ETV Bharat / politics

সুকান্ত-শুভেন্দু বাংলার কুলাঙ্গার ! বিতর্কিত মন্তব্য মমতার - Mamata Banerjee

Mamata Banerjee: শনিবার বালুরঘাটে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে আবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন ৷ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷

LOK SABHA ELECTION 2024
LOK SABHA ELECTION 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 3:05 PM IST

বালুরঘাট, 6 এপ্রিল: শুভেন্দু অধিকারীকে নাম না করে গদ্দার অনেকবারই বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি জুড়ে নিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ নাম না করে শুভেন্দু-সুকান্ত দু’জনকেই বাংলার গদ্দার বললেন ৷ পাশাপাশি তাঁদের বাংলার কুলাঙ্গার বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী ৷

শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভাষণ দিতে গিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন তিনি ৷ বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির সমালোচনা করেন তিনি ৷ আবারও সরব হন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ৷

শুরুতে তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন ৷ মমতা বলেন, ‘‘কেউ কেউ দিল্লি থেকে এসেছে বলছে, দুর্নীতি হয়েছে ৷ তাই টাকা দিচ্ছি না ৷’’ আসলে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যে দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যে অভিযোগ করছেন, সেই প্রসঙ্গ তুলেই এই কথা বলেছেন মমতা ৷

এ দিন তিনি যেখানে সভা করেন, সেই বালুরঘাটের সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাই সরাসরি সুকান্তকেই চ্যালেঞ্জ করেন মমতা ৷ তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে...বলেলনি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না ?’’ উল্লেখ্য়ে, এখানে সুকান্তর নাম করলেও শুভেন্দু অধিকারীর নাম মুখে আনেননি মমতা ৷ আবারও বিরোধী দলনেতাকে তিনি গদ্দার বলে কটাক্ষ করেন ৷

এর পর তৃণমূল নেত্রী বলেন, ‘‘আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন ৷ আপনারা বাংলার গদ্দার ৷ আপনারা বাংলার কুলাঙ্গার ৷ আপনারা বাংলাকে ভালোবাসেন না ৷ আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না ৷ আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না ৷ দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না ৷’’

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ক্ষমতা থাকলে গণতান্ত্রিকভাবে জয়ী হও, বুথকর্মী-এজেন্টদের গ্রেফতার করে নয়: মমতা
  3. মমতার গ্যারান্টি মোদির মতো মিথ্যাচার নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রধানমন্ত্রী

বালুরঘাট, 6 এপ্রিল: শুভেন্দু অধিকারীকে নাম না করে গদ্দার অনেকবারই বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি জুড়ে নিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ নাম না করে শুভেন্দু-সুকান্ত দু’জনকেই বাংলার গদ্দার বললেন ৷ পাশাপাশি তাঁদের বাংলার কুলাঙ্গার বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী ৷

শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভাষণ দিতে গিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন তিনি ৷ বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির সমালোচনা করেন তিনি ৷ আবারও সরব হন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ৷

শুরুতে তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন ৷ মমতা বলেন, ‘‘কেউ কেউ দিল্লি থেকে এসেছে বলছে, দুর্নীতি হয়েছে ৷ তাই টাকা দিচ্ছি না ৷’’ আসলে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যে দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যে অভিযোগ করছেন, সেই প্রসঙ্গ তুলেই এই কথা বলেছেন মমতা ৷

এ দিন তিনি যেখানে সভা করেন, সেই বালুরঘাটের সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাই সরাসরি সুকান্তকেই চ্যালেঞ্জ করেন মমতা ৷ তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে...বলেলনি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না ?’’ উল্লেখ্য়ে, এখানে সুকান্তর নাম করলেও শুভেন্দু অধিকারীর নাম মুখে আনেননি মমতা ৷ আবারও বিরোধী দলনেতাকে তিনি গদ্দার বলে কটাক্ষ করেন ৷

এর পর তৃণমূল নেত্রী বলেন, ‘‘আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন ৷ আপনারা বাংলার গদ্দার ৷ আপনারা বাংলার কুলাঙ্গার ৷ আপনারা বাংলাকে ভালোবাসেন না ৷ আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না ৷ আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না ৷ দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না ৷’’

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ক্ষমতা থাকলে গণতান্ত্রিকভাবে জয়ী হও, বুথকর্মী-এজেন্টদের গ্রেফতার করে নয়: মমতা
  3. মমতার গ্যারান্টি মোদির মতো মিথ্যাচার নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রধানমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.