ETV Bharat / politics

পয়লা বৈশাখে বিজেপির নির্বাচনী প্রচারে নামছেন 'মহাগুরু' - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: খুব দ্রুত বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ শোনা যাচ্ছে বাংলা নববর্ষের প্রথমদিনেই প্রচার কাজ শুরু করবেন মিঠুন ৷ মূলত বিজেপির তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 3:43 PM IST

Updated : Apr 12, 2024, 4:15 PM IST

কলকাতা, 12 এপ্রিল: বাংলা নববর্ষ অর্থাৎ, পয়লা বৈশাখে বিজেপির হয়ে প্রচার শুরু করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মিঠুনকে 'তারকা প্রচারক' বা 'স্টার ক্যাম্পেইনার' হিসেবে যে ব্যবহার করতে চায়, তা আগে থেকেই একপ্রকার চূড়ান্ত ছিল ৷ কারণ, মহাগুরু যে এবারের লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না, তা বিজেপির অন্দরেও শোনা যাচ্ছিল ৷ তাই বিজেপির অন্যান্য স্টার ক্যাম্পেইনারদের সঙ্গে এবার মিঠুনের নামও রাখা হয়েছে ৷ বিশেষত, পশ্চিমবঙ্গের বাছাই করা লোকসভা কেন্দ্রগুলিতে ৷

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত মিঠুন চক্রবর্তী ৷ শুটিং শেষ করেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মিঠুন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 14-16 এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচনের প্রচার সারবেন মহাগুরু ৷ ওইদিন আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে জয়গাঁও-তে সভা ও তারপর রোড-শো করবেন তিনি ৷ পরেরদিন অর্থাৎ, সোমবার জলপাইগুড়ির প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের সমর্থনে রোড-শো ও জনসভা করবেন মিঠুন ৷ 16 এপ্রিল কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনেও রোড-শো ও জনসভা করার কথা রয়েছে তাঁর ৷

উল্লেখ্য, মাস দু’য়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন মিঠুন ৷ বিজেপি সূত্রে খবর, তিনি অসুস্থতার কারণেই প্রার্থী হিসেবে লড়বেন না বলে জানিয়েছিলেন ৷ তবে, নির্বাচনী প্রচারে পুরোপুরিভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি নিজেই ৷ তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পয়লা বৈশাখ থেকেই মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রচারে নামছেন ৷

উল্লেখ্য, উত্তরবঙ্গ তথা রাজ্যে কয়েকদফা নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 9 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচার করে গেছেন ৷ এবার মিঠুন চক্রবর্তীকে প্রচারের মঞ্চে নামিয়ে বাঙালি আবেগকে ভোট ময়দানে কাজে লাগাতে চাইছে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. প্রার্থী না হওয়ায় সোশাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  2. মিঠুনকে সঙ্গে নিয়েই নতুন ছবির কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী
  3. 16 বছর পর মিঠুনের সঙ্গে অভিনয়, মহাগুরুকে দিলেন স্বরচিত বই; কে তিনি ?

কলকাতা, 12 এপ্রিল: বাংলা নববর্ষ অর্থাৎ, পয়লা বৈশাখে বিজেপির হয়ে প্রচার শুরু করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মিঠুনকে 'তারকা প্রচারক' বা 'স্টার ক্যাম্পেইনার' হিসেবে যে ব্যবহার করতে চায়, তা আগে থেকেই একপ্রকার চূড়ান্ত ছিল ৷ কারণ, মহাগুরু যে এবারের লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না, তা বিজেপির অন্দরেও শোনা যাচ্ছিল ৷ তাই বিজেপির অন্যান্য স্টার ক্যাম্পেইনারদের সঙ্গে এবার মিঠুনের নামও রাখা হয়েছে ৷ বিশেষত, পশ্চিমবঙ্গের বাছাই করা লোকসভা কেন্দ্রগুলিতে ৷

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত মিঠুন চক্রবর্তী ৷ শুটিং শেষ করেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মিঠুন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 14-16 এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচনের প্রচার সারবেন মহাগুরু ৷ ওইদিন আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে জয়গাঁও-তে সভা ও তারপর রোড-শো করবেন তিনি ৷ পরেরদিন অর্থাৎ, সোমবার জলপাইগুড়ির প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের সমর্থনে রোড-শো ও জনসভা করবেন মিঠুন ৷ 16 এপ্রিল কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনেও রোড-শো ও জনসভা করার কথা রয়েছে তাঁর ৷

উল্লেখ্য, মাস দু’য়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন মিঠুন ৷ বিজেপি সূত্রে খবর, তিনি অসুস্থতার কারণেই প্রার্থী হিসেবে লড়বেন না বলে জানিয়েছিলেন ৷ তবে, নির্বাচনী প্রচারে পুরোপুরিভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি নিজেই ৷ তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পয়লা বৈশাখ থেকেই মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রচারে নামছেন ৷

উল্লেখ্য, উত্তরবঙ্গ তথা রাজ্যে কয়েকদফা নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 9 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচার করে গেছেন ৷ এবার মিঠুন চক্রবর্তীকে প্রচারের মঞ্চে নামিয়ে বাঙালি আবেগকে ভোট ময়দানে কাজে লাগাতে চাইছে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. প্রার্থী না হওয়ায় সোশাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  2. মিঠুনকে সঙ্গে নিয়েই নতুন ছবির কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী
  3. 16 বছর পর মিঠুনের সঙ্গে অভিনয়, মহাগুরুকে দিলেন স্বরচিত বই; কে তিনি ?
Last Updated : Apr 12, 2024, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.