কলকাতা, 31 অগস্ট: আরজি কর-কাণ্ডের পর যখন বাংলায় নারীর নিরাপত্তা নিয়ে হইচই শুরু হয়েছে ৷ সেই পরিস্থিতিতে বাংলায় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের দায়িত্বভার তুলে দেওয়া হল এক নারীর হাতেই ৷ তিনি প্রিয়াঙ্কা চৌধুরী৷ সম্প্রতি পেশায় ডায়াটেশিয়ান এই তরুণীর হাতে দায়িত্ব তুলে দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ ঘটনাচক্রে তিনি আবার প্রথম মহিলা হিসেবে ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ৷
স্বাভাবিকভাবে তাঁকে ঘিরে আগ্রহ যেমন আছে, প্রশ্নও আছে অনেক ৷ কংগ্রেসের তরুণ-তুর্কি কি পারবেন ছাত্র রাজনীতিতে কংগ্রেসের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে ? প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী অবশ্য ভরসা রাখছেন প্রিয়াঙ্কার উপর ৷ তাঁর কথায়, ‘‘ভালো মেয়ে ৷ লড়াই করার মানসিকতা আছে ।’’
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়, কংগ্রেসে নেতা অতুল্য ঘোষদের হাত ধরে কলকাতাতেই 1954 সালের 28 অগস্ট বঙ্গে কংগ্রেসের ছাত্র সংঘঠন ছাত্র পরিষদ গঠিত হয় । পরে প্রিয়রঞ্জন দাশমুন্সি, সুব্রত মুখোপাধ্যায়রা এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যান । এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন বিধভূষণ ঘোষ । সময়ের নিরিখে টানা সত্তর বছর ধরে 14 জন সভাপতি হয়েছেন৷ প্রত্যেকেই পুরুষ । 71 তম বর্ষে সেই ধারায় বদল ঘটল । 15তম সভাপতি করা হল সংগঠনের কর্মী ডায়াটেশিয়ান প্রিয়াঙ্কা চৌধুরীকে ।
গত 13 অগস্ট কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিবৃতি জারি করে প্রিয়াঙ্কা চৌধুরীকে ছাত্র পরিষদের সভাপতি করার কথা ঘোষণা করেন । দলের এই সিদ্ধান্তে খুশি কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি অধীর চৌধুরীও । তাঁর ভরসার হাত রয়েছে প্রিয়াঙ্কার মাথায় । আর লড়াকু জেদি প্রিয়ঙ্কাকে নিয়ে অধীরও নতুন প্রজন্মের দিকে মুখ চেয়ে রয়েছেন ।
অধীররঞ্জন চৌধুরী বলেন, "এই প্রথম বাংলায় কোনও মহিলা ছাত্র পরিষদের দায়িত্ব পেয়েছেন । ছাত্র পরিষদে যাঁরা এসেছেন, তাঁদের মাথায় রাখতে হবে প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে আগামিদিনে আন্দোলনে নামতে হবে । ভালো মেয়ে ৷ লড়াই করার মানসিকতা আছে ।"
অন্যদিকে ইটিভি ভারতকে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, "একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে । একদিকে আমাদের রাজ্যের আরজি কর, অন্যদিকে মুম্বই উত্তরাখণ্ডে একাধিক জায়গায় নারী-শিশুরা ধর্ষিত-অত্যাচারিত হয়েছেন । পুরো দেশ পথে নেমেছে । ফলে এরকম একটা সময়ে একজন মহিলাকে দায়িত্ব দিয়ে রাহুল গান্ধি কি বার্তা দিতে চেয়েছেন, তা সকলেই বুঝতে পারছেন । তিনি ইতিমধ্যে টুইট করে এই ঘটনার বিচার চেয়েছেন । তাই রাজ্যের শাসক দলকে বলব দ্রুত অপরাধীদের খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা করতে ।"
উল্লেখ্যে, 1954 সালে ছাত্র পরিষদের গঠিত হলেও জাতীয় স্তরে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই তৈরি হতে আরও প্রায় 16-17 বছর লেগে যায় । 1971 সালের 9 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ভারতের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন বা এনএসইউআই ।
কেরালা ছাত্র ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদকে একত্রিত করার পরে ইন্দিরা গান্ধী তৈরি করেন এনএসইউআই । যার বর্তমান সভাপতি বরুণ চৌধুরী । ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ছাত্র সংগঠন । অতীতে কলেজে-কলেজে ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত ছাত্র পরিষদের ৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ক্রমশ তাদের সেই পরিসর দখল করে নেয় ৷ এমনকী, ছাত্র পরিষদের সঙ্গে একই দিনে প্রতিষ্ঠা দিবসও পালন করে টিএমসিপি ৷ সেই নিয়ে তোপ দেগে অধীররঞ্জন চৌধুরী বলেন, "ছাত্র পরিষদ লুট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু লুট করে তৃণমূলের অস্তিত্ব জানান দেন ।"