কলকাতা, 12 এপ্রিল: বাংলা নববর্ষ অর্থাৎ, পয়লা বৈশাখে বিজেপির হয়ে প্রচার শুরু করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মিঠুনকে 'তারকা প্রচারক' বা 'স্টার ক্যাম্পেইনার' হিসেবে যে ব্যবহার করতে চায়, তা আগে থেকেই একপ্রকার চূড়ান্ত ছিল ৷ কারণ, মহাগুরু যে এবারের লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না, তা বিজেপির অন্দরেও শোনা যাচ্ছিল ৷ তাই বিজেপির অন্যান্য স্টার ক্যাম্পেইনারদের সঙ্গে এবার মিঠুনের নামও রাখা হয়েছে ৷ বিশেষত, পশ্চিমবঙ্গের বাছাই করা লোকসভা কেন্দ্রগুলিতে ৷
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত মিঠুন চক্রবর্তী ৷ শুটিং শেষ করেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মিঠুন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 14-16 এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচনের প্রচার সারবেন মহাগুরু ৷ ওইদিন আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে জয়গাঁও-তে সভা ও তারপর রোড-শো করবেন তিনি ৷ পরেরদিন অর্থাৎ, সোমবার জলপাইগুড়ির প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের সমর্থনে রোড-শো ও জনসভা করবেন মিঠুন ৷ 16 এপ্রিল কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনেও রোড-শো ও জনসভা করার কথা রয়েছে তাঁর ৷
উল্লেখ্য, মাস দু’য়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন মিঠুন ৷ বিজেপি সূত্রে খবর, তিনি অসুস্থতার কারণেই প্রার্থী হিসেবে লড়বেন না বলে জানিয়েছিলেন ৷ তবে, নির্বাচনী প্রচারে পুরোপুরিভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি নিজেই ৷ তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পয়লা বৈশাখ থেকেই মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রচারে নামছেন ৷
উল্লেখ্য, উত্তরবঙ্গ তথা রাজ্যে কয়েকদফা নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 9 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচার করে গেছেন ৷ এবার মিঠুন চক্রবর্তীকে প্রচারের মঞ্চে নামিয়ে বাঙালি আবেগকে ভোট ময়দানে কাজে লাগাতে চাইছে বিজেপি ৷
আরও পড়ুন: