ETV Bharat / politics

রাজনৈতিক সুবিধাবাদ ! নীতীশের ডিগবাজিকে তীব্র কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ

Dilip Ghosh slams Nitish Kumar: মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে আবারও বিজেপির হাত ধরে বিহারে সরকার গঠন করলেন নীতীশ কুমার ৷ তবে তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করলেন বিজেপিরই নেতা দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 5:40 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: দল বা সঙ্গী বদলালে সমালোচনার মুখে পড়তে হবে, এটা কারও অজানা নয় ৷ আরজেডি ও কংগ্রেসের হাত ছেড়ে ফের বিজেপিতে আসায় নীতীশের গায়ে লেগেছে গিরগিটি ও বিশ্বাসঘাতকের তকমা ৷ তাঁকে কড়া ভাষায় বিঁধেছে কংগ্রেস ৷ তবে নীতীশ আবারও যে বিজেপির হাত ধরে বিহারে সরকার গড়তে চলেছেন, সেই দলেরই নেতা দিলীপ ঘোষের তোপের মুখে পড়তে হল বিহারের মুখ্যমন্ত্রীকে ৷ কোনও রকম রাখঢাক না করে একে রাজনৈতিক সুবিধাবাদ বলে কটাক্ষ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ ৷ তাঁর মতে, এই রাজনৈতিক সুবিধাবাদের অবসান হওয়া উচিত ৷

ঠিক কী বলেছেন দিলীপ ?

রবিবার আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে এনডিএ-কে সঙ্গী করে বিহারে নয়া সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা ৷ জবাবে নীতীশকে সরাসরি তীব্র কটাক্ষ করেন বিজেপির শীর্ষ নেতা ৷

তিনি বলেন, "একজন রাজনীতিবিদ সাধারণত পাঁচ বছরের মেয়াদে একবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন । কিন্তু নীতীশ কুমার এমন একজন রাজনীতিবিদ, যিনি পাঁচ বছরের মেয়াদে কমপক্ষে দু'বার বা তিনবার শপথ নেন এবং তাও প্রতিবার বিভিন্ন শিবির থেকে ৷" দিলীপের মতে, "আমি মনে করি এটি রাজনৈতিক সুবিধাবাদ এবং এই ধরনের জিনিসগুলি বন্ধ করার সময় এসেছে ৷"

একজন বিজেপি সাংসদ হয়ে শরিক জেডিইউয়ের প্রধান নীতীশ কুমার সম্পর্কে দিলীপের এই মন্তব্য যে গেরুয়া শিবিরে অস্বস্তিতে বাড়িয়েছে তা বলাই বাহুল্য ৷ এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি দিলীপের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । প্রসঙ্গ কিছুটা এড়িয়ে তিনি বলেন, "বাস্তব এটাই যে, প্রেমহীন বিয়ে চিরকাল চলতে পারে না । জেডি(ইউ) ও আরজেডির বাঁধন একটি প্রেমহীন বিয়ে ছিল । এটি ঘটতে বাধ্য ।"

নীতীশের এই সিদ্ধান্তকে প্রায়শ্চিত্ত হিসেবে ব্যাখ্যা করেছেন শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "নীতীশ কুমার এনডিএ-কে ছেড়ে দিয়ে এবং জনগণের আদেশকে উপেক্ষা করে যে রাজনৈতিক পাপ করেছিলেন, আজ এনডিএ-তে ফিরে এসে তিনি তাঁর সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন ৷"

রবিবার বিহারে 18 মাসের মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন নীতীশ কুমার । বিজেপির সমর্থন নিয়ে তিনি বিহারে নতুন সরকার গঠন করেছেন ৷ নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ৷ পাশাপাশি, তিনি বিরোধী ইন্ডিয়া ব্লকের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিন্ন করেছেন ৷ তাঁর এই পদক্ষেপ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বিজেপির পালে হাওয়াকে জোরদার করেছে ৷

আরও পড়ুন:

