কলকাতা, 11 এপ্রিল: দিন দশেকের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে বৃহস্পতিবার ৷ এবার তিনি নির্বাচনী প্রচার করবেন বালুরঘাট ও রায়গঞ্জে। পাশাপাশি ওই একইদিনে উত্তরবঙ্গের তিন কেন্দ্রে নির্বাচনী সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও । 16 এপ্রিল আলিপুরদুয়ারে সভা করে তারপর শিলিগুড়িতে রোড-শো করবেন মুখ্যমন্ত্রী ।
আগামী 16 এপ্রিল মঙ্গলবার পরপর দুটি সভা করবেন নরেন্দ্র মোদি । বালুরঘাট এবং রায়গঞ্জ সংসদীয় কেন্দ্রের হয়ে নির্বাচনী প্রচার সারবেন প্রধানমন্ত্রী । দলীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রথমে ঠিক ছিল যে 17 এপ্রিল আসবেন তিনি । কিন্তু 17 এপ্রিল রামনবমী পড়েছে। তাই ওই দিন সারাদেশের মতো রাজ্যেও রামনবমী উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে । তাই স্বাভাবিকভাবেই প্রধামন্ত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই 17-র পরিবর্তে 16 এপ্রিল তাঁর আসার দিন ঠিক হয়েছে ৷ দলীয় সূত্রে খবর, 16 এপ্রিল প্রথমে উত্তরবঙ্গের বালুরঘাটে যাবেন তিনি । সেখানে দুপুর আড়াইটে নাগাদ বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে তাঁর । এরপর বিকেল 4টে 15 থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন তিনি ।
প্রথম দফায় নির্বাচন রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে । এই পর্বের নির্বাচনী প্রচার প্রায় শেষ করে এনেছেন প্রধানমন্ত্রী । তারপর 26 এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ । নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে । তাই বালুরঘাট ও রায়গঞ্জের জন্য 16 এপ্রিল নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের রায়গঞ্জ কেন্দ্র নিয়ে কিছুটা চাপে রয়েছে গেরুয়া শিবির । কারণ ওই কেন্দ্রে বেশ ভালো মার্জিনে 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । তবে এইবার তাঁকে রায়গঞ্জ থেকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের খাসতালুক কলকাতা দক্ষিণ থেকে । আর রায়গঞ্জ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন কার্তিক পাল । তাই ওয়াকিবহাল মহলের মতে, রায়গঞ্জের আসন থেকে বিজেপির জেতা কিছুটা হলেও নড়বড়ে মনে হচ্ছে ৷ তাই ওই কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মনোবল বাড়াতে এবং রায়গঞ্জ আসনটিকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নরেন্দ্র মোদিকে ব্যবহার করতে চাইছে দল ।
আরও পড়ুন :
রামনবমীর আগেই বঙ্গে ফের মোদি, একইদিনে নির্বাচনী সভা মমতারও - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
PM Modi Election Campaign: ফের বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিনই আবার রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ৷
Published : Apr 11, 2024, 6:57 PM IST
|Updated : Apr 11, 2024, 7:05 PM IST
কলকাতা, 11 এপ্রিল: দিন দশেকের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে বৃহস্পতিবার ৷ এবার তিনি নির্বাচনী প্রচার করবেন বালুরঘাট ও রায়গঞ্জে। পাশাপাশি ওই একইদিনে উত্তরবঙ্গের তিন কেন্দ্রে নির্বাচনী সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও । 16 এপ্রিল আলিপুরদুয়ারে সভা করে তারপর শিলিগুড়িতে রোড-শো করবেন মুখ্যমন্ত্রী ।
আগামী 16 এপ্রিল মঙ্গলবার পরপর দুটি সভা করবেন নরেন্দ্র মোদি । বালুরঘাট এবং রায়গঞ্জ সংসদীয় কেন্দ্রের হয়ে নির্বাচনী প্রচার সারবেন প্রধানমন্ত্রী । দলীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রথমে ঠিক ছিল যে 17 এপ্রিল আসবেন তিনি । কিন্তু 17 এপ্রিল রামনবমী পড়েছে। তাই ওই দিন সারাদেশের মতো রাজ্যেও রামনবমী উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে । তাই স্বাভাবিকভাবেই প্রধামন্ত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই 17-র পরিবর্তে 16 এপ্রিল তাঁর আসার দিন ঠিক হয়েছে ৷ দলীয় সূত্রে খবর, 16 এপ্রিল প্রথমে উত্তরবঙ্গের বালুরঘাটে যাবেন তিনি । সেখানে দুপুর আড়াইটে নাগাদ বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে তাঁর । এরপর বিকেল 4টে 15 থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন তিনি ।
প্রথম দফায় নির্বাচন রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে । এই পর্বের নির্বাচনী প্রচার প্রায় শেষ করে এনেছেন প্রধানমন্ত্রী । তারপর 26 এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ । নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে । তাই বালুরঘাট ও রায়গঞ্জের জন্য 16 এপ্রিল নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের রায়গঞ্জ কেন্দ্র নিয়ে কিছুটা চাপে রয়েছে গেরুয়া শিবির । কারণ ওই কেন্দ্রে বেশ ভালো মার্জিনে 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । তবে এইবার তাঁকে রায়গঞ্জ থেকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের খাসতালুক কলকাতা দক্ষিণ থেকে । আর রায়গঞ্জ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন কার্তিক পাল । তাই ওয়াকিবহাল মহলের মতে, রায়গঞ্জের আসন থেকে বিজেপির জেতা কিছুটা হলেও নড়বড়ে মনে হচ্ছে ৷ তাই ওই কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মনোবল বাড়াতে এবং রায়গঞ্জ আসনটিকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নরেন্দ্র মোদিকে ব্যবহার করতে চাইছে দল ।
আরও পড়ুন :