ETV Bharat / politics

এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: ওড়িশায় আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের আসন সংখ্যা এবার 50 এর কম হবে ৷ তারা এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 3:27 PM IST

ফুলবনি (ওড়িশা), 11 মে: চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেস 50টি আসনও জিততে পারবে না ৷ তারা প্রধান বিরোধী দলের মর্যাদাও পাবে না ৷ শনিবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন ওড়িশার ফুলবনিতে কন্ধমাল লোকসভা আসনের জন্য নির্বাচনে প্রচারে হাজির হয়েছিলেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

উল্লেখ্য, লোকসভার সদস্য সংখ্যা 543 ৷ নিয়ম অনুযায়ী, এই লোকসভার মোট সদস্য সংখ্যার 10 শতাংশ বা তার বেশি আসন যে দল পায়, তাদেরই প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় ৷ লোকসভায় প্রধান বিরোধী দল হওয়ার জন্য কোনও দলকে 54টি আসনে জিততেই হয় ৷ সেই কারণেই মোদি জানিয়েছেন যে কংগ্রেস এবার প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না ৷

যদিও 2014 সাল থেকে লোকসভায় কোনও প্রধান বিরোধী দল নেই ৷ কারণ, 2014 ও 2019 সালের লোকসভা ভোটে প্রয়োজনীয় 54টি আসন জিততেই পারেনি কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দল ৷ 2014 সালে তারা জিতেছিল 44টি আসনে ৷ 2019 সালে লোকসভায় তাদের সাংসদ সংখ্যা আটটি বেড়ে 52 হয় ৷ কিন্তু প্রধান বিরোধী দলের তারা মর্যাদা পায়নি ৷ সেই কারণে 2014 সাল থেকে লোকসভায় কোনও বিরোধী দলনেতাও নেই ৷

ওই সভা থেকে শুধু কংগ্রেস নয়, ওড়িশার শাসক দল বিজু জনতা দল বা বিজেডি-কেও নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, ওড়িশায় যখন ‘ডাবল ইঞ্জিন’ সরকার তৈরি হবে ৷ সেই সময় রাজ্যের কোনও ভূমিপুত্র মুখ্য়মন্ত্রী করা হবে ৷ সেই ভূমিপুত্রের ওড়িয়া ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকবে ৷

এর পর পাশাপাশি পোখরানে পরমাণু পরীক্ষার প্রসঙ্গও তোলেন মোদি ৷ তিনি মনে করিয়ে দেন, 26 বছর আগে আজকের দিনে ওই ঘটনা ঘটেছিল ৷ সেই সময় কেন্দ্রে বিজেপি সরকার ৷ সেই সরকারে তখন প্রধানমন্ত্রী অধুনা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ৷ মোদির দাবি, বাজপেয়ী সরকারের সেই পদক্ষেপ সারা বিশ্বের ভারতের ভাবমূর্তিই বদলে দিয়েছিল ৷

একই সঙ্গে আবার রামমন্দিরের প্রসঙ্গ শোনা যায় মোদির মুখে ৷ তাঁর সরকার 500 বছর পর রামমন্দির তৈরি করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  2. আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
  3. নিজেকে জগন্নাথের পুত্র বলে মোদির দাবি - 'ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ 4 জুন'

ফুলবনি (ওড়িশা), 11 মে: চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেস 50টি আসনও জিততে পারবে না ৷ তারা প্রধান বিরোধী দলের মর্যাদাও পাবে না ৷ শনিবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন ওড়িশার ফুলবনিতে কন্ধমাল লোকসভা আসনের জন্য নির্বাচনে প্রচারে হাজির হয়েছিলেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

উল্লেখ্য, লোকসভার সদস্য সংখ্যা 543 ৷ নিয়ম অনুযায়ী, এই লোকসভার মোট সদস্য সংখ্যার 10 শতাংশ বা তার বেশি আসন যে দল পায়, তাদেরই প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় ৷ লোকসভায় প্রধান বিরোধী দল হওয়ার জন্য কোনও দলকে 54টি আসনে জিততেই হয় ৷ সেই কারণেই মোদি জানিয়েছেন যে কংগ্রেস এবার প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না ৷

যদিও 2014 সাল থেকে লোকসভায় কোনও প্রধান বিরোধী দল নেই ৷ কারণ, 2014 ও 2019 সালের লোকসভা ভোটে প্রয়োজনীয় 54টি আসন জিততেই পারেনি কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দল ৷ 2014 সালে তারা জিতেছিল 44টি আসনে ৷ 2019 সালে লোকসভায় তাদের সাংসদ সংখ্যা আটটি বেড়ে 52 হয় ৷ কিন্তু প্রধান বিরোধী দলের তারা মর্যাদা পায়নি ৷ সেই কারণে 2014 সাল থেকে লোকসভায় কোনও বিরোধী দলনেতাও নেই ৷

ওই সভা থেকে শুধু কংগ্রেস নয়, ওড়িশার শাসক দল বিজু জনতা দল বা বিজেডি-কেও নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, ওড়িশায় যখন ‘ডাবল ইঞ্জিন’ সরকার তৈরি হবে ৷ সেই সময় রাজ্যের কোনও ভূমিপুত্র মুখ্য়মন্ত্রী করা হবে ৷ সেই ভূমিপুত্রের ওড়িয়া ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকবে ৷

এর পর পাশাপাশি পোখরানে পরমাণু পরীক্ষার প্রসঙ্গও তোলেন মোদি ৷ তিনি মনে করিয়ে দেন, 26 বছর আগে আজকের দিনে ওই ঘটনা ঘটেছিল ৷ সেই সময় কেন্দ্রে বিজেপি সরকার ৷ সেই সরকারে তখন প্রধানমন্ত্রী অধুনা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ৷ মোদির দাবি, বাজপেয়ী সরকারের সেই পদক্ষেপ সারা বিশ্বের ভারতের ভাবমূর্তিই বদলে দিয়েছিল ৷

একই সঙ্গে আবার রামমন্দিরের প্রসঙ্গ শোনা যায় মোদির মুখে ৷ তাঁর সরকার 500 বছর পর রামমন্দির তৈরি করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  2. আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
  3. নিজেকে জগন্নাথের পুত্র বলে মোদির দাবি - 'ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ 4 জুন'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.