  1. বন্ধু থেকে শত্রু, ফের বন্ধু; প্রধানমন্ত্রীর থেকে অপ্রত্যাশিত কল পাওয়ার কথা স্বীকার নীতীশের
  2. বিহারের রংবদল, নবমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ
  3. আজ বিকেলেই নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, ডেপুটি বিজেপির 2

কলকাতা, 28 জানুয়ারি: দল বা সঙ্গী বদলালে সমালোচনার মুখে পড়তে হবে, এটা কারও অজানা নয় ৷ আরজেডি ও কংগ্রেসের হাত ছেড়ে ফের বিজেপিতে আসায় নীতীশের গায়ে লেগেছে গিরগিটি ও বিশ্বাসঘাতকের তকমা ৷ তাঁকে কড়া ভাষায় বিঁধেছে কংগ্রেস ৷ তবে নীতীশ আবারও যে বিজেপির হাত ধরে বিহারে সরকার গড়তে চলেছেন, সেই দলেরই নেতা দিলীপ ঘোষের তোপের মুখে পড়তে হল বিহারের মুখ্যমন্ত্রীকে ৷ কোনও রকম রাখঢাক না করে একে রাজনৈতিক সুবিধাবাদ বলে কটাক্ষ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ ৷ তাঁর মতে, এই রাজনৈতিক সুবিধাবাদের অবসান হওয়া উচিত ৷

ঠিক কী বলেছেন দিলীপ ?

রবিবার আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে এনডিএ-কে সঙ্গী করে বিহারে নয়া সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা ৷ জবাবে নীতীশকে সরাসরি তীব্র কটাক্ষ করেন বিজেপির শীর্ষ নেতা ৷

তিনি বলেন, "একজন রাজনীতিবিদ সাধারণত পাঁচ বছরের মেয়াদে একবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন । কিন্তু নীতীশ কুমার এমন একজন রাজনীতিবিদ, যিনি পাঁচ বছরের মেয়াদে কমপক্ষে দু'বার বা তিনবার শপথ নেন এবং তাও প্রতিবার বিভিন্ন শিবির থেকে ৷" দিলীপের মতে, "আমি মনে করি এটি রাজনৈতিক সুবিধাবাদ এবং এই ধরনের জিনিসগুলি বন্ধ করার সময় এসেছে ৷"

একজন বিজেপি সাংসদ হয়ে শরিক জেডিইউয়ের প্রধান নীতীশ কুমার সম্পর্কে দিলীপের এই মন্তব্য যে গেরুয়া শিবিরে অস্বস্তিতে বাড়িয়েছে তা বলাই বাহুল্য ৷ এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি দিলীপের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । প্রসঙ্গ কিছুটা এড়িয়ে তিনি বলেন, "বাস্তব এটাই যে, প্রেমহীন বিয়ে চিরকাল চলতে পারে না । জেডি(ইউ) ও আরজেডির বাঁধন একটি প্রেমহীন বিয়ে ছিল । এটি ঘটতে বাধ্য ।"

নীতীশের এই সিদ্ধান্তকে প্রায়শ্চিত্ত হিসেবে ব্যাখ্যা করেছেন শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "নীতীশ কুমার এনডিএ-কে ছেড়ে দিয়ে এবং জনগণের আদেশকে উপেক্ষা করে যে রাজনৈতিক পাপ করেছিলেন, আজ এনডিএ-তে ফিরে এসে তিনি তাঁর সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন ৷"

রবিবার বিহারে 18 মাসের মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন নীতীশ কুমার । বিজেপির সমর্থন নিয়ে তিনি বিহারে নতুন সরকার গঠন করেছেন ৷ নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ৷ পাশাপাশি, তিনি বিরোধী ইন্ডিয়া ব্লকের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিন্ন করেছেন ৷ তাঁর এই পদক্ষেপ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বিজেপির পালে হাওয়াকে জোরদার করেছে ৷

আরও পড়ুন:

  1. বন্ধু থেকে শত্রু, ফের বন্ধু; প্রধানমন্ত্রীর থেকে অপ্রত্যাশিত কল পাওয়ার কথা স্বীকার নীতীশের
  2. বিহারের রংবদল, নবমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ
  3. আজ বিকেলেই নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, ডেপুটি বিজেপির 2
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.