ETV Bharat / politics

সকালে বাকযুদ্ধ! সন্ধ্যেয় নববর্ষের সৌজন্য বিনিময় দেব-হিরণের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 9:38 AM IST

Updated : Apr 15, 2024, 9:52 AM IST

Dev and Hiran: লোকসভা প্রচারের শুরু থেকেই ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে আসছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ কিন্তু নববর্ষে মুখোমুখি হতেই পরস্পরকে কী বললেন ঘাটালের এই তারকা প্রার্থীদ্বয় ?

Dev and Hiran, দেব ও হিরণ
দেব ও হিরণ

বালিচক, 15 এপ্রিল: নববর্ষের সন্ধ্যেয় দেখা হতেই পরস্পরকে সৌজন্যের বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী ৷ তৃণমূলের দেব ও বিজেপির হিরণ ৷ এতদিন ধরে হিরণকে বহুবার দেখা গিয়েছে দেবকে কটাক্ষ করতে ৷ কখনও সেই কটাক্ষ ব্যক্তিগত পর্যায়েও পৌঁছেছিল ৷ ফলে নির্বাচন কমিশন হিরণকে শো-কজও করে ৷ যা নিয়ে পালটা জবাবও দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ৷ সেই দু'জনের দেখা হল রেলগেটে ৷ দু'জন দু'পাশ থেকে হাত নেড়ে বার্তা দিলেন । দেব শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন হিরণকে।

নববর্ষে এরকমই ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক রেলগেট । রবিবার নববর্ষের দিন ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিয়েও ঘাটালের বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তুলনা করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । সেই দেবের সঙ্গেই সন্ধ্যাবেলা দেখা হতেই হাত নেড়ে সৌজন্যতা দেখান তিনি ৷ রবিবাসরীয় প্রচার শেষে সন্ধ্যাবেলায় ফিরতি পথে বালিচকে রেলগেটের কাছে দেখা দু'জনের ৷ গেট পেরনোর সময় মিনিট তিনেকের জন্য আটকে পড়েন তাঁরা ৷ সেখানেই রাজনীতিক সৌজন্য দেখল ঘাটালবাসী ৷

তৃণমূল প্রার্থী দেব জিজ্ঞেস করেছেন হিরণের শরীর সম্পর্কে । তাঁকে শরীরের খেয়াল রাখতে বলেন । অন্যদিকে, মুখে কিছু না-বললেও হাত নেড়ে সৌজন্যতার বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণও ৷ দীর্ঘ এতদিনের প্রচারে মুখোমুখি হননি কেউই । বছরের প্রথম দিনে দেখা হতেই সৌজন্য বজায় রাখলেন দুই প্রতিপক্ষ প্রার্থী ৷

হিরণ বরাবরই বিভিন্নভাবে তোপ দেগেছেন দেবের বিরুদ্ধে ৷ ঘাটালের সাংসদকে কখনও তিনি বলছেন গরু চোর, কখনও বলেছেন মিথ্যুক সাংসদ, কখনও বা পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন ৷ আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে গেলেও দেব বরাবরই রাজনীতিক সৌজন্যবোধ দেখিয়েছেন ৷ পালটা জবাবে তিনি বারবার রাজনীতিতে ভদ্রতা ও সৌজন্যতা বজায় রাখার কথা বলেছেন ৷ মাঝে একটু হাস্যকৌতুক সুরে বলছেন, "রাজনীতির ক্ষেত্রে হিরণের পড়াশোনার প্রয়োজন আছে বলে মনে করি ।" যদিও তাতেও দমে যাননি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । নববর্ষের দিনও প্রচারে দেবকে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করেছেন ৷ আর সেই দেবের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হওয়ায় সৌজন্যতা প্রকাশ করেন হিরণ ৷ আগামিদিনে তাঁদের সম্পর্কে সৌজন্য বজায় থাকে কি না, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন :

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব

বালিচক, 15 এপ্রিল: নববর্ষের সন্ধ্যেয় দেখা হতেই পরস্পরকে সৌজন্যের বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী ৷ তৃণমূলের দেব ও বিজেপির হিরণ ৷ এতদিন ধরে হিরণকে বহুবার দেখা গিয়েছে দেবকে কটাক্ষ করতে ৷ কখনও সেই কটাক্ষ ব্যক্তিগত পর্যায়েও পৌঁছেছিল ৷ ফলে নির্বাচন কমিশন হিরণকে শো-কজও করে ৷ যা নিয়ে পালটা জবাবও দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ৷ সেই দু'জনের দেখা হল রেলগেটে ৷ দু'জন দু'পাশ থেকে হাত নেড়ে বার্তা দিলেন । দেব শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন হিরণকে।

নববর্ষে এরকমই ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক রেলগেট । রবিবার নববর্ষের দিন ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিয়েও ঘাটালের বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তুলনা করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । সেই দেবের সঙ্গেই সন্ধ্যাবেলা দেখা হতেই হাত নেড়ে সৌজন্যতা দেখান তিনি ৷ রবিবাসরীয় প্রচার শেষে সন্ধ্যাবেলায় ফিরতি পথে বালিচকে রেলগেটের কাছে দেখা দু'জনের ৷ গেট পেরনোর সময় মিনিট তিনেকের জন্য আটকে পড়েন তাঁরা ৷ সেখানেই রাজনীতিক সৌজন্য দেখল ঘাটালবাসী ৷

তৃণমূল প্রার্থী দেব জিজ্ঞেস করেছেন হিরণের শরীর সম্পর্কে । তাঁকে শরীরের খেয়াল রাখতে বলেন । অন্যদিকে, মুখে কিছু না-বললেও হাত নেড়ে সৌজন্যতার বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণও ৷ দীর্ঘ এতদিনের প্রচারে মুখোমুখি হননি কেউই । বছরের প্রথম দিনে দেখা হতেই সৌজন্য বজায় রাখলেন দুই প্রতিপক্ষ প্রার্থী ৷

হিরণ বরাবরই বিভিন্নভাবে তোপ দেগেছেন দেবের বিরুদ্ধে ৷ ঘাটালের সাংসদকে কখনও তিনি বলছেন গরু চোর, কখনও বলেছেন মিথ্যুক সাংসদ, কখনও বা পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন ৷ আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে গেলেও দেব বরাবরই রাজনীতিক সৌজন্যবোধ দেখিয়েছেন ৷ পালটা জবাবে তিনি বারবার রাজনীতিতে ভদ্রতা ও সৌজন্যতা বজায় রাখার কথা বলেছেন ৷ মাঝে একটু হাস্যকৌতুক সুরে বলছেন, "রাজনীতির ক্ষেত্রে হিরণের পড়াশোনার প্রয়োজন আছে বলে মনে করি ।" যদিও তাতেও দমে যাননি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । নববর্ষের দিনও প্রচারে দেবকে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করেছেন ৷ আর সেই দেবের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হওয়ায় সৌজন্যতা প্রকাশ করেন হিরণ ৷ আগামিদিনে তাঁদের সম্পর্কে সৌজন্য বজায় থাকে কি না, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন :

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব
Last Updated : Apr 15, 2024, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.