ETV Bharat / politics

সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন' - Lok Sabha Elections

Rachna Banerjee on Locket Chatterjee: ভোটের লড়াইয়ে একসময়ের সহকর্মী অভিনেত্রীদ্বয় আজ পরস্পরের প্রতিপক্ষ ৷ প্রচারে নেমে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের 5 বছরের কাজের খতিয়ান চাইলেন ৷

ETV Bharat
প্রচারে এসে লকেটকে কটাক্ষ রচনার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 7:12 PM IST

Updated : Mar 19, 2024, 7:50 PM IST

চন্দননগরে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

চন্দননগর, 19 মার্চ: প্রচারের শুরুতেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর সাংসদ থাকাকালীন কাজ নিয়ে প্রশ্ন তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বিগত 5 বছরে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কী কাজ করেছেন তার খতিয়ান দেখাতে বললেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী ৷ যদিও সাংসদ লকেটের পালটা দাবি, "উনি কিছু জানেন না । এই এলাকায় নতুন তো ৷ আমি 17 কোটি 65 লক্ষ টাকার কাজ করেছি ৷ মানুষ জানেন ।"

মঙ্গলবার চন্দননগরের বোরাইচণ্ডীতলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । পরে সেখান থেকে হেঁটে মোল্লা হাজিবাগান মসজিদে গিয়ে চাদর চড়ান । অভিনেত্রীকে একবার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দু-পাশে । পরে সেখান থেকে বেরিয়ে তিনি স্ফুলিঙ্গ ক্লাবে গিয়ে জনসংযোগ করেন । সেখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র ও বিধায়ক ইন্দ্রনীল সেন-সহ জেলা নেতৃত্বরা ।

মঙ্গলবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে রচনা বলেন, "হুগলি লোকসভায় কোনও কাজ হয়নি । আমি জানতে চাই তিনি পাঁচ বছরে কী কী কাজ করেছেন ? সাধারণ মানুষ জানেনই না 17 কোটি টাকা উনি কোথায় খরচ করেছেন । কাজ করে থাকলে তিনি সাধারণ মানুষকে তথ্য দিয়ে জানাচ্ছেন না কেন ৷"

জনসংযোগ করতে এসে মঞ্চ থেকে ইন্দ্রনীল সেন দাবি করেন, পাঁচ বছরে বিজেপি সাংসদের কোনও কাজ পায়নি মানুষ ৷ তৃণমূল সাংসদ হলেই চন্দননগর বিধানসভায় বিধায়ক অফিসকেই সাংসদের অফিস করা হবে । এই বিষয়ে সম্মতি দিয়ে রচনা বলেন, "হুগলির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কাজ ও উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের । হুগলি লোকসভা থেকে জয়লাভ করলে প্রতিটা বিধানসভায় সাংসদের অফিস থাকবে । কোনও মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার দিকে নজর রাখা হবে । এই লোকসভা থেকে তৃণমূলের সকলকে একত্রিত করে লড়াই করব ৷ সাধারণ মানুষের মধ্যে যে সমর্থন ও উচ্ছ্বাস আছে, তাতে আমি জয়লাভ করব । কোনও বিধানসভায় যদি খামতি থাকে তাহলে তা বসে মেটাবার চেষ্টা করব ।"

আরও পড়ুন :

  1. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি লকেটের, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

চন্দননগরে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

চন্দননগর, 19 মার্চ: প্রচারের শুরুতেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর সাংসদ থাকাকালীন কাজ নিয়ে প্রশ্ন তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বিগত 5 বছরে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কী কাজ করেছেন তার খতিয়ান দেখাতে বললেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী ৷ যদিও সাংসদ লকেটের পালটা দাবি, "উনি কিছু জানেন না । এই এলাকায় নতুন তো ৷ আমি 17 কোটি 65 লক্ষ টাকার কাজ করেছি ৷ মানুষ জানেন ।"

মঙ্গলবার চন্দননগরের বোরাইচণ্ডীতলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । পরে সেখান থেকে হেঁটে মোল্লা হাজিবাগান মসজিদে গিয়ে চাদর চড়ান । অভিনেত্রীকে একবার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন রাস্তার দু-পাশে । পরে সেখান থেকে বেরিয়ে তিনি স্ফুলিঙ্গ ক্লাবে গিয়ে জনসংযোগ করেন । সেখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র ও বিধায়ক ইন্দ্রনীল সেন-সহ জেলা নেতৃত্বরা ।

মঙ্গলবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে রচনা বলেন, "হুগলি লোকসভায় কোনও কাজ হয়নি । আমি জানতে চাই তিনি পাঁচ বছরে কী কী কাজ করেছেন ? সাধারণ মানুষ জানেনই না 17 কোটি টাকা উনি কোথায় খরচ করেছেন । কাজ করে থাকলে তিনি সাধারণ মানুষকে তথ্য দিয়ে জানাচ্ছেন না কেন ৷"

জনসংযোগ করতে এসে মঞ্চ থেকে ইন্দ্রনীল সেন দাবি করেন, পাঁচ বছরে বিজেপি সাংসদের কোনও কাজ পায়নি মানুষ ৷ তৃণমূল সাংসদ হলেই চন্দননগর বিধানসভায় বিধায়ক অফিসকেই সাংসদের অফিস করা হবে । এই বিষয়ে সম্মতি দিয়ে রচনা বলেন, "হুগলির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কাজ ও উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের । হুগলি লোকসভা থেকে জয়লাভ করলে প্রতিটা বিধানসভায় সাংসদের অফিস থাকবে । কোনও মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার দিকে নজর রাখা হবে । এই লোকসভা থেকে তৃণমূলের সকলকে একত্রিত করে লড়াই করব ৷ সাধারণ মানুষের মধ্যে যে সমর্থন ও উচ্ছ্বাস আছে, তাতে আমি জয়লাভ করব । কোনও বিধানসভায় যদি খামতি থাকে তাহলে তা বসে মেটাবার চেষ্টা করব ।"

আরও পড়ুন :

  1. নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি লকেটের, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
Last Updated : Mar 19, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.