ETV Bharat / politics

নির্বাচনের টিকিট না-পেয়ে ক্ষোভ, তবু তৃণমূলেই থাকছেন শান্তনু - santanu sen espressed grivance

TMC MP Santanu Sen Reactions: টিকিট না পেয়ে এবার মুখ খুললেন শান্তনু সেন ৷ তবে ক্ষোভ থাকলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত বলেই জানালেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 9:29 PM IST

শান্তনু সেনের বক্তব্য

কলকাতা, 13 মার্চ: "ভালো কাজ করলে আবার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটা অন্যায় নয় ।" টিকিট না-পেয়ে এভাবেই মুখ খুললেন তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন । সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, হুমায়ুন কবির, বাবুন বন্দ্যোপাধ্যায়ের পর লোকসভায় টিকিট না পাওয়ায় চাপা কষ্টের বহিঃপ্রকাশ করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের অন্যতম এই মুখপাত্র ।

ব্রিগেড মাঠে জনগর্জন সভামঞ্চেই ছিলেন সাংসদ অর্জুন সিং । তবে প্রার্থী তালিকায় নাম না-থাকায় ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, তৃণমূলে আসা ভুল হয়েছিল । পরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি ভোট দাঁড়াবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন । টিকিট না পেয়ে একই বিদ্রোহের সুর সোনা গিয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । তিনি বলেছিলেন, "হেরে যাওয়ার পরেও লাগাতার কাজ করে গিয়েছি ।" টিকিট না পেয়ে একরাশ হতাশা প্রকাশ করেন । সর্বশেষ আজ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করেন ।

এই প্রসঙ্গেই এবার টিকিট না পাওয়ায় চেপে রাখা কষ্টের বহিঃপ্রকাশ করে দিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র, সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন । এদিন তিনি বলেন, "আমাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল । দলের জন্য প্রাণপাত করেছি । বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি । সুতরাং ভালোভাবে কাজ করে ভেবেছিলাম যে ফের রাজ্যসভায় টিকিট পাব । সেটা দল কোনও কারণে করতে পারেনি । লোকসভাতেও আশা করেছিলাম পাব । পাইনি বলে কষ্ট হয়েছে । কিন্তু আমি তৃণমূল প্রথম দিন থেকে করি । এই তৃণমূল কংগ্রেসের জন্য 2001 সালে পোলিং এজেন্ট হয়ে সিপিএমের হাতে মার পর্যন্ত খেয়েছি । মনে কষ্ট থাকবে। আশা করে আশাহত হলে কষ্ট হবেই । ভালো কাজ করে সুযোগ পাওয়া দাবি অন্যায় নয় ।" যদিও এসব বলার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের পাশেই থাকার কথা জানান তিনি ।

আরও পড়ুন :

  1. নিশীথ প্রামাণিককে না-হারানো পর্যন্ত মাছ খাবেন না, প্রতিজ্ঞা রবীন্দ্রনাথ ঘোষের
  2. 'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা
  3. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি

শান্তনু সেনের বক্তব্য

কলকাতা, 13 মার্চ: "ভালো কাজ করলে আবার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটা অন্যায় নয় ।" টিকিট না-পেয়ে এভাবেই মুখ খুললেন তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন । সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, হুমায়ুন কবির, বাবুন বন্দ্যোপাধ্যায়ের পর লোকসভায় টিকিট না পাওয়ায় চাপা কষ্টের বহিঃপ্রকাশ করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের অন্যতম এই মুখপাত্র ।

ব্রিগেড মাঠে জনগর্জন সভামঞ্চেই ছিলেন সাংসদ অর্জুন সিং । তবে প্রার্থী তালিকায় নাম না-থাকায় ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, তৃণমূলে আসা ভুল হয়েছিল । পরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি ভোট দাঁড়াবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন । টিকিট না পেয়ে একই বিদ্রোহের সুর সোনা গিয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । তিনি বলেছিলেন, "হেরে যাওয়ার পরেও লাগাতার কাজ করে গিয়েছি ।" টিকিট না পেয়ে একরাশ হতাশা প্রকাশ করেন । সর্বশেষ আজ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করেন ।

এই প্রসঙ্গেই এবার টিকিট না পাওয়ায় চেপে রাখা কষ্টের বহিঃপ্রকাশ করে দিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র, সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন । এদিন তিনি বলেন, "আমাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল । দলের জন্য প্রাণপাত করেছি । বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি । সুতরাং ভালোভাবে কাজ করে ভেবেছিলাম যে ফের রাজ্যসভায় টিকিট পাব । সেটা দল কোনও কারণে করতে পারেনি । লোকসভাতেও আশা করেছিলাম পাব । পাইনি বলে কষ্ট হয়েছে । কিন্তু আমি তৃণমূল প্রথম দিন থেকে করি । এই তৃণমূল কংগ্রেসের জন্য 2001 সালে পোলিং এজেন্ট হয়ে সিপিএমের হাতে মার পর্যন্ত খেয়েছি । মনে কষ্ট থাকবে। আশা করে আশাহত হলে কষ্ট হবেই । ভালো কাজ করে সুযোগ পাওয়া দাবি অন্যায় নয় ।" যদিও এসব বলার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের পাশেই থাকার কথা জানান তিনি ।

আরও পড়ুন :

  1. নিশীথ প্রামাণিককে না-হারানো পর্যন্ত মাছ খাবেন না, প্রতিজ্ঞা রবীন্দ্রনাথ ঘোষের
  2. 'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা
  3. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.