ETV Bharat / politics

নিয়মিত যাচ্ছেন সংশোধনাগারের গ্রন্থাগারে, আধ্যাত্মিক বইয়ে মন মজেছে পার্থর - প্রেসিডেন্সি সংশোধনাগার

Partha Chatterjee: প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে নিয়মিত যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ একের পর এক পড়ছেন আধ্যাত্মিক বই ৷ অয়ন নিয়োগীর এক্সক্লুসিভ প্রতিবেদন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 5:58 PM IST

Updated : Feb 7, 2024, 7:27 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি সংশোধনাগারে সম্প্রতি যে গ্রন্থাগারটি খুলেছে, সেখানে নিয়মিত যাচ্ছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে বন্দি পার্থ চট্টোপাধ্যায় ৷ শুধু তাই নয়, গ্রন্থাগার থেকে একের পর এক আধ্যাত্মিক বই নিয়ে দিনভর তাতেই ডুবে থাকছেন তিনি ৷ সংশোধনাগার সূত্রে এই খবর জানা গিয়েছে ৷

প্রেসিডেন্সি সংশোধনাগারে খুলেছে একটি বৃহৎ আকৃতির গ্রন্থাগার । গ্রন্থাকারে মার্কস থেকে শুরু করে লেনিন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও রয়েছে । গোটা গ্রন্থাগারের রয়েছে মোট দেড় হাজারেরও বেশি বই । শুধু যে রাজনৈতিক ব্যক্তিত্বদের বই রয়েছে তা নয়, প্রচুর আধ্যাত্মিক বইও সেখানে শোভা পাচ্ছে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগরের প্রায় তিন হাজার আবাসিকের মধ্যে অনেকেই চেটেপুটে উপভোগ করছেন এই গ্রন্থাগার ৷ আর নিঃসন্দেহে সেই তালিকায় রয়েছেন বইভক্ত হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগরে বন্দি তৃণমূলের এককালের মহাসচিব দিনের অধিকাংশ সময়ই ডুবে থাকছেন গ্রন্থাগার থেকে আনা বইয়ের পাতায় ৷

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় নিজে নিয়মিত গ্রন্থাগারে গিয়ে সেখান থেকে প্রায় দু'টি করে বই একদিনে সংগ্রহ করে নিজের সেলে নিয়ে আসছেন । সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নামে যে বইগুলি অ্যালট করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক বই ।

আচমকাই তিনি আধ্যাত্মিক বইয়ের উপর আসক্ত হলেন কেন ? এই প্রশ্ন করতেই সংশোধনাগারের রক্ষী, যিনি গ্রন্থাগারের নিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি বলেন, যখন প্রেসিডেন্সি সংশোধনাগরে গ্রন্থাগার খোলা হয়নি, তখনও পার্থ চট্টোপাধ্যায় আধ্যাত্মিক বই পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সংশোধনাগারের এক আধিকারিক বলেন, "আমরা এখানে থাকা বন্দিদের, ঠিক বন্দি বলে বিচার করি না । তাঁদের মধ্যে কেউ বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আবার কেউ হতে পারেন মামুলি ব্যক্তি । তবে বাইরের জগৎ থেকে এখানে আসার পর আমাদের চোখে এঁরা প্রত্যকেই সমান । পড়াশোনার কোনও বয়স হয় না । পড়াশোনা করে কেউ যদি ভালো থাকতে চান, তাতে সমাজের উপকারই হয় । অপকার সেই অর্থে হয় না ।"

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, তাঁদের এই সুবিশাল গ্রন্থাগারে ঠাঁই পেয়েছে লেনিন, মার্কস থেকে শুরু করে রামচরিত মানস এবং গৌতম বুদ্ধের জীবনী ও বেশকিছু বিরল বই । সংশোধনাগার সূত্রে খবর, একদা রাজ্যের তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং রাজ্য সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আচার-আচরণে এবং কথাবার্তাতেও এসেছে আমূল পরিবর্তন । সংশোধনাগার সূত্রের খবর, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নন, সংশ্লিষ্ট সংশোধনাগারের একাধিক আবাসিক, যাঁদের মধ্যে অনেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন, তাঁদের মধ্যেও এসেছে আচরণগত পরিবর্তন ৷

আরও পড়ুন:

  1. জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ
  2. নিজে 'পিকচারে' আসতেন না, নিয়োগ দুর্নীতিতে পিছন থেকে কলকাঠি পার্থর; দাবি সিবিআইয়ের
  3. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর

কলকাতা, 7 ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি সংশোধনাগারে সম্প্রতি যে গ্রন্থাগারটি খুলেছে, সেখানে নিয়মিত যাচ্ছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে বন্দি পার্থ চট্টোপাধ্যায় ৷ শুধু তাই নয়, গ্রন্থাগার থেকে একের পর এক আধ্যাত্মিক বই নিয়ে দিনভর তাতেই ডুবে থাকছেন তিনি ৷ সংশোধনাগার সূত্রে এই খবর জানা গিয়েছে ৷

প্রেসিডেন্সি সংশোধনাগারে খুলেছে একটি বৃহৎ আকৃতির গ্রন্থাগার । গ্রন্থাকারে মার্কস থেকে শুরু করে লেনিন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও রয়েছে । গোটা গ্রন্থাগারের রয়েছে মোট দেড় হাজারেরও বেশি বই । শুধু যে রাজনৈতিক ব্যক্তিত্বদের বই রয়েছে তা নয়, প্রচুর আধ্যাত্মিক বইও সেখানে শোভা পাচ্ছে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগরের প্রায় তিন হাজার আবাসিকের মধ্যে অনেকেই চেটেপুটে উপভোগ করছেন এই গ্রন্থাগার ৷ আর নিঃসন্দেহে সেই তালিকায় রয়েছেন বইভক্ত হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগরে বন্দি তৃণমূলের এককালের মহাসচিব দিনের অধিকাংশ সময়ই ডুবে থাকছেন গ্রন্থাগার থেকে আনা বইয়ের পাতায় ৷

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় নিজে নিয়মিত গ্রন্থাগারে গিয়ে সেখান থেকে প্রায় দু'টি করে বই একদিনে সংগ্রহ করে নিজের সেলে নিয়ে আসছেন । সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নামে যে বইগুলি অ্যালট করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক বই ।

আচমকাই তিনি আধ্যাত্মিক বইয়ের উপর আসক্ত হলেন কেন ? এই প্রশ্ন করতেই সংশোধনাগারের রক্ষী, যিনি গ্রন্থাগারের নিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি বলেন, যখন প্রেসিডেন্সি সংশোধনাগরে গ্রন্থাগার খোলা হয়নি, তখনও পার্থ চট্টোপাধ্যায় আধ্যাত্মিক বই পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সংশোধনাগারের এক আধিকারিক বলেন, "আমরা এখানে থাকা বন্দিদের, ঠিক বন্দি বলে বিচার করি না । তাঁদের মধ্যে কেউ বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আবার কেউ হতে পারেন মামুলি ব্যক্তি । তবে বাইরের জগৎ থেকে এখানে আসার পর আমাদের চোখে এঁরা প্রত্যকেই সমান । পড়াশোনার কোনও বয়স হয় না । পড়াশোনা করে কেউ যদি ভালো থাকতে চান, তাতে সমাজের উপকারই হয় । অপকার সেই অর্থে হয় না ।"

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, তাঁদের এই সুবিশাল গ্রন্থাগারে ঠাঁই পেয়েছে লেনিন, মার্কস থেকে শুরু করে রামচরিত মানস এবং গৌতম বুদ্ধের জীবনী ও বেশকিছু বিরল বই । সংশোধনাগার সূত্রে খবর, একদা রাজ্যের তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং রাজ্য সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আচার-আচরণে এবং কথাবার্তাতেও এসেছে আমূল পরিবর্তন । সংশোধনাগার সূত্রের খবর, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নন, সংশ্লিষ্ট সংশোধনাগারের একাধিক আবাসিক, যাঁদের মধ্যে অনেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন, তাঁদের মধ্যেও এসেছে আচরণগত পরিবর্তন ৷

আরও পড়ুন:

  1. জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ
  2. নিজে 'পিকচারে' আসতেন না, নিয়োগ দুর্নীতিতে পিছন থেকে কলকাঠি পার্থর; দাবি সিবিআইয়ের
  3. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর
Last Updated : Feb 7, 2024, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.