ETV Bharat / politics

বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না এনডিএ, নীতীশের শপথের পর বার্তা প্রধানমন্ত্রীর - নরেন্দ্র মোদি

Narendra Modi: নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার ৷ এনডিএ-র সঙ্গে জোট বেঁধে ফের ক্ষমতায় আসার পর, নীতীশকে অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি জানিয়েছেন, এনডিএ-র এই সরকার বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Jan 28, 2024, 7:43 PM IST

Updated : Jan 28, 2024, 8:08 PM IST

নয়াদিল্লি, 28 জানুয়ারি: ফের এনডিএ-র হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার ৷ তার পরেই নীতীশকে অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সোশাল মিডিয়ায় মোদি জানিয়েছেন, নবগঠিত এনডিএ সরকার বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না ৷ উল্লেখ্য, এ নিয়ে মোট ন’বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷

এ দিন মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারে গঠিত এনডিএ সরকার রাজ্যের উন্নয়নে এবং এর জনগণের আশা-আকাঙ্খা পূরণে কোনও খামতি রাখবে না ৷ আমি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী ও সম্রাট চৌধুরি এবং বিজয় সিনহাকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানাই ৷" রবিবার পটনা রাজভবনে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর জেডিইউ প্রধান নীতীশ কুমার ও বিজেপির সম্রাট চৌধুরি এবং বিজয় সিনহাকে শপথ বাক্য পাঠ করান ৷ বিহারে গঠিত এই এনডিএ সরকারের নেতা ঘোষণা করা হয়েছে নীতীশকে ৷ তাঁর নেতৃত্বে ফের একবার বিহারে সরকারে ফিরল বিজেপি ৷

  • बिहार में बनी एनडीए सरकार राज्य के विकास और यहां के लोगों की आकांक्षाओं को पूरा करने के लिए कोई कोर-कसर नहीं छोड़ेगी। @NitishKumar जी को मुख्यमंत्री और सम्राट चौधरी जी एवं विजय सिन्हा जी को उप मुख्यमंत्री पद की शपथ लेने पर मेरी बहुत-बहुत बधाई।

    मुझे विश्वास है कि यह टीम पूरे…

    — Narendra Modi (@narendramodi) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি তাঁর অভিনন্দন বার্তায় এও বলেন, "আমার বিশ্বাস, এনডিএ-র এই সরকারের দল, কেন্দ্রের সবরকম জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে মানুষের সেবায় সম্পূর্ণ আত্মসমর্পণ করবে নিজেদের ৷" এ দিন জেডিইউ-র তরফে আরও দুই বিধায়ক শপথ নিয়েছেন ৷ তাঁরা হলেন, বীজেন্দ্র যাদব এবং শ্রবণ কুমার ৷ সেই সঙ্গে এইচএএমের সন্তোষ কুমার এবং নির্দল বিধায়কও এনডিএ জোটের সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷

আজ সকালেই রাজভবনে গিয়ে আরজেডি ও কংগ্রেসের মহাজোটের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার ৷ সেই সঙ্গে মহাজোটের সেই সরকারকে ভেঙে দেন তিনি ৷ এর পরেই বিকেল পাঁচটায় ফের রাজভবনে গিয়ে এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ৷ যা নিয়ে এই মুহূর্তে বিরোধী শিবিরে পরিণত হওয়া আরজেডি ও কংগ্রেস নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বলে নিশানা করেছে ৷

আরও পড়ুন:

  1. বিহারের রংবদল, নবমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ
  2. লোকসভা নির্বাচনে হারের ভয়ে নীতীশের রংবদল, কটাক্ষ প্রশান্ত কিশোরের
  3. গিরগিটির সঙ্গে তুলনা করে নীতীশকে 'বিশ্বাসঘাতক' বললেন জয়রাম

নয়াদিল্লি, 28 জানুয়ারি: ফের এনডিএ-র হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার ৷ তার পরেই নীতীশকে অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সোশাল মিডিয়ায় মোদি জানিয়েছেন, নবগঠিত এনডিএ সরকার বিহারের উন্নয়নে কোনও খামতি রাখবে না ৷ উল্লেখ্য, এ নিয়ে মোট ন’বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷

এ দিন মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারে গঠিত এনডিএ সরকার রাজ্যের উন্নয়নে এবং এর জনগণের আশা-আকাঙ্খা পূরণে কোনও খামতি রাখবে না ৷ আমি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী ও সম্রাট চৌধুরি এবং বিজয় সিনহাকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানাই ৷" রবিবার পটনা রাজভবনে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর জেডিইউ প্রধান নীতীশ কুমার ও বিজেপির সম্রাট চৌধুরি এবং বিজয় সিনহাকে শপথ বাক্য পাঠ করান ৷ বিহারে গঠিত এই এনডিএ সরকারের নেতা ঘোষণা করা হয়েছে নীতীশকে ৷ তাঁর নেতৃত্বে ফের একবার বিহারে সরকারে ফিরল বিজেপি ৷

  • बिहार में बनी एनडीए सरकार राज्य के विकास और यहां के लोगों की आकांक्षाओं को पूरा करने के लिए कोई कोर-कसर नहीं छोड़ेगी। @NitishKumar जी को मुख्यमंत्री और सम्राट चौधरी जी एवं विजय सिन्हा जी को उप मुख्यमंत्री पद की शपथ लेने पर मेरी बहुत-बहुत बधाई।

    मुझे विश्वास है कि यह टीम पूरे…

    — Narendra Modi (@narendramodi) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি তাঁর অভিনন্দন বার্তায় এও বলেন, "আমার বিশ্বাস, এনডিএ-র এই সরকারের দল, কেন্দ্রের সবরকম জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে মানুষের সেবায় সম্পূর্ণ আত্মসমর্পণ করবে নিজেদের ৷" এ দিন জেডিইউ-র তরফে আরও দুই বিধায়ক শপথ নিয়েছেন ৷ তাঁরা হলেন, বীজেন্দ্র যাদব এবং শ্রবণ কুমার ৷ সেই সঙ্গে এইচএএমের সন্তোষ কুমার এবং নির্দল বিধায়কও এনডিএ জোটের সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷

আজ সকালেই রাজভবনে গিয়ে আরজেডি ও কংগ্রেসের মহাজোটের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার ৷ সেই সঙ্গে মহাজোটের সেই সরকারকে ভেঙে দেন তিনি ৷ এর পরেই বিকেল পাঁচটায় ফের রাজভবনে গিয়ে এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি ৷ যা নিয়ে এই মুহূর্তে বিরোধী শিবিরে পরিণত হওয়া আরজেডি ও কংগ্রেস নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বলে নিশানা করেছে ৷

আরও পড়ুন:

  1. বিহারের রংবদল, নবমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ
  2. লোকসভা নির্বাচনে হারের ভয়ে নীতীশের রংবদল, কটাক্ষ প্রশান্ত কিশোরের
  3. গিরগিটির সঙ্গে তুলনা করে নীতীশকে 'বিশ্বাসঘাতক' বললেন জয়রাম
Last Updated : Jan 28, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.