ETV Bharat / politics

'বন্ধু ভালো থাকুক, শুভেচ্ছা রইল', আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর - TMC candidate Partha Bhowmik

Partha Bhowmik Hits Back Arjun Singh: ব্যারাকপুর লোকসভা আসন থেকে লড়াই করবেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ এরপরই বিদ্রোহের সুর শোনা গিয়েছে অর্জুন সিংয়ের গলায় ৷ যদিও অর্জুনের বিরুদ্ধে এদিন মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 9:39 AM IST

Updated : Mar 14, 2024, 11:44 AM IST

আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর

ব্যারাকপুর, 14 মার্চ: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সুসম্পর্ক ছিল একসময়। যদিও অনেকদিন আগেই সেই সম্পর্কে চিড় ধরেছে। লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার পর পার্থ-অর্জুনের কাজিয়া এখন তুঙ্গে। যদিও অর্জুনকে নিয়ে প্রকাশ্যে এখনই কোনও আক্রমণাত্মক মন্তব্য করতে চান না পার্থ ভৌমিক ৷

গত রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল ৷ সেখানেই দেখা যায় ব্যারাকপুর লোকসভা আসন থেকে লড়াই করবেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ এরপরই বিদ্রোহের সুর শোনা গিয়েছে বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের গলায় ৷ এমনকী তৃণমূলের সঙ্গে দূরত্বও বাড়িয়েছেন অর্জুন ৷ যার পালটা অবশ্য বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, "আমার বন্ধু ভালো থাকুন।" এর বেশি অর্জুনের বিরুদ্ধে এদিন মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রশ্ন এড়িয়ে বারবার শুধু বন্ধু অর্জুন সিংয়ের প্রতি শুভেচ্ছার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী।

সেই সঙ্গে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন ব্যারাকপুরে সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংয়ের দিকে। পোস্টার-কাণ্ডে বুধবারই সরাসরি পার্থ ভৌমিকের নাম করে অর্জুন সিং বলেন, "এর পিছনে ওনার (পার্থ ভৌমিক) হাত রয়েছে।" অর্জুনের দাবি, পার্থ ভৌমিক কয়েকজনকে দিয়ে এই পোস্টার সাঁটিয়েছেন তাঁর বিরুদ্ধে। এই ধরণের ঘটনা বিজেপির কেউ করতে পারে না বলেও দাবি করেন অর্জুন সিং। সেই প্রসঙ্গে অর্জুনকে পালটা জবাব দিয়ে পার্থ ভৌমিক বলেন, "আমার এত সময় নেই যে পোস্টার মারতে যাব ! ওনার (অর্জুন সিং) হাতে অনেক সময় ফাঁকা রয়েছে। সেটা ওনার থেকে ভালো কেউ জানে না।"

এদিকে, লোকসভা নির্বাচন নিয়ে তাঁর মন্তব্য, 'জমিদারী কায়দার বিরুদ্ধে গরিব মানুষের লড়াই।' সেই লড়াইতে তিনিই জয়ী হবেন বলেও আশাবাদী মন্ত্রী পার্থ ভৌমিক। এমনকী পার্থ ভৌমিকের জয়ের ক্ষেত্রে আশাবাদী খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷

আরও পড়ুন:

  1. 'দিদির হাতে-পায়ে ধরে মান ভাঙাবই', কলকাতায় ফিরেই বললেন বাবুন
  2. ‘মানসিকভাবে ভেঙে পড়ছে দিলীপ দা’, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ জুনের

আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর

ব্যারাকপুর, 14 মার্চ: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সুসম্পর্ক ছিল একসময়। যদিও অনেকদিন আগেই সেই সম্পর্কে চিড় ধরেছে। লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার পর পার্থ-অর্জুনের কাজিয়া এখন তুঙ্গে। যদিও অর্জুনকে নিয়ে প্রকাশ্যে এখনই কোনও আক্রমণাত্মক মন্তব্য করতে চান না পার্থ ভৌমিক ৷

গত রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল ৷ সেখানেই দেখা যায় ব্যারাকপুর লোকসভা আসন থেকে লড়াই করবেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ এরপরই বিদ্রোহের সুর শোনা গিয়েছে বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের গলায় ৷ এমনকী তৃণমূলের সঙ্গে দূরত্বও বাড়িয়েছেন অর্জুন ৷ যার পালটা অবশ্য বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, "আমার বন্ধু ভালো থাকুন।" এর বেশি অর্জুনের বিরুদ্ধে এদিন মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রশ্ন এড়িয়ে বারবার শুধু বন্ধু অর্জুন সিংয়ের প্রতি শুভেচ্ছার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী।

সেই সঙ্গে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন ব্যারাকপুরে সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংয়ের দিকে। পোস্টার-কাণ্ডে বুধবারই সরাসরি পার্থ ভৌমিকের নাম করে অর্জুন সিং বলেন, "এর পিছনে ওনার (পার্থ ভৌমিক) হাত রয়েছে।" অর্জুনের দাবি, পার্থ ভৌমিক কয়েকজনকে দিয়ে এই পোস্টার সাঁটিয়েছেন তাঁর বিরুদ্ধে। এই ধরণের ঘটনা বিজেপির কেউ করতে পারে না বলেও দাবি করেন অর্জুন সিং। সেই প্রসঙ্গে অর্জুনকে পালটা জবাব দিয়ে পার্থ ভৌমিক বলেন, "আমার এত সময় নেই যে পোস্টার মারতে যাব ! ওনার (অর্জুন সিং) হাতে অনেক সময় ফাঁকা রয়েছে। সেটা ওনার থেকে ভালো কেউ জানে না।"

এদিকে, লোকসভা নির্বাচন নিয়ে তাঁর মন্তব্য, 'জমিদারী কায়দার বিরুদ্ধে গরিব মানুষের লড়াই।' সেই লড়াইতে তিনিই জয়ী হবেন বলেও আশাবাদী মন্ত্রী পার্থ ভৌমিক। এমনকী পার্থ ভৌমিকের জয়ের ক্ষেত্রে আশাবাদী খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷

আরও পড়ুন:

  1. 'দিদির হাতে-পায়ে ধরে মান ভাঙাবই', কলকাতায় ফিরেই বললেন বাবুন
  2. ‘মানসিকভাবে ভেঙে পড়ছে দিলীপ দা’, মেদিনীপুরের সভা থেকে কটাক্ষ জুনের
Last Updated : Mar 14, 2024, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.