কলকাতা, 6 মার্চ: লোকসভা ভোটের মুখে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেট্রো রুটের উদ্বোধনকে ঘিরে জোরালো হল রাজনৈতিক তরজা ৷ বামেদের দাবি, মেট্রো রেলের এই রুটের পুরো কৃতিত্বই রাজ্যের পূর্বতন বাম সরকারের ৷ এই দাবির সপক্ষে প্রমাণ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিলান্যাসের ছবি তুলে ধরেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেই ছবিতে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও দেখা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য-সহ অন্যান্য বাম নেতাদের ৷ 'বামই বিকল্প' -এই বার্তা দিয়ে সেলিম মোদির কর্মকাণ্ডকে কটাক্ষ করলেও, কুণাল ঘোষ আবার ফের সিপিএম-কে বিজেপির বি টিম বলে তোপ দেগেছেন ৷ সিপিএম-এর মুখপত্র গণশক্তিতে মোদির বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় বামেদের একহাত নিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, গণশক্তির প্রথম পাতাজুড়ে আজ প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর মেট্রো প্রকল্প উদ্বোধন সংক্রান্ত ঢালাও বিজ্ঞাপন ৷ সিপিএম মুখপত্রে এই বিজ্ঞাপন নিয়েই আজ সোশাল মিডিয়ায় সরব হন কুণাল ঘোষ ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে গণশক্তির প্রথম পাতার ছবি পোস্ট করে ফের বাম-বিজেপি আঁতাতের অভিযোগ করেছেন ৷
পোস্টের ক্যাপশনে কুণাল লেখেন, "কমরেড, এটা কীঈঈঈঈঈঈ ? টাকা নিয়ে বিজেপির প্রচার ? টাকার জন্য আপনারা আপনাদের পার্টির কাগজের প্রথম পাতাটাও বিজেপির কাছে বিক্রি করে দিলেন ? গণশত্রুর কাছে আত্মসমর্পণ গণশক্তির????"
এখানেই না থেমে কুণাল আরও লেখেন, "প্রকৃত গণ-শক্তি হল তৃণমূল কংগ্রেস ৷ মানুষের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মা-মাটি- মানুষ লড়ছে । প্রমাণ হল, সিপিএম বিজেপির বি টিম, প্রচারক ।"
কুণাল যখন বাম ও বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, তখনই এই মেট্রো প্রকল্পের উদ্বোধন ঘিরে মোদির থেকে নিজেদের দিকে কৃতিত্ব ঘুরিয়ে নেওয়ার প্রচেষ্টা দেখা গিয়েছে সিপিএম-এর মধ্যে ৷ আজ নিজের ফেসবুকের পাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাসের একটি ছবি পোস্ট করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
তিনি ক্যাপশনে লিখেছেন, "আজ যে মেট্রোরেলের রুট উদ্বোধন হচ্ছে...আসলে তার পুরো কৃতিত্বই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের । 2009 সালের 22 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনা ও প্রকল্পের শিল্যান্যাসের ছবি । উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী, পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ মহঃ সেলিম, তড়িৎ বরণ তোপদার, অমিতাভ নন্দী এবং সুধাংশু শীল ।" এই পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে সেলিম লিখেছেন লেফট অলটারনেটিভ ৷ অর্থাৎ রাজ্যে বামেরাই বিকল্প, লোকসভা ভোটের মুখে এই বার্তাই দিতে চেয়েছেন সিপিএম-এর এই দুঁদে নেতা ৷
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে শুরু করেছিল ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের পুরো মালিকানা কেন্দ্রের হাতে হস্তান্তরিত হওয়ার উদ্যোগ নেওয়া হয় ৷ তৎকালীন রাজ্যের বাম সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ঠিক হয়, এই প্রকল্পের 74 শতাংশ যাবে রেলের মালিকানায় আর বাকি অংশের মালিকানা থাকবে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের হাতে ৷ সরকারি সূত্র থেকে জানা যায়, 2012 সালের এপ্রিল মাস পর্যন্ত এই প্রকল্পের জন্য আসে 942.95 কোটি টাকা ৷ বাংলার সরকার তাতে দিয়েছিল 242.5 কোটি টাকা ৷ তবে রাজ্য এর মালিকানা কেন্দ্রের হাতে হস্তান্তরের পর সেই টাকা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় ৷ সেই সূত্র ধরেই আজ এই প্রকল্পের কৃতিত্ব বামেদের বলে দাবি করেছেন মহম্মদ সেলিম ৷
আরও পড়ুন: