ঘাটাল, 22 মার্চ: নজির ভেঙে ব্রিগেড থেকেই লোকসভার প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল ৷ প্রার্থীদের পরিচয় দিয়ে, ব়্যাম্পে হাটিয়ে যেভাবে লোকসভা ভোটের ঢাকে কাঠি দিল রাজ্যের শাসকদল, তা অতীতে দেখেনি বাংলা ৷ প্রথম দফার প্রার্থী তালিকাতেই ঘাটালে হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) নাম ঘোষণা করেছিল বিজেপি ৷ তৃণমূলের টিকিটে যে ফের দেবই দাঁড়াচ্ছেন, তা স্পষ্টই ছিল ৷ তৃণমূলের আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ে মুখোমুখি বড়পর্দার দুই প্রাক্তন সতীর্থ ৷
হিরণের কথায়, 30 শতাংশ কাটমানি নেওয়া সাংসদ, গরু চোর দেব মানুষকে ধোঁকা দিয়েছেন । জনগণের কাছে আসেননি, দেখাও করেননি ৷ কেউ চান না সন্দশেখালির মা-বোনেদের মতো ঘাটালের মানুষরা নির্যাতিত হোন ৷ 2019 সালে তৃণমূল সন্ত্রাস করেছিল ৷ এবার যদি সৎ সাহস থাকে তাহলে মোদিজির ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন চ্যালেঞ্জ করুন, বাকি আমরা বুঝে নেব ৷"
প্রতিপক্ষ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে চ্য়ালেঞ্জ ও নানা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ শুধু মৌখিক অভিযোগই নয়, স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্টের কপিও দেখাচ্ছেন পদ্মের প্রার্থী ৷ অন্যদিকে, তুলনায় খানিক শান্তই রয়েছেন দেব ৷ ভোটের ময়দানে পরিচিত ‘বাগযুদ্ধ’ নয়, প্রতিপক্ষকে কার্যত ধর্তব্যের মধ্যেই আনছেন না তৃণমূলের পোস্টার বয় ৷
দেবের কথায়, তিরিশ শতাংশ না-বলে হিরণ 100 শতাংশ বলতে পারেন ৷ আমি যদি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে কী আমি বাইরে থাকতে পারতাম ৷ তাঁর কাছে যদি প্রমাণ থাকে দিক ৷ হিরণকে নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না ৷ হিরণ কী বলছে না বলছে, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই ৷ হিরণ আজকের পর থেকে যা ইচ্ছে বলতে পারে ৷ আমার তরফ থেকে সম্মতি আছে ৷ ওর পিছনে আমি আমার সময় নষ্ট করতে চাই না ৷
হিরণের অভিনয় দক্ষতা নিয়ে অনেকই সমালোচনায় মাতেন, ইন্ডাস্ট্রিতে নায়ককে ‘হিরো হিরণ’ (হিরো হীরালালের অপভ্রংশ) বলেও সম্বোধন করেন অনেকে ৷ নায়কের ফিল্মোগ্রাফির তুলনায় রাজনৈতিক কেরিয়ার আরও বেশি উজ্জ্বল ৷ তৃণমূল থেকে ফুল বদলে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন ৷ অন্যদিকে, দেব ঘাটালের দু’বারের সাংসদ ৷ ফিল্মোগ্রাফি, রাজনৈতিক কেরিয়ার দু'য়েই হিরণের চেয়ে এগিয়ে থাকলেও ঘাটালে কঠিন লড়াই হবে, এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন: