ETV Bharat / politics

রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে, উত্তরবঙ্গের ট্রেন বাতিল প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার - Mamata Banerjee Slams BJP

Mamata Banerjee: আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ৷ সেই সমাবেশে জন্য ট্রেন ভাড়া দিচ্ছে না রেল ৷ এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার তিনি এই অভিযোগ করেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:54 PM IST

রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে, উত্তরবঙ্গের ট্রেন বাতিল প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার

হাওড়া, 5 মার্চ: রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ভারতীয় রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে ৷ মঙ্গলবার মেদিনীপুর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড আসেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকে তিনি চলে যান নবান্নে ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখনই তিনি রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷

কেন তিনি এই অভিযোগ করেন ? আসলে আগামী 10 মার্চ (রবিবার) তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ করবে ৷ যে সমাবেশের পোশাকি নাম জনগর্জন সভা ৷ মমতার অভিযোগ, সেই সভায় উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ট্রেন ভাড়া করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে ৷ রেলের তরফে অগ্রিম নিয়েও পরে তা বাতিল করা হয়েছে ৷

আর সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, ‘‘আমিও রেলমন্ত্রী ছিলাম, তাই রেলের ব্যবস্থা জানি । অগ্রিম টাকা নিয়ে তারা কিভাবে ট্রেন বাতিল করতে পারে ? বিজেপি নিজের স্বার্থে রেলকে ব্যবহার করছে । যাতে 10 তারিখ ব্রিগেডের মাঠে উত্তরবঙ্গের লোকেরা তাদের বঞ্চনার কথা না বলতে পারে ।’’

পাশপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘‘আমি 30 বছর ধরে লড়াই করছি নির্বাচনের আগে কেন টাকা তোলা হবে ?এখন ইডি, সিবিআই বিজেপির হয়ে টাকা তুলছে । এমন একটা আইন যাতে কোনও সিজারলিস্ট দেওয়া হয় না, যাকে গ্রেফতার করা হল, তাঁকে কারণ জানানো হয় না । বিনা বিচারেই তাঁকে দীর্ঘকাল যাবৎ আটকে রাখে । এতে বিচারের বাণী নিভৃতে কাঁদছে ।’’

তাই তিনি তৃণমূল কর্মী-সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষকেও ব্রিগেডের সভায় সকলকে আহ্বান জানান ৷ তাঁর কথায়, ‘‘বাংলার বিরুদ্ধে সব বঞ্চনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে । যাঁরা প্রতিবাদ করতে ভালোবাসেন, তাঁরা অবশ্যই আসবেন। ’’

আরও পড়ুন:

  1. গোটা দেশে নিরপেক্ষ নির্বাচন একমাত্র বাংলাতেই হয়, কমিশনকে বার্তা মমতার
  2. 'আমি বিশ্বের দিদি, ইউনিভার্সাল দিদি'; বাম-বিজেপিকে বিঁধে উন্নয়নের গ্যারান্টি মমতার
  3. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার

রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে, উত্তরবঙ্গের ট্রেন বাতিল প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার

হাওড়া, 5 মার্চ: রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ভারতীয় রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে ৷ মঙ্গলবার মেদিনীপুর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড আসেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকে তিনি চলে যান নবান্নে ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখনই তিনি রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷

কেন তিনি এই অভিযোগ করেন ? আসলে আগামী 10 মার্চ (রবিবার) তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ করবে ৷ যে সমাবেশের পোশাকি নাম জনগর্জন সভা ৷ মমতার অভিযোগ, সেই সভায় উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ট্রেন ভাড়া করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে ৷ রেলের তরফে অগ্রিম নিয়েও পরে তা বাতিল করা হয়েছে ৷

আর সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, ‘‘আমিও রেলমন্ত্রী ছিলাম, তাই রেলের ব্যবস্থা জানি । অগ্রিম টাকা নিয়ে তারা কিভাবে ট্রেন বাতিল করতে পারে ? বিজেপি নিজের স্বার্থে রেলকে ব্যবহার করছে । যাতে 10 তারিখ ব্রিগেডের মাঠে উত্তরবঙ্গের লোকেরা তাদের বঞ্চনার কথা না বলতে পারে ।’’

পাশপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘‘আমি 30 বছর ধরে লড়াই করছি নির্বাচনের আগে কেন টাকা তোলা হবে ?এখন ইডি, সিবিআই বিজেপির হয়ে টাকা তুলছে । এমন একটা আইন যাতে কোনও সিজারলিস্ট দেওয়া হয় না, যাকে গ্রেফতার করা হল, তাঁকে কারণ জানানো হয় না । বিনা বিচারেই তাঁকে দীর্ঘকাল যাবৎ আটকে রাখে । এতে বিচারের বাণী নিভৃতে কাঁদছে ।’’

তাই তিনি তৃণমূল কর্মী-সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষকেও ব্রিগেডের সভায় সকলকে আহ্বান জানান ৷ তাঁর কথায়, ‘‘বাংলার বিরুদ্ধে সব বঞ্চনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে । যাঁরা প্রতিবাদ করতে ভালোবাসেন, তাঁরা অবশ্যই আসবেন। ’’

আরও পড়ুন:

  1. গোটা দেশে নিরপেক্ষ নির্বাচন একমাত্র বাংলাতেই হয়, কমিশনকে বার্তা মমতার
  2. 'আমি বিশ্বের দিদি, ইউনিভার্সাল দিদি'; বাম-বিজেপিকে বিঁধে উন্নয়নের গ্যারান্টি মমতার
  3. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.