রীয় বঞ্চনার কথা টেনে আনেন অভিষেক ৷ সেই সূত্রেই তাঁর 10 বছরের সাংসদ হিসেবে কত টাকা এই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তা তুলে ধরেন অভিষেক ৷

ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, "বাংলার মানুষ একটা দলকে রাজ্যে ক্ষমতায় আনেনি বলে তাদের প্রাপ্য আটকে দিচ্ছে ৷ কেন এই বিভেদ ? কিন্তু, বাংলার মানুষ জলে পড়ে নেই ৷ মোদি সরকার 11 লক্ষ 36 হাজার মানুষকে তাঁদের ন্যায্য বাড়ির টাকা দিচ্ছে না ৷ এই নরেন্দ্র মোদি 2019-এ বলেছিলেন 2022 সালের মধ্য দেশের প্রত্যেক গরিবের মাথায় পাকা ছাদ তৈরি করে দেবেন ৷ তা পূরণ তো হয়নি, বরং মানুষের হকের টাকা আটকে রেখেছেন ৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ডায়মন্ডহারবারের উন্নয়ন আটকে রাখতে পারেনি ৷"

অভিষেক বলেন, "গত 10 বছরে ডায়মন্ডহারবার লোকসভায় 5 হাজার 580 কোটি টাকার কাজ হয়েছে ৷ যেখানে সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, কারিগরি বিভাগ-সহ বিভিন্ন ক্ষেত্রের বরাদ্দ থেকে এই টাকা খরচ করা হয়েছে ৷ অর্থাৎ, প্রতিবছরে 558 কোটি টাকা ও প্রতি ঘণ্টা 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে ডায়মন্ডহারবার লোকসভায় ৷"

আরও পড়ুন:

  1. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. 'শাহজাহানকে গ্রেফতার করলেই আতঙ্কের অবসান', সন্দেশখালি থেকে বললেন রেখা শর্মা
  3. সংসদের স্বাধিকার রক্ষা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের, সুকান্তর বেলায় সক্রিয় কেন ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.