কলকাতা, 27 মে: উত্তর কলকাতায় রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার দুটি পৃথক কর্মসূচি ছিল। একটি ছিল বিকেল তিনটেয় বেলেঘাটার গান্ধি ভবন থেকে মানিকতলা পর্যন্ত উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল ৷ অন্যটি, বড়বাজারে নির্বাচনী জনসভা করার কথা ছিল মমতার। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ভাবে লাগাতার বৃষ্টি চলছে কলকাতায় তাতে এই সুচির কিছুটা বদল করলেন তৃণমূল সুপ্রিমো নিজেই ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে দুপুরে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একই পথে পদযাত্রা করবেন দুপুর তিনটের বদলে সন্ধ্যা ছ'টায়।
এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর কর্মসূচি পরিবর্তনের কথা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন বিকেল পাঁচটায় বড়বাজারের শ্রদ্ধানন্দ পার্কে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে যে সমাবেশ করেছিলেন সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই জনসভার সময় অপরিবর্তিত থাকছে বিকেল পাঁচটাতেই ৷ আর পদযাত্রা হবে এই জনসভার পরেই সন্ধ্যা ছ'টায়। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের যে পূর্বাভাস তাতে বিকেল চারটের পর থেকেই ধীরে ধীরে কলকাতার আকাশ পরিষ্কার হবে। বৃষ্টিপাত কমতে শুরু করবে। ফলে আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যের দিকে এই মিছিল করবেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গত, এখনও পর্যন্ত উত্তর কলকাতায় আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিছিল করার কথা রয়েছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতার এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: কেন বাদ গেলেন মিমি? 'স্ট্রং' সায়নীকে প্রার্থী করার ব্যাখ্যা দিলেন মমতা
যেহেতু মঙ্গলবারও তাঁর পূর্বনির্ধারিত সূচি রয়েছে, সে ক্ষেত্রে নতুন করে আজকের দিন প্রাকৃতিক দুর্যোগের জন্য কর্মসূচি বাতিল করলে নতুন করে কর্মসূচি পরিকল্পনার সময় থাকবে না বলেই মনে করছে তৃণমূল। তাই প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এদিন দুপুরের বদলে সন্ধ্যায় উত্তর কলকাতার মিছিল করবেন মমতা। মনে করা হচ্ছে আজ যে দুটি কর্মসূচি উত্তর কলকাতায় রয়েছে, এই দুটি কর্মসূচিই থেকে উত্তর কলকাতার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। বিকেলে শ্রদ্ধানন্দ পার্ক এবং সন্ধ্যায় পদযাত্রা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পা ধরে ক্ষমা না চাইলে দলে জায়গা নেই! বিধায়ক ঊষারানিকে কড়া বার্তা মমতার