কলকাতা, 8 জুন: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ-র সরকার দীর্ঘস্থায়ী হবে না ৷ আজ এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের 29 নবনির্বাচিত সাংসদদের নিয়ে আজ বৈঠকে বসেছিলেন তিনি ৷ সেখানেই একথা জানান তৃণমূল সুপ্রিমো ৷ একক সংখ্যাগরিষ্ঠতা না-থাকা মোদির তৃতীয়বারের মুকুট রীতিমতো কাঁটায় ভরা বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ ৷ এবার সেই সুরেই কথা বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব-সহ অভিজ্ঞ এবং নবনির্বাচিত সাংসদদের নিয়ে আজ একটি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রের খবর, সেখানেই কেন্দ্রে গঠন হতে চলা নতুন সরকার প্রসঙ্গে মমতা তাঁর মতামত পোষণ করেন ৷ তিনি সেখানে মন্তব্য করেছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরি হতে চলা এই সরকার বেশিদিন টিকবে না ৷ উল্লেখ্য, তৃতীয়বারে নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি ৷ ফলে প্রকৃতপক্ষে এনডিএ-র বাকি শরিকদের উপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে তাঁকে ৷ তাই 2014-24, দশ বছরের সুখের রাজত্ব নয়, বরং শরিকি চাপ ও কাঁটায় ভরা সিংহাসনে বসছেন মোদি ৷ এমনটাই মনে করছে ভারতীয় রাজনীতির হুজ-হুরা ৷
সেই নিরিখে বিরোধী শিবির থেকে নানা-সময়ে একটাই কথা ভেসে আসছে ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট সরকার বেশিদিন টেকার নয় ৷ এবার সেই সুরে গলা মেলালেন মমতাও ৷ যদিও, শুক্রবার এনডি শরিকদের নিয়ে বৈঠকে মোদি দাবি করেছেন, তাঁর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার স্থায়ী হবে ৷ কিন্তু, শক্তিশালী বিরোধী এবং জেডিইউ-র মতো শরিককে নিয়ে মোদির দাবি কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে সংশয় তো থেকেই যায় ৷ তার উপর চন্দ্রবাবু নাইডুর মতো ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ এনডিএ-র অংশ ৷ ফলে এই দুই মিলিয়ে মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রিত্ব কতটা সুখকর হয়, সেটা সময় বলবে ৷
মমতা এদিন তাঁর দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়দের লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি ৷ বহরমপুরে নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠানকে জায়েন্ট কিলার বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী ৷ বহরমপুরে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে এবার লোকসভায় যাচ্ছেন তিনি ৷ প্রথমবারেই সাফল্যের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মমতা ৷ লোকসভা নির্বাচনে হেরে গেলেও, মমতার প্রশংসা পেলেন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল ৷ কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকেরও প্রশংসা করেন মমতা ৷