তমলুক, 25 এপ্রিল: নির্বাচনী প্রচারে গিয়ে নাম না-করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম, তখন কারও পাত্তা ছিল না ৷ কেউ বেরোয়নি ৷ না পিতা-না পুত্র। কেউ সেদিন বেরোয়নি ৷ 10 দিন পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি ৷" বার বার 'গদ্দার' বলেও কটাক্ষ করলেন মমতা ৷
এখানেই শেষ নয়, শুভেন্দুকে 'গদ্দার' বলে চিহ্নিত করে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমি বইতে ওঁদের নাম লিখেছিলাম ৷ আমাদের দলে ছিলেন তাই সম্মান জানাতে ওঁদের নাম তখন দিয়েছিলাম ৷ এখন নতুন করে লিখলে সেটা শুধরে নেব ৷ নন্দীগ্রামের রাস্তায় ছিল ওঁরা ?" পাশাপাশি, দুর্নীতি নিয়ও এদিন মুখ খুলেছেন মমতা ৷ এদিন তমলুকের সভা থেকে বিজেপি তথা অধিকারী পরিবারকে নিশানা করে তিনি বলেন, "তৃণমূল তোর থেকে শিখেছে ৷ তৃণমূল চুরি করতে জানত না ৷ তুই তো পালিয়ে গিয়েছিস চুরি করে ৷ সিবিআই-ইডি থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিস ৷ তৃণমূল চুরি করে না ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি, গদ্দার তোর যদি ক্ষমতা থাকে শ্বেতপত্র প্রকাশ কর ৷"
একই সঙ্গে, মমতা বলেন, "বাবা কেন্দ্রে মন্ত্রীর শপথ নিতে গিয়েছিলেন ৷ দেখলাম ওঁর ছেলে নেই শপথগ্রহণ অনুষ্ঠানে ৷ খোঁজ নিয়ে জানতে পারলাম, বাবা মন্ত্রী হবে বলে ওঁর গোঁসা হয়েছিল। বাবা মন্ত্রীর শপথ নিলেও সেখানে যাননি। এঁদের কাছ থেকে শিক্ষা নেব ?" অন্যদিকে, এদিন প্রার্থীর নাম বিভ্রাটেও জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বক্তব্যের শুরুতেই এদিন মমতা বলেন, "অনেক নেতা রয়েছেন ৷ সবার নাম একটা মিটিং থেকে বলা যায় না ৷ আমাদের প্রার্থী অভিজিৎ আছেন ৷" এরপরই দ্রুত ভুল শুধরে মমতা বলেন, "সরি, দেবাংশু ৷ দেবাংশুর হয়ে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি ৷"
এর সঙ্গেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নাম না করেও তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "যাকে প্রার্থী করেছেন, সেই মহানুভব ঈশ্বরের উপরে থাকেন ! কথায় কথায় লোকের চাকরি খেতেন ৷ চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছেন ৷ যিনি ছাত্র-ছাত্রীদের চাকরি খেয়েছেন তিনি এখন দেবাংশুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ৷ বিচারপতির আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন ৷ আপনি বিচারালয়ের কলঙ্ক ৷ আপনি বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করেছেন ৷ তাঁকে বিতাড়িত করুন ৷"
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর আদালত অবমাননাকর মন্তব্যে পদক্ষেপের আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশরঞ্জন
আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার