ETV Bharat / politics

‘ঠান্ডা মাথার ছেলে’ সোহম মীমাংসা করে নেবেন, আশা ফিরহাদের; সমালোচনা বিরোধীদের - Soham Chakraborty

Soham Chakraborty: শুটিংয়ের এক হোটেল মালিককে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী মারধর করেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা ৷ তবে ফিরহাদ হাকিমের মতে, সোহম সমস্যার সমাধান করে নেবেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 8:12 PM IST

Updated : Jun 8, 2024, 8:59 PM IST

Soham Chakraborty
সোহম চক্রবর্তী (ইটিভি ভারত)

কলকাতা, 8 জানুয়ারি: অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ আশা করি হোটেল মালিকের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন ।’’

তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা ঠিক কী হয়েছে আমি জানি না । তবে আপনারা যা বলছেন, তেমনটা হলে অন্যায় করেছে । সোহম কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে । আশা করছি যাঁর সঙ্গে গন্ডগোল হয়েছে, আলোচনা করে মীমাংসা হয়ে যাবে । ও সচরাচর মাথা গরম করে না ৷ তবে কোনও কারণে হয়তো হিট অফ দা মোমেন্ট হয়ে গিয়েছে ।’’

এই নিয়ে সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, ‘‘নিন্দা করছি । একজন অভিনেতা শুটিং করছেন, হোটেল মালিক কর্মীদের চড় মারবেন কেন ? কারও কথা পছন্দ না হতেই পারে ৷ কিন্তু তার জন্য এখনও দেশে আইনকানুন আছে । মারবেন কেন? সব জায়গার মতো এখানেও হোটেল মালিককে ভয় দেখাচ্ছে । এই ধরনের আচরণ করা উচিত নয় । আমি চাই ওর বিরুদ্ধে তদন্ত হোক । পুলিশ তো সিসিটিভি ফুটেজ দেখছে । সেটার ভিত্তিতে সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন ।’’

কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী বলেন, ‘‘আমি অবাক হচ্ছি না । তৃণমূল কংগ্রেসে নেতা হোক বা জনপ্রতিনিধি, তাঁরা ধরে নিয়েছেন রাজ্য়টা তাঁদের জমিদারি । তৃণমূল রাজনৈতিক দল নয়, একটা গ্যাং । বাংলায় চাকরি নেই, ব্যবসা নেই । তারমধ্যে যাঁরা ব্যবসা করছেন, তাদের অত্যাচার করা হবে, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি ।’’

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘তৃণমূল যে যাবে, সেই গুন্ডা হবে । এই পার্টির গুন্ডা লগ্নে জন্ম । আইন হাতে তুলে নেওয়ার কোনও অধিকার কারও নেই । উনি যে কারণে মারপিট করেছেন, সেটা কোনও কারণ নয় । অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত । পুলিশ স্তাবকে পরিণত হয়েছে তৃণমূলের ।’’

কলকাতা, 8 জানুয়ারি: অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ আশা করি হোটেল মালিকের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন ।’’

তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা ঠিক কী হয়েছে আমি জানি না । তবে আপনারা যা বলছেন, তেমনটা হলে অন্যায় করেছে । সোহম কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে । আশা করছি যাঁর সঙ্গে গন্ডগোল হয়েছে, আলোচনা করে মীমাংসা হয়ে যাবে । ও সচরাচর মাথা গরম করে না ৷ তবে কোনও কারণে হয়তো হিট অফ দা মোমেন্ট হয়ে গিয়েছে ।’’

এই নিয়ে সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, ‘‘নিন্দা করছি । একজন অভিনেতা শুটিং করছেন, হোটেল মালিক কর্মীদের চড় মারবেন কেন ? কারও কথা পছন্দ না হতেই পারে ৷ কিন্তু তার জন্য এখনও দেশে আইনকানুন আছে । মারবেন কেন? সব জায়গার মতো এখানেও হোটেল মালিককে ভয় দেখাচ্ছে । এই ধরনের আচরণ করা উচিত নয় । আমি চাই ওর বিরুদ্ধে তদন্ত হোক । পুলিশ তো সিসিটিভি ফুটেজ দেখছে । সেটার ভিত্তিতে সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন ।’’

কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী বলেন, ‘‘আমি অবাক হচ্ছি না । তৃণমূল কংগ্রেসে নেতা হোক বা জনপ্রতিনিধি, তাঁরা ধরে নিয়েছেন রাজ্য়টা তাঁদের জমিদারি । তৃণমূল রাজনৈতিক দল নয়, একটা গ্যাং । বাংলায় চাকরি নেই, ব্যবসা নেই । তারমধ্যে যাঁরা ব্যবসা করছেন, তাদের অত্যাচার করা হবে, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি ।’’

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘তৃণমূল যে যাবে, সেই গুন্ডা হবে । এই পার্টির গুন্ডা লগ্নে জন্ম । আইন হাতে তুলে নেওয়ার কোনও অধিকার কারও নেই । উনি যে কারণে মারপিট করেছেন, সেটা কোনও কারণ নয় । অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত । পুলিশ স্তাবকে পরিণত হয়েছে তৃণমূলের ।’’

Last Updated : Jun 8, 2024, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.