বালুরঘাট, 30 এপ্রিল: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য বাংলাতে সর্বক্ষেত্রে এগিয়ে মহিলারা, সেটা শিক্ষা হোক বা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন । বিগত কয়েক বছর ধরে যেমন দেখা গিয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্র পরীক্ষার্থীদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি । তেমনই বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের ভোট এবার বেশি পড়েছে ।
দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট 15 লক্ষ 61 হাজার 966 জন ভোটার রয়েছেন । এদের মধ্যে 7 লক্ষ 98 হাজার 217 জন পুরুষ ও 7 লক্ষ 63 হাজার 668 জন মহিলা এবং 81 জন তৃতীয় লিঙ্গ ভোটার । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে 79.09 শতাংশ । এই লোকসভা কেন্দ্রে প্রায় 6 লক্ষ 16 হাজার 667 পুরুষ ভোটার এবং 6 লক্ষ 18 হাজার 649 জন মহিলা ভোটার তাদের ভোট দিয়েছেন, যা পুরুষ ভোটারদের থেকে 3.76 শতাংশ বেশি ৷
2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই আসন থেকে 2.8 শতাংশ ব্যবধানে জয়লাভ করেছিলেন । সেই নিরিখে বিশ্লেষণ করলে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বালুরঘাট লোকসভা আসনের ফলাফল নির্ধারণে মহিলারা যথেষ্ট প্রভাব ফেলবেন ৷ এমনকি, বিশ্লেষকদের অনুমান যে বেশিরভাগ মহিলাদের ভোট রাজ্যের শাসক দলের দিকে ঝুঁকতে পারে ।
এই বছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটদানে তপন বিধানসভা এগিয়ে রয়েছে ৷ 80.82 শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে । বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে 75.27 শতাংশ । এছাড়া কুশমণ্ডি বিধানসভা এলাকায় 79.78 শতাংশ, হরিরামপুরে 77.87 শতাংশ, কুমারগঞ্জে 79.58 শতাংশ, বালুরঘাটে 80.61 শতাংশ এবং গঙ্গারামপুরে 80.26 শতাংশ ।
তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, “এক দশক ধরে কেন্দ্রের মোদি সরকার মহিলাদের কল্যাণকে অবহেলা করেছে । লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রীর মতো মহিলাদের জন্য আমাদের রাজ্য সরকারের উদ্যোগগুলি আমাদের জেলার মা ও বোনদের মধ্যে সারা রাজ্যজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে । আমরা বিশ্বাস করি যে এই মহিলারা তাদের ভোট দিয়ে আমাদের সমর্থন করবেন ।”
যদিও এই বিষয়ে আরএসপির কেন্দ্রীয় কমিটির সদস্যা সুচেতা বিশ্বাস বলেন, "আমরা আশা করছি মহিলাদের এই বাড়তি ভোট আমরা পাব । আমরা এবার সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক প্রচার করেছি । প্রত্যেকটা জায়গায় ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা লাগাতে পেরেছি এবং সর্বোপরি দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটি বুথে আমরা আমাদের পোলিং এজেন্ট বসাতে পেরেছি । আমরা আশা করছি আমাদের ভোট এবার বাড়বে ।’’
তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস যেটা প্রচার করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের ভোট তারা পাবে, এ কথা ঠিক নয় । অনেক মহিলারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কোনও কাজ সেরকম পাচ্ছে না । তাছাড়া তৃণমূল কংগ্রেস মহিলাদের এসে বলছে যে তারা যদি ক্ষমতায় না আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে । এই সমস্ত অপপ্রচার করে তৃণমূল কংগ্রেস মহিলাদের ভোট পাওয়ার চেষ্টা করছে, যা বাস্তবে কখনোই সম্ভব হবে না ।"
অপর দিকে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রথমত সন্দেশখালির ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মহিলার ক্ষিপ্ত । তৃণমূল কংগ্রেসের এমন ঘটনায় তাঁদের চোখ খুলে গিয়েছে । পরিবর্তনের জন্য তাঁরা বিজেপিকে প্রতিষ্ঠিত করবে । দ্বিতীয়ত, রাজ্যে সরকার কোনও কাজ দিতে পারছে না । তাই গ্রামের বেশিরভাগ পুরুষেরাই বাইরের রাজ্যে কাজে চলে গিয়েছে । গ্রামে রয়ে গিয়েছেন মহিলারা ৷ সেই কারণেই মহিলাদের ভোটের সংখ্যাটাই বেশি । মহিলারা ভোট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকেই দিয়েছেন বলে আশা করেন স্বরূপ চৌধুরী ।
আরও পড়ুন: