ETV Bharat / politics

লকেটের হাত থেকে বাঁচান, মোদির কাছে আরজি জানিয়ে পোস্টার চন্দননগরে - BJP Candidate Locket Chatterjee

Locket Chatterjee: হুগলি লোকসভা আসনে এবারও বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে এবার পোস্টার পড়ল চন্দননগরে ৷ পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানানো হয়েছে, লকেট চট্টোপাধ্য়ায়ের হাত থেকে বাঁচানোর জন্য ৷

Locket Chatterjee
Locket Chatterjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 1:58 PM IST

চন্দননগর, 13 মার্চ: হুগলি লোকসভা আসনে এবারও ফের লকেট চট্টোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে বিজেপি ৷ তাঁকেই আবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ বিজেপির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হুগলির এই অংশের কর্মী-সমর্থকদের একাংশ ৷ সেই ক্ষোভই প্রকাশ্যে এল পোস্টারের মাধ্যমে ৷ হুগলির চন্দননগরে পোস্টার দিয়ে লকেটের হাত থেকে বাঁচানোর আবেদন করা হল ৷ সেই আবেদন করা হয়েছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ৷

বুধবার সকালে এই পোস্টার চোখে পড়েছে উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় ৷ পোস্টারের শিরোনাম, ‘মোদিজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে’ ৷ এর পর ওই পোস্টারে লেখা হয়েছে, ‘‘বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি । এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি ৷ এমনকি নিজের বিধানসভায় 2021 এ কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি । 5 বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেনইনি ৷ তাতে আমাদের কি দোষ ?’’

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার৷ বুধবার হুগলির চন্দননগরে৷

এর পরই ওই পোস্টারে লকেটের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে ৷ লেখা হয়েছে, ‘‘এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন । আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি । কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না । ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মণ্ডল সভাপতিরা এবং তা প্রকাশ করলাম । ক্ষমা করবেন মোদিজি ।’’

ভোটের মুখে স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয়েছে ৷ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ তার পর এলাকার কর্মীরা প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন লকেটের বিরুদ্ধে ৷ তেমনই একজন বিক্ষুব্ধ কর্মী দীপক কর্মকার বলেন, ‘‘শুধু চন্দননগর কেন, এর আগে অনেক জায়গায় পোস্টার পড়েছে ৷ আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছি ৷ মানুষ বলছে, তোমাদের সাংসদ কোথায় ? পাঁচ বছরে তো একবারও মুখ দেখা গেল না, তোমাদের কী দেখে ভোট দেব ?’’

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার৷ বুধবার হুগলির চন্দননগরে৷

তাঁর আরও অভিযোগ, ‘‘সেই কথা বলাতে উনি (লকেট) আমাকে বলেছেন যে দেখে নেব ৷ উনি কী দেখবেন ! মানুষ ভোটের ফলে ওঁকে দেখিয়ে দেবেন ৷’’ যদিও এই বিষয়টিতে বিজেপির যোগ নেই বলেই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়েছে । তাই তৃণমূল নিজেদের নাম না লিখে বিজেপি মণ্ডল সভাপতিদের কথা লেখা হয়েছে । সিএএ আইন প্রণয়ন হয়েছে । মহিলাদের জন্য এতো কিছু করেছে । তাই ভয় পেয়ে এসব করছে তৃণমূল ।’’ বিজেপির মণ্ডল সভাপতিরাও এই পোস্টার দায় অস্বীকার করেছেন ৷

তবে এই পরিস্থিতিতে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ৷ শাসক দলের নেতা তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘লকেটকে নিয়ে ভাবি না ৷ আমাদের লড়াই মোদির সঙ্গে । ওদের মণ্ডলের লোকেরা করাচ্ছে । বিজেপির ছেলেরা ওকে চাইছে না ।’’

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  2. হুগলিতে দুই অভিনেত্রীর রাজনৈতিক লড়াই, লকেটের পালটা তৃণমূলের চ্য়ালেঞ্জ রচনা
  3. হনুমান পুজোয় আসা লকেটকে দেখে 'চোর' ও 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মীদের

চন্দননগর, 13 মার্চ: হুগলি লোকসভা আসনে এবারও ফের লকেট চট্টোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে বিজেপি ৷ তাঁকেই আবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ বিজেপির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হুগলির এই অংশের কর্মী-সমর্থকদের একাংশ ৷ সেই ক্ষোভই প্রকাশ্যে এল পোস্টারের মাধ্যমে ৷ হুগলির চন্দননগরে পোস্টার দিয়ে লকেটের হাত থেকে বাঁচানোর আবেদন করা হল ৷ সেই আবেদন করা হয়েছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ৷

বুধবার সকালে এই পোস্টার চোখে পড়েছে উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় ৷ পোস্টারের শিরোনাম, ‘মোদিজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে’ ৷ এর পর ওই পোস্টারে লেখা হয়েছে, ‘‘বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি । এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি ৷ এমনকি নিজের বিধানসভায় 2021 এ কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি । 5 বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেনইনি ৷ তাতে আমাদের কি দোষ ?’’

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার৷ বুধবার হুগলির চন্দননগরে৷

এর পরই ওই পোস্টারে লকেটের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে ৷ লেখা হয়েছে, ‘‘এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন । আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি । কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না । ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মণ্ডল সভাপতিরা এবং তা প্রকাশ করলাম । ক্ষমা করবেন মোদিজি ।’’

ভোটের মুখে স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয়েছে ৷ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ তার পর এলাকার কর্মীরা প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন লকেটের বিরুদ্ধে ৷ তেমনই একজন বিক্ষুব্ধ কর্মী দীপক কর্মকার বলেন, ‘‘শুধু চন্দননগর কেন, এর আগে অনেক জায়গায় পোস্টার পড়েছে ৷ আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছি ৷ মানুষ বলছে, তোমাদের সাংসদ কোথায় ? পাঁচ বছরে তো একবারও মুখ দেখা গেল না, তোমাদের কী দেখে ভোট দেব ?’’

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার৷ বুধবার হুগলির চন্দননগরে৷

তাঁর আরও অভিযোগ, ‘‘সেই কথা বলাতে উনি (লকেট) আমাকে বলেছেন যে দেখে নেব ৷ উনি কী দেখবেন ! মানুষ ভোটের ফলে ওঁকে দেখিয়ে দেবেন ৷’’ যদিও এই বিষয়টিতে বিজেপির যোগ নেই বলেই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়েছে । তাই তৃণমূল নিজেদের নাম না লিখে বিজেপি মণ্ডল সভাপতিদের কথা লেখা হয়েছে । সিএএ আইন প্রণয়ন হয়েছে । মহিলাদের জন্য এতো কিছু করেছে । তাই ভয় পেয়ে এসব করছে তৃণমূল ।’’ বিজেপির মণ্ডল সভাপতিরাও এই পোস্টার দায় অস্বীকার করেছেন ৷

তবে এই পরিস্থিতিতে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ৷ শাসক দলের নেতা তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘লকেটকে নিয়ে ভাবি না ৷ আমাদের লড়াই মোদির সঙ্গে । ওদের মণ্ডলের লোকেরা করাচ্ছে । বিজেপির ছেলেরা ওকে চাইছে না ।’’

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  2. হুগলিতে দুই অভিনেত্রীর রাজনৈতিক লড়াই, লকেটের পালটা তৃণমূলের চ্য়ালেঞ্জ রচনা
  3. হনুমান পুজোয় আসা লকেটকে দেখে 'চোর' ও 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.